গল্পগুলো মাস 31 আগস্ট 2012
থাইল্যান্ড: অলিম্পিক মুষ্টিযুদ্ধে পরাজয়ে সমর্থকদের হতাশা
সম্প্রতি শেষ হওয়া লন্ডন অলিম্পিক গেমসে থাইল্যান্ড দু’টি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক জিতেছে। কিন্তু একজন থাই মুষ্টিযোদ্ধার বিতর্কিত পরাজয়ে অনেক ভক্ত হতাশ হয়েছে। তারা বিশ্বাস করে স্বর্ণপদকটি থাইল্যান্ডকে দেওয়া উচিৎ ছিল।