হংকং: জাতীয় শিক্ষা কার্যক্রম অনশন ও অবস্থান ধর্মঘটের সৃষ্টি করেছে

আজ সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১২ তারিখ, যা কিনা গরমের দীর্ঘ ছুটির পর হংকং-এর স্কুল সমূহের আবার ক্লাশ শুরুর দিন। তবে তারপরেও ছাত্র শিক্ষক এবং অভিভাবকরা নতুন সেমিস্টারকে স্বাগত জানানোর মেজাজে নেই।

স্কোলারিজম-এর তিনটি প্রাথমিক বিদ্যালয়-এর ছাত্র, একটিভিস্ট গ্রুপ, বিতর্কিত জাতীয় শিক্ষা কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, তারা ৩০ আগস্ট থেকে তিনদিনের এক অনশন ধর্মঘট কর্মসূচি শুরু করে, এদিকে তাদের সমর্থকরা সরকারি ভবনের সামনে এক প্রচারণা শুরু করে। গতকাল ২ সেপ্টেম্বরে অনশন ধর্মঘট-এর সমাপ্তি ঘটে এবং এরপরেও দশজনের বেশী ছাত্র, শিক্ষক এবং অভিভাবক এরপর থেকে আবার অনশন শুরু করে এবং এইবার এই অনশন কর্মসূচি সমাপ্তির কোন তারিখ ঘোষণা করা হয়নি।

অনশন ধর্মঘটের বিষয়ে স্কলারিজমের বিবৃতির আংশিক অনুবাদ নীচে প্রদান করা হল (ইনমিডিয়াএইচকে.নেট-এর ফেসবুকের পাতা থেকে নেওয়া) [চীনা ভাষায়] :

Scholarism's hunger strike statement, via Facebook.

ফেসবুকের মাধ্যমে পাওয়া অনশন ধর্মঘট সম্বন্ধে স্কলারিজমের বিবৃতি

我們清楚知道生命有多可貴,但我們更清楚我們的下一代不可成為傀儡,我們渴望他們能夠有自己的思考和自己的情感。如今我們放下最基本也是最需要的,不是愚昧,是我們已無計可施了。包圍中聯辦、追擊吳克儉、九萬名市民遊行、擺設街站收集十萬個簽名、追擊候選人、長征……一切一切我們都嘗試了,但政府仍然充耳不聞,「卑鄙是卑鄙者的通行證,高尚是高尚者的墓誌銘」,政府的卑鄙我們看到了,但我們絕不可允許他的通行,我們絕不可低頭,我們堅持信念,要求撤回國民教育科。

為了思想自由,情感自由,為了下一代,為了香港的明天,我們自願絕食,堅決不已。撤回洗腦國民教育課事不宜遲,梁振英政府必須站出來回應訴求,面對民意,你責無旁貸。

আমরা পরিষ্কার ভাবে জানি জীবন কতটা মূল্যবান। একই সময়ে এই বিষয়টি আরো গুরুত্বপূর্ণ যে আমাদের পরবর্তী প্রজন্ম কেবল চাবি দেওয়া পুতুল হতে পারে না। আমরা চাই যেন তারা স্বাধীন চিন্তা এবং আবেগের মানুষ হয়। এখন আমরা আমাদের মৌলিক চাহিদাগুলোকে এক পাশে রেখেছি। এমন না যে আমরা নির্বোধ। কিন্তু আমাদের সামনে এখন আর কোন উপায় নেই। আমরা হংকং-এর কেন্দ্রীয় গণ সরকারের জনসংযোগ ভবন ঘিরে রাখার চেষ্টা করেছি, আমাদের লক্ষ্য এডি নগ হাক-কিম [শিক্ষা বিভাগের প্রধান]; প্রায় ৯০,০০০-এর বেশী নাগরিক রাস্তায় নেমে এসেছে এবং ১০০,০০ জন নাগরিকের যৌথ স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। আমরা সংসদে সদস্য প্রার্থীদের বাধ্য করেছে তাদের অবস্থানকে পরিষ্কার করার জন্য এবং আমরা লং মার্চ নামক যাত্রার চেষ্টা করেছি…। আমরা এর জন্য সর্বাত্মক চেষ্টা করেছি, কিন্তু সরকার এখনো আমাদের কথায় কান দিচ্ছে না। “ অসৎ প্রবৃত্তি হচ্ছে অসৎ মানুষদের হাতিয়ার, আর মহৎ মানুষদের বৈশিষ্ট্য প্রকাশ পায় তাদের মহত্ত্বে”। আমরা সরকারের অসৎ প্রবৃত্তিগুলো দেখতে পাচ্ছি, কিন্তু আমরা সেগুলোকে এড়িয়ে যেতে পারি না। আমরা আমাদের মাথা নিচু করতে পারি না। আমরা আমাদের বিশ্বাসে অনড় রয়েছি এবং জাতীয় পাঠ্যসূচি বাতিল করার দাবী জানাচ্ছি।

আমাদের চিন্তা এবং আবেগের স্বাধীনতার জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এবং হংকং-এর ভবিষ্যত-এর জন্য, আমরা অনশন ধর্মঘট শুরু করেছি। এই জাতীয় পাঠ্যসূচি বাতিল করার ক্ষেত্রে সরকারের আর মোটেও দেরি করা উচিত নয়। আমাদের দাবি, জনতার মতামত-এর প্রতি সিওয়াই লিয়ুং-এর সরকারের অবশ্যই সাড়া দেওয়া উচিত। এটা তাদের দায়িত্ব।

উক্ত ব্যক্তিদের প্রতি সমর্থন প্রকাশ করার লক্ষ্যে একটি যৌথ নাগরিক সংগঠন ২ সেপ্টেম্বর-এ, সরকারি ভবনের সামনে এক কার্নিভাল বা মেলা এবং গণ জমায়েত-এর আয়োজন করেছিল, যেখানে তারা এই পাঠ্যসূচির বদলে আরো বেশী সমালোচনামূলক নাগরিক এক শিক্ষা ব্যবস্থার দাবী জানায়:

উক্ত জমায়েতে এই জোটের দশ জন প্রতিনিধি ঘোষণা করেছে যে তারা হয়ত অনশন ধর্মঘট-এর বিষয়টি আরো জোরাল করতে পারেন। এরা হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং অভিবাবক; এদের মধ্যে একজন শিক্ষক জেমস হন লিন-শান-এর বয়স ৬০ বছর। তিনি বলেন [চীনা ভাষায়]:

如果輸了這一場仗,甚麼一國兩制,港人治港都會逐漸步向滅亡。我們要誓死堅持!

যদি আমরা এই যুদ্ধে হেরে যাই, তাহলে আমরা এক দেশ দুই পদ্ধতির লড়াই এবং হংকং-এর জনগণের স্বশাসন-এর লড়াই হেরে যাব। আমাদের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে!
A student-teacher concern group took a protest photo against national education in the school campus on the first school day.

সচেতন ছাত্র শিক্ষকদের একটি দল, গ্রীষ্মের বন্ধের পর স্কুল খোলার প্রথম দিনে ক্যাম্পাসে জাতীয় পাঠ্যসূচির বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে একটি ছবি তোলে। উক্ত সচেতন দলের ফেসবুকের পাতা হতে নেওয়া।

যখন সরকার বারবার তার অবস্থান তুলে ধরছে এই বলে যে এই পাঠ্যসূচি বাধ্যতামূলক নয় এবং উক্ত পাঠ্যসূচি পর্যালোচনা করার জন্য সরকার একটি কমিটি গঠন করেছে, তবে ফাঁস হয়ে যাওয়া একটি নথিতে [চীনা ভাষায়] উন্মোচিত হয়েছে যে শিক্ষা ভাবে সকল শিক্ষকের কাছে দাবী করেছে যেন ভবিষ্যতে চিহ্নিত করার জন্য প্রতিটি ছাত্রের বিপরীতে তারা একটি “জাতীয় শিক্ষা ফাইল” খোলে।

সর্বোপরি প্রচার মাধ্যম উন্মোচন করেছে যে মাধ্যমিক স্কুলসমূহ তাদের শিক্ষকদের কাছে দাবী করেছে যে যেন তারা জাতীয় পাঠ্যসূচি বিষয়ে বিস্তারিত কোন কিছু প্রকাশ না করার ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করে [চীনা ভাষায়]। যার মানে হচ্ছে জনতা এই পাঠ্যসূচি প্রয়োগের বিষয়ে কোন পর্যবেক্ষন করতে পারবে না।

ছাত্রছাত্রী, শিক্ষক এবং সচেতন নাগরিকদের কাছে সুশীল সমাজের জোট আহ্বান জানিয়েছে, অনানুষ্ঠানিক ভাবে তৈরি করা কালো তালিকা এবং শিক্ষাসূচি প্রয়োগের বিরুদ্ধে এক প্রতিবাদ হিসেবে তারা যেন গ্রীষ্মের ছুটির পর স্কুল খোলার প্রথম দিনে কালো পোষাক পরে স্কুলে উপস্থিত হয়। কয়েকটি প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী এবং জাতীয় পাঠ্যসূচি বিষয়ে স্কুলের সচেতন দলের মধ্যে থেকে কয়েকজন শিক্ষক, প্রতিবাদ হিসেবে কয়েকটি ছবি তুলেছে, তারা জাতীয় পাঠ্যসূচিকে না বলছে।

গ্রীষ্মের ছুটির পর প্রথম স্কুল দিবসে হাজার হাজার ছাত্র, শিক্ষক এবং অভিভাবকরা কালো পোষাক পরে এই পাঠ্যসূচি বাতিল করার ব্যাপারে সরকারের উপর চাপ প্রয়োগ করার জন্য ক্রমাগত সরকারি ভবনের সামনে অবস্থান গ্রহণ করে। আজ (২ সেপ্টেম্বর) সরকারি ভবনের একজন সরকারী কর্মচারী নীচে প্রদান করা অনেক উপর থেকে তোলা ছবিটি তোলেন। ছবি স্কোলারিজমের ফেসবুকের পাতা থেকে নেওয়া:

সন্ধ্যা সাতটার সময় প্রায় ৮,০০০-এর মত প্রতিবাদকারী সেখানে এসে উপস্থিত হয় এবং জন্য স্কোলারিজম আরো নাগরিকদের প্রতি আহ্বান জানায় [চীনা ভাষায়] যেন তারা সরকারী ভবনের সামনে সারা রাত ধরে চলা এই অবস্থান ধর্মঘটে অংশ নেয়। সংবাদে জানা গেছে যে অনশন ধর্মঘটে অংশ নেওয়া দুইজন ব্যক্তি নিম্ন রক্তচাপে ভুগছে এবং তাদের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে

A panoramic view of the September 3 after school gathering outside the government building. Image from Scholarism on Facebook.

৩ সেপ্টেম্বর তারিখে সরকারি ভবনের সামনের স্কুল ছুটির পর সমাবেত মানুষের জমায়েতের একটি পূর্নাঙ্গ ছবি। এই ছবিটি স্কোলারিজমের ফেসবুকের পাতা থেকে নেওয়া হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .