কোস্টারিকা: রাতের বেলা বের হবার কারণে আমি ধর্ষণের শিকার হয়েছিলাম, আর এটাই কি আমার অপরাধ

নোটঃ এই পোস্টে উল্লেখিত সকল লিঙ্ক স্প্যানিশ ভাষার সাইট থেকে নেওয়া

শক্তি এবং সাহসের সাথে, লাভ ফ্যাশান এন্ড ভিনটেজ ব্লগের সোভিয়াদেলসোল সম্প্রতি তার গাড়ি চুরি হয়ে যাওয়া, তাকে তুলে নিয়ে যাওয়া এবং তার উপর সংঘঠিত ধর্ষণের ঘটনা সম্বন্ধে লিখেছেন। সেই রাতে তিনি তার ছেলেবন্ধুর সাথে বের হয়ে ছিলেন। এই সমাজ হচ্ছে এমন এক সমাজ, যে সমাজে ছিনতাই, চুরি বা যে কোন কিছুর জন্য ঘটনার শিকার ব্যক্তির উপর দোষারোপ করা হয়, সেখানে উক্ত ভদ্রমহিলা সাহসের সাথে অপরাধের শিকার নাগরিকদের পাশে এসে দাঁড়িয়েছে এবং এই সমস্ত ঘটনা ঘটতে দেওয়ার জন্য সমাজকে দোষারোপ করেছেন।

যখন কেউ তাদের এই গাড়ি ছিনতাইয়ের ঘটনা সম্বন্ধে শুনছে, তার প্রতিক্রিয়া ঘটনার শিকার মেয়েটির ছেলেবন্ধুর প্রতি করা এক মন্তব্যের প্রতিক্রিয়া “এই ঘটনা ঘটেছে, কারণ আপনি রাতের বেলায় বের হয়েছিলেন” নামক শিরোনামে ভদ্রমহিলা একটি পোস্ট লিখেছেনঃ এ ক্ষেত্রে মন্তব্য করা হয়েছে এই ঘটনা ঘটেছে, কারণ সে রাতের বেলা বের হয়েছিল। যার ফলে তাকে অতিরিক্ত (দোষ) মূল্যায়িত করা হয়েছেঃ এর মানে কি এই যে তাকে ধর্ষণ করা হয়েছে, এটাও কি তার অপরাধ?

সে এই ঘটনা সম্বন্ধে লিখেছে যে ঘটনা শেষ পর্যন্ত তার এই লাঞ্ছনার কারণ হয়ে দাঁড়ায়। সে বর্ণনা করেছে কি ভাবে পিস্তলের মুখে তারা তাদের গাড়ি ছিনিয়ে নেয় এবং তাকে তার পোষাক খুলে ফেলতে বাধ্য করে, এরপর গুণ্ডারা তার হাত পা বেঁধে ফেলে এবং মাথা মাটির দিকে নিচু করে কফি ক্ষেতের মাঝখানে তাদের রেখে দেয়। সে লিখেছে যে এরপর ধর্ষণের জন্য সেখান থেকে তাকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়। সোফিয়াদেলসোল বর্ণনা করছে, কি ভাবে সে তাদের হাত থেকে পালিয়ে যেতে সমর্থ হয়, সে এরপর তার ছেলেবন্ধুর কাছে যায় এবং সকালে একটি রাস্তা খুঁজে পাবার আগে উক্ত কফি বাগানের মধ্যে ঘন্টার পর ঘন্টা হেঁটেছে। না এতে তাদের কোন দোষ ছিল না।
Night Sky, Moon, by Ruthanne Reid used under CCBy license.

রাতের আকাশ, চাঁদ, ছবি রুথানা রেইড-এর, সিসিবাই লাইসেন্স-এর অধীনে ব্যবহার করা হয়েছে।

Entonces no, esto definitivamente no nos paso por salir de noche, ni por estar donde estabamos, no es nuestra culpa, no es culpa de nadie que este tipo de cosas pasen. Pero si es nuestra responsabilidad hacer algo para que dejen de pasar. No basta con andar con más cuidado o armados, la solución es cambiar nuestras leyes, que los jueces, fiscales, policias y agentes de investigación tengan una mano dura. Porque aquí los que hacen y deshacen son los delincuentes. Y nadie hace nada para que esto cambie. El valevergismo es lo que más abunda en Costa Rica. Pero y si fuera yo la hija de alguno de esos jueces? La historia tendría un final bastante diferente.

তাহলে না, নিশ্চিতভাবে বলা যায় আমাদের ক্ষেত্রে এই বিষয়টি ঘটত না, হয় যদি আমরা রাতের বেলায় বের না হতাম, অথবা আমরা যেখানে গিয়েছিলাম সেখানে না যেতাম, নিঃসন্দেহে এটা আমাদের দোষ ছিল না। যখন এই ধরনের ঘটনা ঘটে তখন তা কারো দোষে ঘটে না। কিন্তু এটা ছিল আমাদের দায়িত্ব, এই ধরনের ঘটনা আবার যাতে না ঘটে তা তার জন্য কিছু করা। এটা আরো সতর্ক হওয়া বা নিজেদের অস্ত্রে সজ্জিত করার বিষয় নয়। এর সমাধান হচ্ছে আমাদের দেশের আইনের পরিবর্তন, যাতে বিচারক, সরকারি আইনজীবী, পুলিশ এবং তদন্তকারী কর্মকর্তার হাত শক্তিশালী হয়। কারণ এখানে, যারা এই সমস্ত কাজ করে এবং এই সমস্ত ঘটনা উন্মোচন করে, তারা কর্তব্য বিমুখ। আর এই সমস্ত পরিবর্তন আনার জন্য কেউ কিছু করছে না। “আমার কিছু আসে যায় না”, এই রকম মনোভাব কোস্টারিকায় পরিত্যক্ত হয়েছে। কিন্তু আমি যদি ওই সমস্ত বিচারকের একজনের কন্যা হতাম? তাহলে এই ঘটনার পরিণতি হত ভিন্ন।

ব্লগারের সমর্থকরা ফেসবুকে এই লেখা প্রদর্শন করে জনতার কাছে যাচ্ছে এবং তারা লেখিকার ব্লগে মন্তব্য করেছে।

ড্যানিয়েল লোপেজ তার মন্তব্যে সাহসী হবার জন্য এবং অনুপ্রেরণা প্রদান করার জন্য লেখিকাকে অভিনন্দন জানিয়েছেন, তিনি উৎসাহ প্রদান করেছেন এ দেশের আরো তার মত সাহসী নাগরিকের প্রয়োজন।

অন্য পাঠকেরা এই সুযোগে নিজেদের কাহিনী তুলে ধরেছে, যেমন ক্যাটালিনা ওরজওকো, যে শিশু বয়সে নিপীড়নের শিকার হবার বিষয়টি তুলে ধরেছে এবং নাগরিকদের এই বিষয়টি তুলে ধরে জানাচ্ছে যে কেন সে তার এই নিপীড়নের বিষয়টি কখনো কাউকে জানায়নি:

Mi papá biológico abusó de mi desde siempre, hasta que quedé embarazada a los 14 años de mi hijo (al cuál amo en términos de infinito). Mi futuro se perfilaba oscuro, pero ‘no me dejé’, me aferré a seguir adelante con mi hijo y hoy (después de 9 años) me siento orgullosa de poder decir que si hay algo que me sobra en la vida es luz, felicidad y bienestar.

Menciono lo anterior para enmarcar lo siguiente: nada que me choque más como la constante pregunta de terceros ‘¿y porqué usted no dijo nada?’. ¿Cómo es, fue mi culpa el haber sido abusada porque ‘no dije nada'?

আমার জন্মদাতা পিতা আমার উপর সব সময় নিপীড়ন চালাত,১৪ বছর বয়সে এক পুত্র গর্ভধারণ করার পর এই ঘটনা বন্ধ হয় (যাকে আমি প্রচণ্ড ভালোবাসি)। মনে হচ্ছিল আমার সামনে এক ঘোর অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে। কিন্তু আমি সেই অন্ধকারকে আসতে দেইনি। আমি আমার পুত্রকে নিয়ে সামনে এগিয়ে যাবার সিদ্ধান্ত নিলাম এবং আজকে ( এই ঘটনার নয় বছর পর) আমি গর্বের সাথে বলতে পারি যে আমার জীবনে যদি কিছু থেকে থাকে, তাহলে তা হচ্ছে আলো, সুখ এবং ভালভাবে বেঁচে থাকা।

আমি ঘটনা পরবর্তীতে এই বিষয়টি উল্লেখ করতে চাই যেঃ তৃতীয় পক্ষ যখন সবসময় আমাকে জিজ্ঞেস করে যে কেন আমি এই বিষয়ে কোন কথা বলিনি? তার প্রেক্ষাপটে এই নিয়ে মন খারাপ করার কিছু নেই। তার মানে এটা আমার দোষ যে আমার উপর নিপীড়ন চালানো হয়েছিল কারণ এই বিষয়ে “আমি কোন শব্দ উচ্চারণ করিনি”।

এখানে লেচুগা নামক ভদ্রমহিলা তার মন্তব্য যোগ করেছে, যে সোফিয়াদেলসোলের পোস্ট পাঠ করার পর, সামান্য কিছু পার্থক্যের মধ্যে দিয়ে কি ভাবে সে তার নিজের অভিজ্ঞতাকে আবিস্কার করছে। এই ধরনের ঘটনায় যে সমস্ত নারীদের দোষারোপ করা হয় এবং তাদের পড়া বিশেষ পোষাক, নারীদের পানশালায় যাওয়া, পান করা অথবা জনতাকে বিশ্বাস করার জন্য যারা আবার ঘটনার শিকার হয়, তিনি তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। যদিও লেচুগা এই অপরাধের ক্ষেত্রে সংবাদ প্রদান করছেন যে, এর থেকে প্রাপ্ত ফলাফল শূন্য। :

Finalmente, mi proceso judicial fue un fracaso, otra historia o expediente que se suma al montón 🙁 espero que si decidís hacer algo te vaya mil mejor, empoderate mucho frente a los investigadores, fiscales y demás, porque son sumamente machistas. Así que fuerte, valiente, demostrá la gran mujer que sos…

সবশেষে জানাই, আমার বিচারিক প্রক্রিয়া ব্যর্থ হয়েছিল, এটা হচ্ছে আরেকটি কাহিনী অথবা ফাইল, যা বাকীদের সাথে স্তুপ হয়ে রইলঃ (আমি আশা করি যে যদি আপনি কারো বিরুদ্ধে অভিযোগ আনতে যান, তাহলে আপনি হাজার গুণ ভালো কাজ করছেন, তদন্তকারী কর্মকর্তার, সরকারী আইনজীবী এবং অন্যান্যদের সামনে নিজের ক্ষমতায়ন ঘটাচ্ছেন, কারণ তারা পুরুষ শ্রেষ্ঠত্বে বিশ্বাস একদল মানুষ। কাজে দৃঢ় এবং সাহসী হউন এবং তাদেরকে দেখান যে আপনি কতটা অসাধারণ এক নারী…

ফার্নান্দো আরিয়াস, এই বিষয়টি নিশ্চিত করছে যে, তার মতে এর কোনটাই তাদের দোষ নয়। তারা আসলে সেই সব জনতার জন্য কথা বলতে চেয়েছে যারা বিচারিক প্রক্রিয়া নিয়ে কাজ করছে। একই সাথে সে বিশ্বাস করে যে আইনের পরিবর্তন আদতে এর কোন সমাধান নয়।

Difiero igualmente, con el mayor de los respetos, en que la solución esté en cambiar las leyes; igualmente debo salir en defensa de todos los profesionales de la judicatura. Ellos no tienen la responsabilidad de lo que sucede afuera, ni actúan dependiendo de quienes sean las partes en el proceso. Pero le manifiesto mi más profundo respeto y consideración, porque aunque mis experiencias no han sido tan traumantes, sé lo que es sentirse amenazado por un arma y que me despojen de mis pertenencias.

‘আইনের পরিবর্তন ঘটিয়ে এই সমস্যার সমাধান সম্ভব’, আমি শ্রদ্ধার সাথে এই বিষয়ে ভিন্নমত প্রকাশ করি। একই ঘটনায় আমি বিচার বিভাগের সকল কর্মীদের রক্ষায় এগিয়ে আসব। বাইরে যা ঘটছে তার সকল কিছুর দায় দায়িত্ব তাদের নয়, আর এই প্রক্রিয়ায় কে কি করছে, তার উপর ভিত্তি করে তারা তাদের কার্য প্রদর্শন করছে না। বরঞ্চ আপনার প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা প্রদর্শন করছি এবং আপনার কাজের বিষয়ে বিবেচনা করছি, কারণ যদিও আমার অভিজ্ঞতা এতটা যন্ত্রণাদায়ক নয়, কিন্তু আমি জানি যখন কেউ আমাকে অস্ত্রের মুখে হুমকি প্রদর্শন করে এবং আমার জিনিসপত্র নিয়ে যায়, তখন আমার কেমন লাগে।

এদিকে সোফিয়াদেলসোল, এই বিবৃতির মধ্যে দিয়ে তার লেখা শেষ করেছে:

Yo soy una mujer fuerte, ando con mi frente en alto, nada ni nadie va a hacer que desista de mi vida, mis sueños y metas. No tengo miedo ni verguenza. Soy la misma que era hace un mes pero más fuerte, más decidida. Viví una pesadilla pero estoy aquí para contarla, para que todos sepan que esto está pasando todos los días. Ningún periodico ni noticiario saca estas notas, no me interezan las razones. Lo único que quiero al contar este testimonio es que nadie más viva algo así, esto tiene que terminar!

আমি এক দৃঢ়চেতা রমণী। আমি মাথা উঁচু করে হেঁটে বেড়াই। কোন কিছু এবং কেউ আমাকে আমার জীবন, আমার স্বপ্ন এবং আমার লক্ষ্য থেকে নিবৃত করতে পারবে না। আমি ভীত নই, আমি লজ্জিতও নই। এক মাস আগে আমি যেমন ছিলাম, এখনো আমি সেই একই ব্যক্তি, কিন্তু আমি আগের চেয়ে শক্তিশালী, আরো পরিষ্কার। আমি এক দুঃস্বপ্নের মাঝে বাস করছি, কিন্তু আমি তা তুলে ধরার জন্য এখানে রয়ে গেছি, যাতে সকলে জানতে পারে যে প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটছে। কোন সংবাদপত্র বা কোন সংবাদ অনুষ্ঠানে এই সমস্ত লেখা প্রকাশ করা হবে না। আর আমি এর প্রতি আগ্রহী নই। আমি কেবল একটি বিষয়ের প্রতি আগ্রহী যেমনটা আমি আমার স্বীকারোক্তিতে তুলে ধরেছি যে আর যেন কেউ এই রকম কোন ঘটনার মধ্যে দিয়ে না যায়। এই ধরনের ঘটনাকে অবশ্যই থামাতে হবে!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .