এই অনুচ্ছেদটি আমাদের বিশেষ প্রতিবেদন সিরিয়া বিক্ষোভ ২০১১/১২ এর একটি অংশ।
যারা “বিপ্লবের পথের কাঁটা” তাদের জন্য সাতটি নির্দেশমূলক চিহ্ন রয়েছে। টুইটারে, সিরিয়ান @এনএমসিরিয়া ঐ চিহ্নগুলোর তালিকা করেছেন।
এনএমসিরিয়া অনুসারে, যিনি নিজেকে এক গর্বিত বিপ্লবী বলে দাবি করেন, সে চিহ্নগুলো হলঃ
@এনএমসিরিয়া: #১: আপনি এক বহুমুখী চরিত্র যিনি পরে সংখ্যালঘুদের অঙ্গচ্ছেদ ও তাদের শোষণ করার কথা বলতে ভালোবাসেন।
@এনএমসিরিয়া: #২: কেউ যদি বিরোধীদলের সমালোচনা করে, তাহলে আপনি তাদের বিশ্বাসঘাতক বলেন। #বিপ্লবেরপথেকাঁটা
@এনএমসিরিয়া: #৩: বিরোধীদল নির্বোধের মত ভুল করলে আপনি তাদের উন্মুক্ত সমালোচনা করেন না। #বিপ্লবেরপথেকাঁটা
@এনএমসিরিয়া: #৪: আপনার দুই ধরণের নীতি আছে। #বিপ্লবেরপথেকাঁটা
@এনএমসিরিয়া: #৫: আপনি অহমিকার দিক দিয়ে যথেষ্ট বড়। #বিপ্লবেরপথেকাঁটা
@এনএমসিরিয়া: #৬: আপনি স্বাধীন সিরিয়ান আর্মিকে “স্বাধীন সুন্নি আর্মি” ডাকতে ভালোবাসেন। না। আপনি #বিপ্লবেরপথেকাঁটা।
@এনএমসিরিয়া: #৭: আপনি খ্যাতির জন্য গুজব ছড়ান। শুনুন! কে জানে, হয়তো আমরা আপনাকে কোন কিছুর প্রেসিডেন্ট বানাবো। #বিপ্লবেরপথেকাঁটা
এই অনুচ্ছেদটি আমাদের বিশেষ প্রতিবেদন সিরিয়া বিক্ষোভ ২০১১/১২ এর একটি অংশ।