পুসি রায়ট গায়িকাদের বিচার রাশিয়ার বুদ্ধিজীবী শ্রেণী ও তারকাজগৎে কম বিতর্কিত হয় নি, বিশেষ করে দেশটির দুজন জনপ্রিয় তারকার মধ্যে একটি বিনোদনমূলক কলহের জন্ম দিয়েছে।
রেড হট চিলি পিপার এবং ম্যাডোনা রাশিয়ায় তাদের উপস্থাপনার সময় পুসি রায়টের প্রতি তাদের সমর্থন প্রকাশ করার পর, প্রখ্যাত টিভি ব্যক্তিত্ব ও বিরোধীদলের নতুন মুখ সেনিয়া সোবচাক টুইট বার্তায় বলেন [রুশ ভাষায়]:
Главное чтобы после ЭТОГО Ваенга и Валерия не покончили жизнь самоубийством..по иронии судьбы теперь пуси единственная группа с межд именем.
এলেনা ভায়েঞ্জা এক জনপ্রিয় গায়িকা যিনি সম্প্রতি অনলাইন মাধ্যমে পুসি রায়টের বিরুদ্ধে বক্তব্য দিয়ে শিরোনাম হয়েছেন। (আরো জানার জন্য, এখানে আমাদের প্রতিবেদন পড়ুন।) ভ্যালেরিয়াও (মঞ্চনাম আলা পার্ফিলোভা) একজন পপ গায়িকা, এবং রাশিয়ান সঙ্গীতজগতে গুরুত্বপূর্ণ। কোন বক্তব্য ছাড়াই বোঝা যায় যে কোন শিল্পীই আন্তর্জাতিকভাবে এতটা পরিচিতি লাভ করেন নি যতটা সম্প্রতি পুসি রায়ট পেয়েছে।
ভ্যালেরিয়া তার “ভালোমানুষ” ইমেজে থেকে লাইভজার্নালে একটি লম্বা ও গাঠনিক উত্তর [রুশ ভাষায়] দিয়ে লিখেছেন। সেখানে তিনি সোবচাককে টেলিভিশন থেকে বিক্ষোভে ব্যক্তিগত থেকে রাজনৈতিক কেলেঙ্কারিতে রূপান্তরের জন্য দায়ী করেছেন, এই বলে যে সোবচাকের ‘খ্যাতির পিছনে অনুসরণ’ তাকে তার “নিজভূমি থেকে মাটিতে পদদলিত করেছে।” ভ্যালেরিয়া এই বলে শেষ করেন যে তিনি পুতিনের চেয়ে ভালো প্রেসিডেন্ট কখনোই কল্পনা করতে পারেন নি।
রাশিয়ান ব্লগাররা তাৎক্ষণিকভাবেই এর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এলজে ব্যবহারকারী ০-লজিক, উদাহরণস্বরূপ, পাঠকদের হয় ভ্যালেরিয়ার “অনুসন্ধানমূলক” অবস্থান না হয় সোবচাকের “যুক্তিসঙ্গত” মতামতকে সমর্থনের জন্য তার ব্লগে একটি ভোটদানের ব্যবস্থা করেছেন। (অবিস্ময়করভাবেই, সোবচাক প্রায় ৪০০ ভোটে এগিয়ে।) অন্য নেট নাগরিকদের প্রশ্ন, যাহোক, কোন জায়গায় দাঁড়িয়ে সোবচাক বা ভ্যালেরিয়াকে দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে মন্তব্য করতে হল। যতই হোক, দুই নতুন মুখই রাশিয়ানদের উপর প্রভাব বিস্তার করে আছেন।
তারপরও, অনেক নেট নাগরিকই পক্ষ নিয়েছেন। দিমিত্রি বেলিয়ায়েভ ভ্যালেরিয়াকে সমর্থন দিয়েছেন [ru]:
её звезда, взошедшая на ниве колоссального труда, горит намного ярче, чем «звезды» людей уровня Ксении Собчак, о которых никто не вспомнит, если не появится нового скандала.
অন্যদিকে, ব্লগার মিসিলোবভসেম [ru], নির্দেশ করেন যে সোবচাকের প্রতি ভ্যালেরিয়ার সমালোচনা তার নিজের জন্যও সমভাবে প্রযোজ্যঃ
всё, или почти всё, в чём она обвиняет Ксению, к самой Валерии относится в большей степени. Это и привлечение к себе внимания за счёт скандалов(семейных) с вызывом к себе чувства жалости и вгрызание в руку(или в другую часть тела), которая её вскормила.
ফিলিপ কির্করভের মত কয়েকজন রাশিয়ান তারকা সেনিয়ার পক্ষে সমর্থন দিয়েছেন [রুশ ভাষায়], যেখানে অন্যরা ভ্যালেরিয়ার সাথে যোগ দিয়েছেন। টুইটার কেলেঙ্কারিটি যদিও সংক্ষেপিত ছিল, তারপরও তা সাময়িকভাবে জাতীয় মাধ্যমের নজর কেড়েছে।