এই অনুচ্ছেদটি আমাদের বিশেষ প্রতিবেদন বাহরাইন বিক্ষোভ ২০১১/১২ এর অংশ।
বাহরাইন হাইকোর্ট আপিল বিভাগ কাল [৪ সেপ্টেম্বর, ২০১২] ক্ষমতাসীন দলকে পরাজিত করার ষড়যন্ত্রের দায়ে অভিযুক্ত প্রধান বিরোধী দলের ১৩ জন নেতার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে। যখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তাদেরকে “বিবেকের কারাবন্দী” বলে অভিহিত করছে, তখন বাহরাইনি কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো তাদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে সরকারবিরোধী কর্মকাণ্ডের জন্য, যা বাহরাইনে ২০১১ এর ১৪ ফেব্রুয়ারি শুরু হয়েছিল।
গবেষক ও বাহরাইনের প্রাক্তন অধিবাসী মার্ক ওয়েন জোন্স লিখেছেনঃ
@মার্কওয়েনজোন্স: কাল #বাহরাইন১৩ এর রায়। এটি ৩ সপ্তাহ পূর্বেই হওয়ার কথা ছিল, কিন্তু বিচারক #বাহরাইনের উপর রায়ের জন্য এক টুকরো কাগজ পড়তে অক্ষম ছিলেন।

ওয়াদ ধর্মনিরপেক্ষ নেতা ইব্রাহিম শরিফকে সমর্থকদের বহনের একটি তারিখবিহীন ছবি যা @ওয়াদ_বিএইচ. কর্তৃক টুইটারে প্রকাশিত। বিচারাধীন নেতৃবৃন্দের মধ্যে শরিফ একজন
মানবাধিকার কর্মী জিহান কাজেরুনি দেখিয়েছেনঃ
@জিহানকাজেরুনি: কাল #বাহরাইন১৩ বিরোধী দলীয় নেতার বিচার যারা #জাতিসংঘ #এইচআরডব্লিউ # এইচআরএফ এবং #বাহরাইনের সকল মানবাধিকার সংস্থার মতানুসারে বিবেকের কারাবন্দী
এবং মারিয়াম আলখাওয়াজা, যিনি আবদুলহাদি আলখাওয়াজার কন্যা, তার আক্ষেপঃ
@মারিয়ামআলখাওয়াজা: কাল #বাহরাইন১৩ এর রায় এবং @অ্যাংরিআরাবিয়া, বিবেকের কারাবন্দী, #বাহরাইন শুরুর আগে তাদের কারাগারে নেয়া উচিত ছিল না
এর মধ্যে, রাস্তায়, বিক্ষোভকারীদের হুমকি যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পাবলিক চত্বরসমূহ ছাড়বে না।
কর্মী নাদের আবদুলএমাম টুইট বার্তায় বলেনঃ
আরেকটি টুইট বার্তায়, তিনি দেখিয়েছেনঃ
সাবেক সাংসদ আলি আলআসাওয়াদের আক্ষেপঃ
شعب #البحرين في قراره بعدم ترك الساحات يعي تماماً بأن الحقوق المدنية والاجتماعية والسياسية له ستتحقق من خلال سلمية وعدالة حراكه المطلبي.
এই অনুচ্ছেদটি আমাদের বিশেষ প্রতিবেদন বাহরাইন বিক্ষোভ ২০১১/১২ এর অংশ।