সেনেগাল: দেশ অচল করা বন্যায় ১৮ জনের মৃত্যু

[অন্যরকম না নির্দেশ করা হলে সকল লিঙ্কই ফরাসি ভাষায়]

২৬ আগস্ট ২০১২ তারিখের ভারী বর্ষণের কারনে সেনেগালের অনেক অঞ্চলে সর্বনাশা বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু ও ৪২ জন আহত হয়েছে। দুর্গতদের সাহায্যের জন্য সেনেগাল সরকার ফরাসী দেশের আপৎকালীন সহায়তা সংগঠন অরসেক [ইংরেজি] এর সহায়তায় উদ্ধার পরিকল্পনা শুরু করেছে। সেনেগালের ইন্টারনেট ব্যবহারকারীরা তাঁদের এলাকার বন্যার প্রভাব নিয়ে আলোচনা করেছেন।

অনেক ইন্টারনেট ব্যবহারকারী মুষলধারে বর্ষণের কারণে ক্ষয়ক্ষতির ভিডিও ও ছবি সামাজিক নেটওয়ার্কে প্রকাশ করেছেন। ব্লগার বাসিল নিয়ানে বন্যাক্রান্ত ডাকারের কিছু এলাকার একাধিক ভিডিও প্রতিবেদন ইউ টিউবে প্রকাশ করেছেন। নিচের এ ভিডিওটিতে তিনি গ্র্যান্ড ইয়োফ জেলার অবস্থা বর্ণনা করেছেন:

ডালিফোরট এবং মারিস্টে জেলার বন্যা পরিস্থিতির বিষয়ে ব্লগার ডিওপয়েব একই ধরণের কাজ করেনঃ

ব্লগার আন্না গুয়েয়ে টুইটারে প্রকাশিত মনোযোগ কাড়া ছবিগুলো নিয়ে একটি সঙ্কলন তৈরি করেন এবং ক্লদ আন্দ্রে কোলে অন্যান্য অঞ্চলের অধিবাসীদের দুর্দশা মোকাবেলার কথা তুলে ধরেনঃ

Au niveau de la ville où des sources renseignent que la quantité de pluie recueillie la nuit du dimanche avoisinerait les 140 mm, les sinistrés se comptent par milliers. Les quartiers de Sourah, Keur Niang, Darou Miname, Gare Bou­ndaw, Ndame et Darou khoudoss sont les plus touchés. Même la grande mosquée n’est pas épargnée, avec l’eau qui est rentrée dans le bâtiment, occasionnant ainsi des dégâts.

আমাদের সুত্রগুলো জানায় শহরে রবিবার রাত থেকে প্রায় ১৪০ মিঃ মিঃ বৃষ্টি হয়েছে, হাজারও মানুষ দুর্গত, সোরাহ, কেউর নিয়াং, ডারু মিনামে, গারে বোন্ডাউ, ডামে এবং দডারু খুদুস জেলা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। এমনকী বড় মসজিদও রেহাই পায় নি। ভবনে জল প্রবেশ করে ভবনকে ক্ষতিগ্রস্ত করেছে।

ডিপয়েবের তোলা ডালিফোরটের বন্যার ছবি।

তিনি বলেন:

Un atelier de menuiserie sis à khaïra a été complètement détruit par un court-circuit électrique. Un poulailler au marché Ocass qui contenait 800 poulets a aussi été emporté par les eaux [..] Dans la commune de Mbacké également, les quartiers Pallène, Gawane, Route de kaël et Escale sont sous les eaux. De même que Taïf qui a reçu 149,6 mm d’eau de pluie.

শর্ট সার্কিট হয়ে খাইরাতে একটি কারখানা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। অকাস বাজারে ৮০০ মুরগীর একটি খামার জলের তোড়ে ভেসে গেছে [..] ইতোমধ্যে তাইফের মত বাকে, প্যালেইনে, গাউয়ানে, রুট দ্যো কায়েল ও এসকালে জেলা জলমগ্ন হয়েছে। তাইফে ১৪৯ মিঃ মিঃ বৃষ্টি হয়েছে।

অনেক টুইটার ব্যবহারকারী আরও অনেক ক্ষয়ক্ষতির ঘটনা টুইটারে প্রকাশ করেছেন:

@ড্যামন্দিয়ায়ে: (ডামিস্টো) #কোয়েস্ট ফরিয়ে # কেবেটু তে গাড়ী বন্যার জলে ভাসছে http://t.co/riNBDjMH
পুনঃ টুইট @ ডিপয়েব: Débordement d'un des lacs aux Maristes yfrog.com/h3kbqbfij  # ইন্নোন্ডেশন২৬ এআউট #ডাকার #কেবেটু #সেনেগাল
@ ডিপয়েব:  মারিস্টে তে একটি লেকের জল উপচে পরা http://t.co/NaqkSL3D # ইন্নোন্ডেশন২৬ এআউট #ডাকার #কেবেটু #সেনেগাল

এ মাত্রার বিপর্যয়ের কারণে রাষ্ট্রপতি সাল তাঁর দক্ষিন আফ্রিকা ভ্রমণ সংক্ষিপ্ত  করেন। বন্যায় ক্ষতিগ্রস্তরা কর্তৃপক্ষের দেরিতে পদক্ষেপ গ্রহণের প্রতিবাদে ডাকারে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে  কাঁদানে গ্যাস প্রয়োগ করা হয়।  জনগণের ক্ষোভের কারন সম্পর্কে মালিকু দিয়ায়ে ব্যখ্যা করেনঃ

Des maisons détruites, des pans de murs démolis, l’hôpital philipe Maguilène Senghor de Yoff inondé, d’où l’évacuation des malades, des routes coupées ;ça pataugeait partout . De Yoff en passant par Grand-Yoff, Parcelles assainies, Khar Yalla, le spectacle n’était pas beau à voir. Une situation indescriptible qui a poussé les populations à sortir dans la rue, pour montrer leur amertume. Les populations ont brûlé des pneus, car, disent-elles, les autorités n’ont jamais fait le moindre effort pour faire évacuer les eaux.

বাড়ীঘর বিধ্বস্ত, দেওয়াল ধ্বংশপ্রাপ্ত, ফিলিপ মগুলেনে সেঙ্গর দ্যো ইয়োফ হাসপাতাল বন্যাক্রান্ত, অসুস্থদের উদ্ধার প্রাধান্য পেয়েছে, রাস্তা বন্ধ; আবর্জনা এদিক-সেদিক সর্বত্র। পারসেল্লেস জেলা থেকে  খার ইয়াল্লা জেলার ইয়োফ থেকে  গ্র্যান্ড- ইওফের রাস্তার দৃশ্য খুব একটা সুখকর নয়। এক অবর্ণনীয় অবস্থা জনগণকে তাঁদের তিক্ত ক্রোধের বইপ্রকাশ ঘটাতে রাস্তায় নামতে বাধ্য করেছে, জনগণ টায়ার পোড়ায় কারন হিসেবে তাঁরা বলে যে কর্তৃপক্ষ বন্যার জল সরানোর নূন্যতম উদ্যোগও গ্রহণ করে নি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .