ভিডিওঃ ‘ আমি এখানে ছিলাম’ প্রচারনা- দুনিয়াকে পাল্টানোর এক ক্ষুদ্র প্রয়াস

জাতিসঙ্ঘ কর্তৃক বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আমি এখানে ছিলাম- শীর্ষক প্রচারনায় আমাদের সাথে যোগ দিয়ে দেখুন কী করে একটা ছোট্ট কাজ দুনিয়াকে পাল্টাতে পারে। বিশ্ব জুড়ে মানবাধিকারের কাজকে স্বীকৃতি জানাতে জাতিসঙ্ঘ ও মার্কিন গায়ক বিওন্স বিশ্ব জুড়ে আহ্বান জানায়:  কারো জীবনকে আরও উন্নত, যে কোন জায়গায় যে কারো জন্য ভালো কিছু করার জন্য আমরা কিছু করি।

কেন করব? ২০০৩ সালের এই দিনে ইরাকের বাগদাদে জাতিসঙ্ঘ প্রধান কার্যালয়ে বোমা হামলার স্মরণে ১৯ আগস্ট বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। এ বোমা হামলায় ২২ জন প্রাণ হারায়। অন্যকে সাহায্য করতে যেয়ে যারা নিহত হয়েছেন এবং যারা প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে অন্যকে সাহায্যের চেষ্টা করছেন তাঁদের সম্মানে এ দিবস পালিত হয়।

প্রচার মাধ্যম জুড়ে মানুষের খারাপ সংবাদ, ভোগান্তি আর দুঃখকষ্টের সংবাদ থাকলেও কাছে ও দূরের মানুষের  অভাবী মানুষকে সাহায্য করার মহানুভবতা ও মহৎ কাজের খবরও প্রকাশিত হয়, ভুক্তভোগীদের জন্য অনেকেই সাহায্যের হাত বাড়ায়।

আমি এখানে ছিলাম- ওয়েবসাইটে জাতিসঙ্ঘ কাউকে সহায়তা করার সাধারণ উপায়ের কিছু পরামর্শ দেন, তাঁদের বক্তব্য থেকে জানা যায় ক্ষুদ্র কাজ কারো জন্য  কোন দিন বড় প্রভাব বিস্তার করতে পারে। কেনাকাটার সময় কাউকে সাহায্য করা, গৃহহীন মানুষকে খাবার যেমন স্যন্ডুইচ দেওয়া, কম্যুনিটি প্রকল্পের জন্য স্বেচ্ছাসেবী দক্ষতা, কাউকে গালি দিলে বা কাউকে তুলে নিতে দেখলে যাকে গালি দেওয়া হল বা যাকে তুলে নেওয়া হল তাঁর পক্ষাবলম্বন করা, বয়স্ক বা যারা হাসপাতালে আছেন তাঁদের দেখতে যাওয়া।

হতে পারে নতুন বাবা-মার জন্য খাবার তৈরি করা, স্থানীয় দানে স্বেচ্ছাশ্রম দেওয়া,  নিজের অব্যবহার্য জিনিস দান করা, প্রতিবেশীদের জন্য কিছু করা যেমন, তাঁদের লন এ ঘাস কাটা, উদ্যান পরিষ্কার করা, অনগ্রসরমান অবস্থা থেকে আগত কাউকে শিক্ষাদান করা।

কোন কিছু করার পর আপনি আপনার নাম এবং কাজ ওয়েবসাইটের ম্যাপে পিন করতে পারবেন এবং এতে লোকজন জানতে পারবে আপনি কিভাবে একজনের দিনকে পরিবর্তন করেছেন। লোকজনকে সাহায্য করার কিছু উদাহরণ হল মালির স্থানচ্যুত লোকজনকে ইতোমধ্যেই সাহায্য করা হয়েছে, সাহরাউই শরণার্থীদের দাবিকে সোচ্চার করা হয়েছে, সত্যিকার অর্থেই যার প্রয়োজন তাঁকে এক বেলার খাবার প্রদান করা হয়েছে, কাউকে লিখতে পড়তে শেখানো হয়েছে এবং শিশুদের দেখভাল করা হয়েছে।

জাতিসংঘ মানবাধিকার দিবস প্রচারনা ২০১২-এর জন্য আমি এখানে ছিলাম এর লোগো

দশ কোটি মানুষ বক্তব্য অনুধাবন করে কোন না কোন দিন এ কর্মসুচিতে অংশগ্রহণ করবেন এ প্রত্যাশায় একশন ভিডিওর আহ্বান শিরোনামের একটি ভিডিওকে ইতোমধ্যেই ২২ টি ভাষায় ভাষান্তর করা হয়েছে, এ কর্মসূচীর লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে ১,১৩২,২০৪,১১০ জন অংশগ্রহণ করেছে।

সাবটাইটেলিং প্লাটফরম-  নামের স্বেচ্ছাসেবী ভিত্তিক সংগঠনের সহায়তায় ইতোমধ্যে ভিডিও ও বিয়ন্সের গাওয়া গান দশটি ভাষায় ভাষান্তর হয়েছে।

অন্য কারো দিন বা অন্য কারো জীবন উন্নয়নে আপনি কি কোন কর্মসূচি হাতে নিতে যাচ্ছেন?

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .