জার্মান এক নাগরিককে বিয়ে কর। সুইডেনের এক নাগরিককে বিয়ে কর। নরওয়ের এক নাগরিককে বিয়ে কর… তোমাদের যা প্রয়োজন তা হচ্ছে বিদেশী এক নাগরিককে বিয়ে করা, আর তাহলে বিদেশী সরকার তোমাদের পড়ার খরচ জোগাবে।
এটা ছিল থাইল্যান্ডের দরিদ্র রমণীদের প্রতি প্রদান করা থাই এক রাজনীতিবিদের উপদেশ। তবে সাকসিথ সায়াসোম্বাত-এর কাছ থেকে পাওয়া সংবাদ অনুসারে এই বিতর্কিত বিবৃতি পরে মূল অংশ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।