সংকটে ইইউ: গ্লোবাল ভয়েসেসের প্রথম ই-বুক

এই পোস্টটি আমাদের ইউরোপের সংকট সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।

আমাদের গ্লোবাল ভয়েসেস পুস্তক প্রকল্পের প্রথম প্রকাশনা “সংকটে ইইউ” এবং এতে পুরানো (ইউরোপ) মহাদেশ এবং এর বাইরের জগতের কৃচ্ছসাধনের কঠিন সময়ে নাগরিকদের সামাজিক কথোপকথন, অংশগ্রহণ এবং সমাবেশের সেরা উপাদানগুলো রয়েছে।

আমরা ২০১১ সালের বসন্তে চালু করা এবং আমাদের আন্তর্জাতিক নাগরিক-প্রতিবেদক দলের লেখা আমাদের ইউরোপের সংকট সংক্রান্ত বিশেষ কাভারেজের সেরা পোস্টগুলো সযত্নে একত্র করেছি।

ই-বুকটি একটি ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন ৩.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত এবং তিনটি বিভিন্ন বিন্যাসে ডাউনলোড করার জন্যে পাওয়া যাচ্ছে:

-পিডিএফ (৩.২ মেগাবাইট)
– ই-পাব  (৩.২ মেগাবাইট)
– মোবিপকেট (২.৮ মেগাবাইট)

সংকট ইইউ ই-বুক মলাট

সংকট ইইউ ই-বুক মলাট

বৃহত্তর প্রেক্ষাপট প্রদান করা মূল ভূমিকার পাশাপাশি এই ই-বুকটিতে অংশগ্রহণমূলক অনলাইন মিডিয়ার দৃষ্টিতে ব্যাংকিং এবং ইউরো সংকট প্রভাবিত গ্রীস, স্পেন, পর্তুগাল, ইতালি ও অন্যান্য ইউরোপীয় দেশকে যুক্ত করা ১৩টি ইংরেজি পোস্ট (অন্যান্য ভাষা সংস্করণের কাজ বর্তমানে চলছে) অন্তর্ভুক্ত।

এই সব চলমান বিষয়াবলী সম্পর্কে আরো আলোচনা এবং প্রচারের নমনীয় হাতিয়ার হিসেবে কাজ করা এই ই-বুকটির উদ্দেশ্য।

২০১২ সালের জুলাই মাস পর্যন্ত আমাদের প্রায় ৮০ জন নিবেদিত স্বেচ্ছাসেবকের দল ইংরেজিতে ৮০টির বেশি পোষ্ট তৈরী করেছে যাদের অনেকগুলো বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে।

গ্লোবাল ভয়েসেস পুস্তক এর উদ্দেশ্য আমাদের উপশিরোনামের মতোই  “ভবিষ্যতের জন্যে নাগরিক মিডিয়া ভাগাভাগি করা” যার ভিত্তি হলো জিভি’র বিশাল আর্কাইভ এবং এর চলমান বহুভাষী উৎপাদন। আমরা বিষয়, অঞ্চল, সমস্যা, ভাষা, মিডিয়া, ইত্যাদি এবং বিভিন্ন বিন্যাস (ফরম্যাট) অনুযায়ী ইলেক্ট্রনিক প্রকাশনা উপস্থাপন করবো এবং এভাবেই বছরের পর বছর ধরে আমাদের কমিউনিটি সৃষ্ট সেরা উপাদানগুলোর বৃহত্তর পরিচিতি প্রদান করা হবে।

অনুগ্রহ করে সংবাদটি ছড়িয়ে দিন, গ্লোবাল ভয়েসেস পুস্তক ওয়েবসাইট দেখুন এবং যুক্ত হোন!

এই পোস্টটি আমাদের ইউরোপের সংকট সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।

ছোট ছবিটি একটি ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন ২.০ লাইসেন্সের আওতায় ভেক্টরপোর্টাল.কম থেকে পুনর্মূদ্রিত

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .