- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

সৌদি আরবঃ প্রখ্যাত সংস্কারবাদী মানবাধিকার কর্মীরা বিচারিক কার্যবিধিকে চ্যালেঞ্জ করেছে

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., সৌদি আরব, আইন, নাগরিক মাধ্যম, মানবাধিকার

সৌদি আরবের প্রখ্যাত মানাবাধিকার রক্ষা কর্মী এবং সংস্কারবাদী মোহাম্মদ আল খাতানি [1]আবাদুল্লাহ আল হামিদ [2], দীর্ঘ সময় ধরে মানবাধিকারের পক্ষে কথা বলার যাদের রেকর্ড রয়েছে এবং তাদের তৈরি সৌদি নাগরিক এবং রাজনৈতিক [3] অধিকার সংস্থা (সৌদি সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস অ্যাসোসিয়েশন) সংগঠনটি রয়েছে, আজ ১ সেপ্টেম্বর-এ রিয়াদের অপরাধ আদালতে সেই দুজনের বিরুদ্ধ আনীত মামলার দ্বিতীয় শুনানি অনুষ্ঠিত হয়। তাদের বিরুদ্ধে করা মামলার প্রথম শুনানি গত জুনে আলাদা আলাদা ভাবে অনুষ্ঠিত হয়েছিল, সে সময় বিচারক সিদ্ধান্ত গ্রহণ করেন যে উভয়ের মামলার দ্বিতীয় শুনানি একই সময়ে অনুষ্ঠিত হবে।

আল হামিদের বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে [4], তার মধ্যে রয়েছে:

الدعوة والتحريض على مخالفة النظام، وإشاعة الفوضى، والإخلال بالأمن والطمأنينة العامة، من خلال إعداد وصياغة ونشر بيان يدعو إلى التظاهر في الميادين العامة […]
আইন ভাঙ্গার আহ্বান জানানো এবং এর বিরুদ্ধে বিবৃতি প্রদান করা, গণ জমায়েতের এলাকায় বিক্ষোভের পক্ষে লিখে এবং বিবৃতি প্রকাশ করে বিশৃঙ্খলার সৃষ্টি করা এবং নাগরিক শান্তি ও নিরাপত্তা ভঙ্গ করা[…]
صف نظام الحكم السعودي – ظلماً وتعدياً – بأنه نظام بوليسي يقوم على الجور والقمع ويتبرقع بالدين واستخدام القضاء لتقنين الظلم من أجل استمرار الفتك المنهجي بحقوق الإنسان.
সৌদি আরবের শাসন ব্যবস্থাকে একটি পুলিশী শাসন ব্যবস্থা হিসেবে অভিহিত করা যা কিনা অন্যায় এবং দমন নীতির উপর প্রতিষ্ঠিত এবং অন্যায়কে সঠিক হিসেবে তুলে ধরার জন্য ধর্মের অপব্যবহার ও মানবাধিকার লঙ্ঘন করতে থাকা, রাষ্ট্রের বিরুদ্ধে অযৌক্তিক ভাবে এই সমস্ত অভিযোগ আরোপ করা।

আদালত প্রাঙ্গণ জনতার উপস্থিতিতে পূর্ণ হয়ে গেলে আবদুল্লাহ আল হামাদ মেঝের উপর বসে পড়েন @আব্দুলরাহমানশাহ [5]-এর মাধ্যমে পাওয়া।

কয়েকদিন আগে আল হামিদ, নাগরিকদের এই মামলার শুনানি চলাকালে আদালতে হাজির হবার আহ্বান জানান [6], সংস্কারপন্থী অনেকে তাতে সাড়া প্রদান করেন [7]

যারা এই মামলার শুনানি চলাকালে আদালতে উপস্থিত ছিলেন, সৌদি সাংবাদিক এবং প্রকাশক নাওয়াফ আল কোয়াদাইমি ছিলেন তাদের মধ্য অন্যতম:

عبدالله الحامد يحول المحاكمة إلى درس للتاريخ والقضاء حول حقوق المتهم وأصول العدالة الشرعية […]
@আলকোয়াদাইমি [8]: আবদুল্লাহ আল হামিদ আজকের এই মামলার শুনানিকে অভিযুক্তের অধিকার এবং ন্যায়বিচারের নীতির এক বক্তৃতা অনুষ্ঠানে পরিণত করেছে। এটা ইতিহাসে পরিণত হবে।[…]

সৌদি সাংবাদিক এবং মানবাধিকার রক্ষাকর্মী খাতানিও এই শুনানির সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। শুনানি চলাকালীন সময়ে ভদ্রমহিলা সরাসরি টুইট করতে থাকেন:

الحامد مخاطبا القاضي أين أنتم من ضحايا الاعتقال التعسفي والتعذيب وهم يريدون ضرب حسم بسبب رصدنا المضطهدين #محاكمة_الحامد_والقحطاني
@ইমাএইচকিউ [9]:বিচারককে আল- হামিদ বলেনঃ অন্যায় ভাবে আটক হওয়া এবং অত্যাচারের শিকার ব্যক্তিদের বিষয়সমূহ কেন আপনি মোকাবেলা করছেন না? তারা ধ্বংস করতে চায় [সৌদি নাগরিক এবং রাজনৈতিক অধিকার সংস্থাটিকে], কারণ আমরা এই সমস্ত ঘটনার শিকার ব্যক্তিদের তথ্য রাখা শুরু করেছি।

বিচারক মামলার পরবর্তী শুনানি আগামীকাল ২ সেপ্টেম্বর-এ ধার্য করেছে, তবে তা জনসম্মুখে অনুষ্ঠিত হবে না:

لا تظنوا ان المحاكمة علنية بل من حضر دخل بدون استئذان والقاضي أصر علي عدم حضورنا غداً #محاكمة_الحامد_والقحطاني
@ইমাএইচকিউ [10]: না, পরবর্তী শুনানি জনসম্মুখে অনুষ্ঠিত হবে না। যারা আজকের শুনানিতে উপস্থিত হয়েছিল, তাদের বিচারকের কোন ধরনের অনুমতি ছাড়াই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় এবং সে এখন জানাচ্ছে যে আগামীকাল আমরা কেউ আর আদালতে প্রবেশ করতে পারব না।

বিখ্যাত সৌদি ব্লগার ফোয়াদ আল ফাহরান টুইটের মাধ্যমে অভিযুক্তদের প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন:

مجرد يوم عادي آخر في حياة د. أبو بلال و د. القحطاني.. يوم تاريخي لنا #محاكمة_الحامد_والقحطاني
@আলফারহান: [11] ডক্টর আল হামিদ এবং ডক্টর আল খাতানির বেঁচে থাকা আরেকটি দিন। আর আমাদের [বাকীদের] জন্য একটি ঐতিহাসিক দিন!