- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

রাশিয়াঃ ড্রাগ ড্রাগু, সামাজিক নেটওয়ার্কগুলোর মাধ্যমে সম্পূর্ণতার আকুতি

বিষয়বস্তু: পূর্ব ও মধ্য ইউরোপ, রাশিয়া, ডিজিটাল অ্যাক্টিভিজম, নতুন চিন্তা, নাগরিক মাধ্যম, রুনেট ইকো

ড্রাগ ড্রাগু [1] [রুশ ভাষায়] (“একে অন্যের কাছে”) হল একটি সেবা যা ব্যবহারকারীদের ইচ্ছানুযায়ী কাজ করে। এর সদস্যরা শুধু সাহায্য চাওয়াই নয়, বরং নিজেদের ধারণাও দিয়ে থাকে। এর ব্যবহারবিধি খুব সহজঃ একজন ব্যবহারকারী একটি নির্দিষ্ট বিভাগে বার্তা দিয়ে থাকে, এর সাথে এর প্রকারভেদ, স্থান, এবং ছবি দেয় এবং অপর সদস্যের উত্তরের অপেক্ষায় থাকে।

ব্যবহারকারীদের কর্মকাণ্ড দুইটি বাটনে কেন্দ্রীভূত: “তারা চায়” এবং “তারা পারে”। সকল উন্মুক্ত বার্তা এই দুটি শব্দের সাথে সম্পৃক্ত। এর মাধ্যমে, সবাই তাদের নিজেদের ইচ্ছা ও প্রস্তাব প্রকাশ করতে পারে। উদাহরণস্বরূপ, আলেক্সান্দ্রা ত্রিয়াপিটসিনা লিখেছেন:

Я хочу научиться петь джаз, очень-очень. Чувство ритма — есть. Голос и слух — не знаю. Слух вроде есть, но себя я не слышу, когда пытаюсь что-то повторить. Кажется, что не попадаю. А всё от того, что голосом управлять не умею. Ну, я так думаю. Помогите!!!

আমি জ্যাজ সঙ্গীত অনেক পছন্দ করি, ও শিখতে চাই। আমার তালের ধারণা আছে, কিন্তু তা রপ্তের জন্য আমার সেই কান বা কণ্ঠ আছে কিনা জানি না। আমি কিছুটা শুনতে পারি, কিন্তু যখন নিজে করার চেষ্টা করি তখন বুঝতে পারি না। আমার মনে হয় হবে না কারণ আমি নিজের কণ্ঠকে নিয়ন্ত্রণ করতে পারি না। যাতে কমপক্ষে আমি তা বুঝতে পারি। সাহায্য করুন!!!
[1]

এই সাইটের মূল পাতা

ঐ দলের অংশ হওয়ার জন্য শুধুমাত্র ফেসবুক বা কন্তাকতের [2] সদস্য হতে হবে। ব্যবহারকারীদের প্রোফাইল পাতায় অনুরোধের পরিসংখ্যান ও প্রস্তাবনা সংগৃহীত হয় (যেমন: সে কি করতে পারে, সে কি চেয়েছে, সে কাকে ধন্যবাদ জানিয়েছে, তাকে কে ধন্যবাদ জানিয়েছে, ইত্যাদি)। ব্যবহারকারীর কর্মকাণ্ড তার পছন্দ অনুযায়ী ফেসবুক বা কন্তাক্তেতে প্রকাশিত হবে।

ধন্যবাদ এবং ফ্রুবল (“বন্ধু” এবং “রুবলের [3]“) সমন্বয়ে গঠিত নতুন শব্দ) ড্রাগ ড্রাগুতে শুধু পরিবর্তনশীল মুদ্রা। ফ্রুবলের সাহায্যে ব্যবহারকারীরা এই দলের সদস্যদের পুরস্কৃত করতে পারে। সনদপত্রের জন্য রাশিয়ান অনলাইন স্টোর “ওজন” থেকে কেন্দ্রীয় “অর্থ” বিনিময় করা যেতে পারে। যাহোক, সাইট পরিচালকগণ সাময়িকভাবে এই সেবা বন্ধ করেছেন, যেহেতু তা ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় ছিল না।

মূলত গ্রীনহাউজেস অফ সোশ্যাল টেকনোলজিস-এ রাশিয়ান ভাষায় [4] লিখিত।