স্বাধীনতা দিবসে টুইটারে বিশ্ব রেকর্ড গড়ার দাবী মালয়েশিয়ার

মালয়েশিয়রা গত ৩১ শে আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের সময় #মারদেকা৫৫ হাশট্যাগ ব্যবহার করে ৩৬ লাখ টুইটার বার্তা পাঠিয়েছে।  মালয়েশিয়া বিশ্বাস করে এক ঘণ্টা সময়ের মধ্যে পাঠানো সর্বোচ্চ টুইটার বার্তার ক্ষেত্রে এটি একটি নতুন বিশ্ব রেকর্ড গড়েছে।

মালয়েশিয়ায় মারদেকা উদযাপন।

মালয়েশিয়ায় মারদেকা উদযাপন। ছবিটি ফ্লিকার পাতা এন-শাহদি ২ থেকে নেয়া। 

জাঞ্জি ডেমোক্রাসির (গণতন্ত্রের প্রতিশ্রুতি) আয়োজকরা ডাতারান মারদেকা উদযাপনের জন্য জনগণকে তাঁদের টুইটারে স্বাধীনতা দিবসের বার্তা  #মারদেকা৫৫ এর মাধ্যমে দেবার আমন্ত্রণ জানিয়েছিল (মারদেকা অর্থ মালয়ে স্বাধীনতা)।

এই টুইটগুলো তারকাদের বিবৃতি থেকে শুরু করে জাতীয় ও হাস্যরস পর্যন্ত বিস্তৃত ছিল।

@ক্যালিফোর্নিয়াগার্ল মালয়েশিয়ার স্বাধীনতার শুভ 55 বছর! আমি তোমাকে আমার বাড়ি বলতে পেরে গর্বিত এবং নিজেকে মালয়েশিয়ান বলতে পেরে আরও বেশি গর্বিত। সেলামাত #মারদেকা৫৫

@এভিয়েনেরাল ওহ…স্বাধীনতা দিবসে মারদেকা স্কয়ারকে সমাবেশের কেন্দ্রস্থল হয়ে ওঠা আমি পছন্দ করি। #মারদেকা৫৫

@আপ্লেতেজ শুভ স্বাধীনতা দিবস # মালয়েশিয়া !! স্বাধীনতা ও সমৃদ্ধির আরো মহিমান্বিত বছর!! #মারদেকা৫৫

@মালয়েশিয়ানভয়েস মারদেকা এবার শুক্রবারে ঘটছে যা সত্যি দারুন, প্রত্যেকের জন্য লম্বা সাপ্তাহিক ছুটি #মারদেকা৫৫

@লিসাসুরিহানি🙂 কোন রাজনৈতিক আদর্শ অথবা আলোচ্যসূচি নয়।  আমি এখানে একজন মালয়েশিও হিসেবে উপস্থিত হয়েছি।  #মারদেকা৫৫

@শারিফাহালিয়া কথা বলা, চিন্তা করা, সৃষ্টি করা অথবা প্রকাশ করতে হয়তো আমাদের পুরোপুরি স্বাধীনতা নাই, কিন্তু অন্তত স্বপ্ন দেখার স্বাধীনতা আছে।  #মারদেকা৫৫

@টিপিক্যালমসিন মালয়েশিয়া নিয়ে সমালোচনা করি কিন্তু দেশের প্রতি ভালবাসা কমে না। কারণ আমরা আমাদের দেশের ভালো কেবলমাত্র চাই #মারদেকা৫৫

@জেন_থম্পসন রাজনীতি এবং দেশের জন্য ভালবাসা দুটি ভিন্ন বিষয়। কাজেই দেশপ্রেমের আত্মা থেকে, চল্ সবাই উদযাপন করি। #মারদেকা৫৫

ঘটনার কিছু ছবি ও ভাষ্যের জন্য জশুয়া অং তার ব্লগে ছবি দিয়েছেন।

কিন্তু রিপোর্ট আছে যে স্বয়ংক্রিয় টুইটার বার্তা মেশিন দ্বারা প্রেরিত হয়েছিল।

@ইমশাহিদাহঃ #মারদেকা৫৫ এর জন্য ৭২০ টি টুইটস/ মিনিট।

@রসলি_এসঃ @পলিটওয়েটওরগঃ #মারদেকা৫৫ এর উল্লেখ করায় টুইটের সংখ্যা দ্রুত প্রতি মিনিটে  ৭২০ এ উন্নিত হয়। বটস টুইটিং এর ব্যবহার লক্ষণীয়।

@আফাইযলিঃ বটদের দ্বারা নিয়ন্ত্রিত – মিনিটে একই টুইট ৭২০ বার – কি করা যায়। যাইহোক শুভ মারদেকা।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .