হংকং: কেন্দ্র দখল – জোড়পূর্বক উৎখাতের পূর্বে

এই অনুচ্ছেদটি আমাদের বিশেষ প্রতিবেদন #বিশ্বব্যাপী দখল এর অংশ।

গত বছর ওয়াল স্ট্রীট দখল প্রতিবাদ কর্মসূচীটি হংকং এ ছড়িয়েছিল এবং ১৫ই অক্টোবর, ২০১১, থেকে স্থানীয় কর্মীগণ কেন্দ্রীয় জেলায় এইচএসবিসি ব্যাংকের নিচে চত্বরে শিবির গেড়েছে।

এ‘কেন্দ্র দখল’ দশ মাসেরও বেশি সময় ধরে চলেছে এবং সম্ভবত সারাবিশ্বে দীর্ঘস্থায়ী দখলবিরোধী আন্দোলনগুলোর একটি। সম্প্রতি এইচএসবিসি বসবাসকারী – কর্মী, উদ্বাস্ত ও গৃহহীনদের উৎখাতের জন্য একটি কোর্ট আদেশ পেয়েছে যা বলবৎ করার সময়সীমা ২০১২ এর ২৭ আগস্ট রাত ৯টার মধ্যে বেঁধে দেয়া হয়েছে।

২৬ আগস্ট, কিছু কর্মী তাদের দখলবিরোধী আন্দোলনে একটি বিস্তৃত সমাবেশের ডাক দিয়েছেন, inmediahk.net থেকে ড্যামন অং ঐ দৃশ্য থেকে প্রতিবেদন [zh] করেছেন:

曾參與早段佔領行動的左翼廿一成員覃俊基認為,行動與他自己的期望有落差,運動方向偏重於自治社區的實驗,未能清楚向公眾說明自治社區運動與反對資本主義的關係。周思中則認為佔領行動之所以位於匯豐總行地下,正因其位於金融、政治的要地,這是佔領中環所代表的象徵性意義。曾參與保衛皇后碼頭行動的他認為「清場」才是佔領行動的核心,透過清場才能更加突顯行動的對抗性及象徵意義。土地正義聯盟成員可樂認為,佔領行動可以遍地開花例如在新界東北進行佔屋運動,對抗地產商囤積土地。

লেফট২১ এর একজন সদস্য তাম চুন-কেই যিনি কেন্দ্র দখল কর্মকাণ্ডের প্রথম দিকে অংশ নিয়েছিলেন তার মতে ঐ আন্দোলন ও তার আশার মধ্যে একটা দূরত্ব ছিল। এটি একটি স্বতঃস্ফূর্ত গোষ্ঠীর কর্মকাণ্ড ছিল কিন্তু স্বতঃস্ফূর্ত আন্দোলন ও ধনতন্ত্র বিরোধী আন্দোলনের সম্পর্ক জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে প্রচার হয় নি। চো জে-সুং যিনি ২০০৬-২০০৭ এর মধ্যে সংঘটিত কুইন্স পিয়ার দখলের সময়ে কর্মরত ছিলেন তিনি দেখিয়েছেন যে কর্মীরা এইচএসবিসির কার্যালয়, অর্থাৎ হংকং এর অর্থনৈতিক ও রাজনৈতিক কেন্দ্র অর্জন করে নিয়েছে – এটি যথেষ্ট প্রতীকী এবং তাদের সম্ভাব্য উৎখাত নতুন করে সংঘর্ষের সৃষ্টি করতে পারে। লিগ অফ ল্যান্ড জাস্টিসের এক সদস্য হলক বিশ্বাস করেন যে দখলবিরোধী আন্দোলন হংকং এর উত্তরপূর্বের মত অন্য জায়গায় ছড়িয়ে পড়বে বিশেষ করে যেখানে সম্পত্তি ডেভেলপারদের জমি ব্যাংকিং [দ্রষ্টব্যঃ বিক্রয়যোগ্য ভূমি ক্রয় অন্যদের কাছে লাভজনক মূল্যে বিক্রি করা] এর বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধছে।

এক সামাজিক প্রতিবাদকারী ফটোগ্রাফার পাক চাই, কর্মীদের এলাকায় তাদের দলগত ছবি ও তাদের নিজেদের শিরোনাম দেয়ার আমন্ত্রণ জানিয়ে তাদের অবস্থান ধর্মঘটের জায়গা ধারণ করেছেন। [zh] ছবিগুলো অনুমতি সাপেক্ষে ব্যবহৃত:

「哎吔,該煨囉……係佔領中環搭上左」

ওহ, এটি বিব্রতকর… কেন্দ্র দখল বিরোধী কর্মসূচির সময়ে আমরা ডেটিং শুরু করেছি।

一個睡在地上,一個睡在帳幕,一個睡在沙發上。沒有佔領中環,他們的習慣都應該沒有分別,就是不會認識對方。

একজন মেঝেতে ঘুমাচ্ছে, একজন ক্যাম্পের ভেতরে ঘুমাচ্ছে, একজন চেয়ারে ঘুমাচ্ছে। কেন্দ্র দখল ব্যতীতও তারা এভাবেই থাকত, কিন্তু তখন তারা একে অপরকে চিনত না।

一張橫額,可以用來劃清界線,卻也可以用來連結彼此﹣﹣我們曾經為「反對資本主義」的 橫額用甚麼布來寫而爭論:花布?黑底白字?我們各有美學,確有差異。但,有乜緊要得過 嘗試與共存?

একটি লাইন টানা বা যোগ করার জন্য একটি ব্যানার ব্যবহৃত হতে পারে – একবার আমরা “ধনতন্ত্র-বিরোধী” শ্লোগান লেখার জন্য ব্যবহৃত কাপড়ের প্রকার নিয়ে বিতর্ক করেছিলামঃ ফুলেল কাপড়? সাদা প্যান্টের সাথে কালো কাপড়? আমাদের নিজেদের শৈল্পিক বিবেচনাবোধ আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের সকল পার্থক্য নিয়ে একত্রে বসবাসের চেষ্টা করা।

女性主義者?

নারীবাদী?

本想找個地方在中午和下班休息,點知成為習慣,每天都會過來聊天。

প্রথমে আমরা শুধু দুপুরের খাবার ও কাজের পরের সময়ের বিরতির জন্য একটি জায়গা খুঁজতে চেয়েছি। এরপর আমাদের প্রতিদিন এখানে ঘুরতে আসার অভ্যাস হয়ে গেছে।

用國際歌平息一切糾紛。有一個晚上,兩個叔叔為了「這世界是否有人餓死」而大打出手, 我們知道其中一個叔叔喜歡唱歌,開始唱國際歌的時候,就停手了。

সংঘর্ষ রোধের জন্য  দি ইন্টারন্যাশিওনালে সঙ্গীত ব্যবহার করুন। এক রাতে, দুজন বয়স্ক ভদ্রলোক বিশ্বে মানুষ অনাহারে মৃত্যুর দিকে এগোচ্ছে কিনা তা নিয়ে তর্ক করছিলেন। আমরা জানতাম যে তাদের একজন গান পছন্দ করেন, তখন আমরা দি ইন্টারন্যাশিওনালে গাইতে শুরু করলাম আর তারা লড়াই বন্ধ করলেন।

兆基抗議書院有老有嫩

কলেজ থেকে বিক্ষোভে বৃদ্ধ ও তরুণ

在吃人兼殘殺動物的社會裡,我們還有選擇。

আমাদের এখনো এমন এক পৃথিবীতে বাস করার ইচ্ছা আছে যেখানে মানুষ একে অপরকে সরিয়ে এবং প্রাণী হত্যা করে বেঁচে থাকে।

在髮端嘴唇間交換張狂

ঠোঁট ও চুলের মাধ্যমে পাগলামি বিনিময়

我們仨各自建立關係。三人一起只有一次經驗,那時我們去醫院探他,為了讓他可以抽煙,就一起騙護士帶他外出。

আমাদের একত্রে একটি অভিজ্ঞতা রয়েছে – আমরা দুজন তাকে হাসপাতালে দেখতে গিয়েছি। আমরা তাকে ধূমপানের উদ্দেশ্যে বাইরে নিয়ে আসার জন্য নার্সকে মিথ্যে বলেছি।

我們在10月16日一起來,就再沒有走過

আমরা ১৬ অক্টোবর এখানে এসেছি এবং এখনো যাই নি।

我們輪流睡在同一個帳幕。他回來時我找其他地方睡;她睡著了,我便睡在沙發。無視蜚短 流長,我們共用帳幕。

আমরা একই ক্যাম্প জায়গা ভাগাভাগি করি। যখন সে ফিরে আসে তখন আমি ঘুমানোর জন্য জায়গা খুঁজি। যখন তার ঘুমানোর প্রয়োজন, তখন সে চেয়ারে ঘুমায়। অন্যরা আমাদের কিভাবে দেখে আমাদের জানার দরকার নেই, আমরা একটি ক্যাম্প জায়গা ভাগাভাগি করি।

男人的情誼從一隻錶開始

এই দুটি লোকের বন্ধুত্ব একটি ঘড়ির মাধ্যমে শুরু হয়।

凌晨三點五點,我們離開中環,問號伴隨著我們緩慢的步伐,被帶到街上車中家內。

আমরা কেন্দ্র থেকে রাস্তায় আমাদের পদাঙ্ক অনুসারণ করে যানবাহনের মাধ্যমে অনেক প্রশ্ন রেখে সাধারণত রাত ৩টা বা ৫টায় বের হই।

魚樂無窮:有一個晚上,他告訴我在世界各地釣魚的經歷,所以,我們要一起釣魚去。

আনন্দদায়ক মাছ ধরা। এক রাতে সে আমাকে সারা দুনিয়ায় তার মাছ ধরার অভিজ্ঞতা বলল। সেজন্য আমাদের একসাথে মাছ ধরতে যেতে হয়।

এই অনুচ্ছেদটি আমাদের বিশেষ প্রতিবেদন #বিশ্বব্যাপী দখল এর অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .