বাহরাইনঃ “আমাদের নারীরা লৌহ মানবী “

টুইটার ব্যবহারকারি বাহরাইনিরা এই সকালে রাজনীতি থেকে সামান্য বিরতি নিয়েছিলেন এবং মাইক্রোব্লগিং সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কিছুটা আনন্দ পেয়েছিলেন । শিল্পী আনাস আল শেখ একটি খবর পড়েছিলেন যাতে লেখা ছিল যে, একজন ইরাকি মহিলা আত্নহত্যা করেছিলেন তার স্বামীর ভাষান্তরিত তুর্কি সোপ অপেরা (টিভি নাটক) দেখার প্রতিবাদে।

সাম্প্রতিক সময়ে তুর্কি সোপ অপেরাগুলো মেক্সিকানগুলোর জায়গা দখল করে নিয়েছে। আরবি ভাষায় ডাবিং করা এই সোপ অপেরাগুলো দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়। তারা এই ধারাবাহিকগুলো দেখে, যেগুলোর কিছু কিছু কয়েক মাস ধরেও চলে।

আল শেখ খবরটির সামান্য অংশ তার টুইটার অনুসারীদের কাছে তুলে ধরেন এবং প্রশ্ন করেন যে;

خبر في صحيفة..عراقية تحرق نفسها احتجاجا على مشاهدة زوجها المسلسلات التركية… ليش ما سمعنا عن امرأة بحرينية قامت بنفس الفعل؟ ههههه
@আনাস আল শেখ :একটি দৈনিক পত্রিকার একটি খবর …একজন ইরাকি মহিলা আগুনে পুড়ে আত্নহত্যা করতে চেয়েছিলেন তার স্বামীর তুর্কি সোপ অপেরা দেখা বন্ধ করতে। আমরা কেন শুনলাম না যে, একজন বাহারাইনি মহিলাও একই কাজ করেছেন? হা হা হা

শ্লেষোক্তিটি হারিয়ে যায়নি বরং এই মন্তব্যটি অনেক প্রতিক্রিয়ার বিস্ফোরণ ঘটিয়েছে।

বাহরাইনে ফেব্রুয়ারি, ২০১১ এ যে সরকার বিরোধী প্রতিবাদ শুরু হয়েছিল, তাতে বাহরাইনি মহিলারা একেবারে সামনের সারিতে ছিলেন।

বাহরাইনে ফেব্রুয়ারি, ২০১১ এ যে সরকার বিরোধী প্রতিবাদ শুরু হয়েছিল, তাতে বাহরাইনি মহিলারা একেবারে সামনের সারিতে ছিলেন। ফ্লিকার ছবিটি আল জাজিরা ইংলিশ ভার্সন থেকে (সিসি বাই-এসএ ২.০)

উম সালমান বলেনঃ

لأن المرأة البحرينية عاقلة ما تسوى المسلسلات التركية او اي شئ اخر تذبح نفسها
@উমসালামান২০১১: যেহেতু বাহারাইনি নারীরা যথেষ্ট পরিণত, তাই তারা জানেন যে তুর্কী সোপ অপেরা অথবা এমন কিছু তাদের জীবনের চেয়ে মুল্যবান নয়।

ইস্রা যোগ করেনঃ

خله يطالع .عليه بالعافية .اخر شي من اللي قاعدة جدامه ؟؟ أنا .خخخ ويعني لو طالع اش بيسوي ؟ بيسافر لهم وﻻ بيطلعون له من الشاشة
@ইস্রা_ এফ_৮৪: তাকে(স্বামী)দেখতে দিন। দিনের শেষে তার সামনে শুধুমাত্র তার স্ত্রীই থাকবেন। কি করবেন যদি তিনি তাঁদের দেখেন? তিনি কি তাদের কাছে চলে যাবেন? নাকি পর্দার আড়াল থেকে তার বেড়িয়ে আসবেন?

এবং ফাতিমা সেলিম লেখেনঃ

المرأة البحرينية ضد الصدمات المرأة الحديدية
@ফাতিম_সাম: বাহারাইনি নারীরা যেকোনো ধাক্কা প্রতিরোধ করতে পারেন। তারা লৌহ মানবী।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .