স্বনামধন্য আর্জেন্টিনীয় সঙ্গীত শিল্পী সান্দ্রা মিহানোভিচ [স্প্যানিশ ভাষায়] তাঁর বান্ধবী মারিয়া পাজ নোভাররো এর মেয়ে এবং তাঁর ধর্মকন্যা সোনসোলেস রে অব্লিগাদোকে একটি বৃক্ক বা কিডনী দান করার সংবাদ আর্জেন্টিনীয়দের বিস্মিত করেছে এবং জীবন বাঁচানোর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেছে। সান্দ্রার উদাহরণ অঙ্গ দানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত প্রচারনাকে উজ্জীবিত করেছে।
সরাসরি পরিবারের সদস্য না হলে আর্জেন্টিনার আইনে জীবিত ব্যক্তিদের মধ্যে অঙ্গ দান নিষেধ, কাজেই অনুমোদনের জন্য সান্দ্রাকে আদালতে যেতে হয়। সান্দ্রার ওয়েবসাইটে [স্প্যানিশ ভাষায়] সে মুহূর্তের বর্ণনা দেওয়া হয়েছে যখন বিচারক তাঁকে জিজ্ঞেস করলেন যে কেন তিনি তাঁর বৃক্ক বা কিডনী দান করতে চানঃ
“Dar amor”, así Sandra definía por estos días frente al juez, cuando éste le preguntó sobre el por qué de su decisión de donarle un riñón a su ahijada de bautismo Sonsoles. No hay mucho que decir frente a estos actos, frente a estas expresiones de amor tan concretas. Pero este hecho grandioso, emotivo y generoso nos da la enorme posibilidad de aprender, de educarnos, de conocer, de saber, de perder miedos. Es nuestra oportunidad de conocer más sobre el tema donación de órganos e informarnos al respecto.
আর্জেন্টিনায় অঙ্গ, টিস্যু ও সেল দান এবং প্রতিস্থাপনে সরকারি নিয়ন্ত্রন, সমন্বয় এবং তদারকি সংস্থা ইনকুকাই- এর ওয়েবসাইটে অঙ্গের জন্য অপেক্ষমান রোগীদের তালিকা প্রতিদিন প্রকাশ করা হয়। এ পোস্টটি ভাষান্তরের সময় নিচে প্রকৃত সময়ের প্রতিবেদন( রিয়াল টাইম রিপোর্ট) [স্পেনীশ] তুলে ধরা হল:
সকাল ৯:৪৯ মিনিটের পরিসংখ্যান:
৭১৫৩ জন রোগী্র অপেক্ষমান তালিকা
২০১২ সালে ৯১০ টি প্রতিস্থাপন
২০১২ সালে ৩৯৮ জন প্রকৃত দাতা
২০১২ সালে হাসপাতাল প্রতি ৯.৬ জন দাতা
সান্দ্রা মিহানোভিচকে উৎসর্গ করে সাংবাদিক আলফ্রেডো লিউকো তাঁর ব্লগে [স্প্যানিশ ভাষায়] সান্দ্রার দানের সংবাদকে শেয়ার করার পরামর্শ দেনঃ
Los periodistas, los docentes, los religiosos, los políticos, los artistas, los deportistas y todos los que tenemos un micrófono, una tribuna o un púlpito desde donde difundir informaciones y pensamientos tenemos la responsabilidad social, la obligación moral de incitar a la esperanza, de fomentar la donación, de multiplicar la solidaridad de hacer una propaganda constante de los valores que nos hermanen mas y nos hagan mejores personas y mejores argentinos. No hay otra.
৩০ মে জাতীয় অঙ্গ ও টিস্যু দান দিবসে টুইটারে #সয় ডোনান্তে [স্প্যানিশ ভাষায়] (“আমি একজন দাতা”) নামের হ্যাসট্যাগে ইনকুকাই অনলাইন প্রচারণা চালু [স্প্যানিশ ভাষায়] করে। এছাড়া “আমি দুনিয়াকে জানাই যে আমি একজন অঙ্গ দানকারী” – শীর্ষক একটি ইউটিউব ভিডিও ছাড়া হয়।
এছাড়াও ইনকুকাই এর ওয়েবসাইটে [স্প্যানিশ ভাষায়] ঘোষণা করা হয় যে ২০১৫ সালে অনুষ্ঠিতব্য বিশ্ব প্রতিস্থাপন গেমসের আয়োজক হবে আর্জেন্টিনা।
Tras superar las postulaciones de países competidores como Japón y Alemania, la candidatura de nuestro país fue avalada por la World Transplant Games Federation (WTGF) en su reunión desarrollada en Durban, Sudáfrica, lo que constituye un fuerte aval a la política argentina de procuración y trasplante de órganos, ya que Argentina será el primer país de Latinoamérica en el que se realizará esta actividad.
সান্দ্রার অভিজ্ঞতার পরিপূর্ণ প্রতিবেদন [স্প্যানিশ ভাষায়] এ গায়কের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এতে তাঁর গান “অনরার লা ভিডা” (“জীবনের সম্মান”) সহ ভিডিও যোগ করা হয়েছে। এ প্রতিবেদনে রয়েছেঃ
Sandra esta vez no cantó, sino que, con su ejemplo vivo nos habló de DAR AMOR y de HONRAR LA VIDA con mayúsculas y a viva voz.