বাহরাইন: অনলবর্ষী খুৎবার পর মাওলানার বদলি

সুন্নি মাওলানা ড. আদেল হাসান আলহামেদকে বাহরাইনের বিচার এবং ইসলামী বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ খালেদ বিন আলী আল খলিফার আদেশে  রিফা’র একটি প্রধান মসজিদ থেকে তাৎক্ষণিকভাবে তুবলি’র অন্য একটি মসজিদে বদলি করা হয়েছে বলে ইন্টারনেট এক্টিভিস্টরা জানিয়েছে।

গত শুক্রবারের খুৎবার সময় আওয়ালী এলাকায় রাজার দান করা জমিতে নতুন একটি রোমান ক্যাথলিক গির্জা নির্মাণ বিষয়ে প্রকাশ্য সমালোচনার কারণে তাকে বদলি করা হয়েছে, এই সংবাদটি জানার পর মাওলানার সমর্থনে টুইটারে বিভিন্ন ধরনের প্রচারাভিযান শুরু হয়েছে।

Dড. আদেল হাসান আলহামেদ

আলএসলাহ সমিতি আয়োজিত একটি সম্মেলনে ড. আদেল হাসান আলহামেদ। ছবির সৌজন্যে: মুন্তাদা.আলএসলাহ.অর্গ

খুৎবাতে ড. আলহামেদ জমি দান করা এবং গির্জা নির্মাণ করার অনুমতি দেয়াকে “খৃস্টান পন্থী” এবং “পাশ্চাত্য দেশগুলিকে খুশি করার একটি প্রয়াস” হিসেবে বর্ণনা করেছেন। তিনি (২০১১ সালের ঘটনাবলীর বিরুদ্ধে তাদের অবস্থানকে নির্দেশ করে) ইতোপূর্বে তারা “ক্ষমতায় আসার সময় এই দেশের নেতৃত্বকে যে লাল সীমারেখা” টেনে দিয়েছিলেন তা এবং “আল্লাহর ন্যায্য ধর্ম যে আরো উচ্চতর এবং তাদের সমর্থন যোগ্য” সেই কথা মনে করিয়ে দিয়ে নামাজীদেরকে তাদের বিরোধিতা প্রকাশ করতে বলেছিলেন। তিনি সতর্ক করে দিয়েছিলেন যে “এসব ক্ষেত্রে নীরবতার আল্লাহর গজব টেনে আনতে পারে” (সম্পুর্ণ অডিও – আরবী)

ড. আলহামেদ গির্জাটির নির্মাণ এবং বাহরাইনকে রোমান ক্যাথলিক গির্জার ভাইকারেটগুলোর সদর দপ্তর করার বিরুদ্ধে একটি প্রকাশ্য বিবৃতি [নিচের বিবৃতিটিসহ পত্রিকায় প্রকাশিত প্রবন্ধের পর্দাছবি] জারি এবং এতে স্বাক্ষর করা ৬৮জন সুন্নি মাওলানার একজন।

বিবৃতিটিতে “জনগণের সর্বোচ্চ উপরকার বিবেচনায় এই জমিটির উপর আদেশ প্রদানকারীদেরকে তাদের অনুদান এবং অনুমতি প্রত্যাহার করে নেয়ার” আবেদন জানানো হয়। আলহামেদ আরো যোগ করেছেন:

“এই ধর্ম এবং এর ধর্মানুষ্ঠান রক্ষা করা এবং বহু-ঈশ্বরবাদ এবং তার প্রকাশ হলো আল্লাহ প্রদত্ত কর্তব্য।”

আখবার আলখালিজে প্রকাশিত উন্মুক্ত বিবৃতি

টুইটারে ড. আলহামেদের বদলির সংবাদের প্রতিক্রিয়া ছিল বিভিন্ন রকম। সাবেক সাংসদ হামাদ আলমোহানাদি [আরবী ভাষায়] জিজ্ঞেস করেছেন:

عادل حسن الحمد : احد الخطباء المتميزين وهو امام وخطيب جامع النصف بالرفاع اكثر من ٢٥ عاما تم نقله الى جامع بتوبلي ٠ هل هذا بطلبه او برضاه ٠٠؟
@হামাদআলমোহানাদি: ২৫বছরের বেশি সময় ধরে  আলনাসুফ প্রধান মসজিদের অন্যতম একজন বিশিষ্ট মাওলানা, ইমাম এবং প্রচারক আদেল হাসান আলহামেদকে তুবলি’র একটি মসজিদে বদলি করা হয়েছে। এটা কী তার অনুরোধে বা তার সম্মতি নিয়ে করা হয়েছে?

যেই তুবলি’র নতুন মসজিদে শেখ আলহামেদকে বদলি করা হবে সেটিকে সুন্নি আধিপত্য বিশিষ্ট রিফা’র বিপরীত প্রধানতঃ শিয়া মুসলমান অধ্যূসিত এলাকা হিসেবে গণ্য করা হয়। জামাল ইব্রাহীম আলনাজেম টুইট করেছেন [আরবী ভাষায়] :

من أجل خطبة عن #أكبر_كنيسة_في_الخليج وله في الرفاع الشرقي أكثر من ربع قرن ، يُنقل د.عادل الحمد إلى منطقة شيعية ب#البحرين #كلنا_عادل_حسن
@জেনাজেম: উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম গির্জার ব্যাপারে তার বক্তৃতা এবং পূর্ব রিফাতে সিকি শতাব্দী কাটানোর কারণে ড. আদেল আলহামেদকে বাহরাইনের একটি শিয়া এলাকাতে সরানো হয়েছে! আমরা সবাই আদেল হাসান!

এছাড়াও সাবেক সাংসদ মোহাম্মেদ খালিদ বদলিটি সম্পর্কে তার উদ্বেগ প্রকাশ করেছেন [আরবী ভাষায়]:

نقل الشيخ د.عادل الحمد الى جامع آخر ظلم في حقه والسُنة وبالون اختبار لأمرٍ أكبر من هذا سوف يُشكل صدمة للشارع السُني..فترقبوا
@বোয়াম্মার: ড. আদেল আলহামেদকে প্রধান এই মসজিদ থেকে স্থানান্তর করা তার বিরুদ্ধে (একটি) অন্যায় এবং সামগ্রিকভাবে সুন্নিরা এবং আরো বড় কিছুর জন্যে তাদের উড়ানো পরীক্ষামূলক বেলুনটি শীঘ্রই সুন্নিদেরই অপ্রস্তুত করবে। প্রস্তুত থাকুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .