- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

সৌদী আরব: সক্রিয়তাবাদী রীমা আল জোরেস ঈদের দিনে গ্রেফতার

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., সৌদি আরব, তাজা খবর, নাগরিক মাধ্যম, মানবাধিকার

আজ সকালে (১৯ আগস্ট ২০১২) সৌদী  মহিলা সক্রিয়তাবাদী ও টুইটার ব্যবহারকারী রীমা আল জোরেস [1]কে গ্রেফতার করা হয়েছে। এ সময় তিনি ঈদ-উল- ফিতর উদযাপনের জন্য মসজিদের দিকে যাচ্ছিলেন। রমজানের পর ঈদ-উল- ফিতর মুসলিমদের বন্ধের দিন। আল জোরেহ ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিবর্তনমূলক অন্তরীণের একজন সোচ্চার সমালোচক। তাছাড়া তিনি  আট বছর যাবত বিচারবিহীন অবস্থায় কারান্তরিন একজন বন্দীর স্ত্রী।

সৌদী আরবে নিবর্তনমূলক অন্তরীণের বিষয়ে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে তিনি ৫০০টি উপহারের সাথে পত্র [2] বিতরণের পরিকল্পনা করেন।

আল জোরেহ ভোর ৫:১১ মিনিটে (সৌদী সময়) টুইট করেন [3] [আরবি]:

السلام عليكم الشرطة مسكونا انا وعيالي

শুভেচ্ছা, পুলিশ আমাকে ও আমার সন্তানদের গ্রেফতার করেছে।

Photo posted by Reema Al Joresh on Twitter as she tweeted: We have been arrested [4]

রীমা আল জোরেহ কর্তৃক পোস্টকৃত ছবি। তিনি টুইট করেন: আমাদের গ্রেফতার করা হয়েছে [ আরবি]

সৌদী টুইটার ব্যবহারকারীরা দ্রুত একটি হ্যাসট্যাগ চালু করেন, সেখানে তাঁরা হতাশা ব্যক্ত করেন।

আব্দুলআজিজ আল- শিহরি  টুইট করেনঃ [5]

المباحث لا مروءة أهل الجاهلية ولا أخلاق أهل الإسلام ، اللهم أرحنا من هذا الجهاز كما أرحت المصريين من أمن الدولة #ريما_الجريش
“গুপ্ত পুলিষের প্রাক-ইসলামের উদারতা কিংবা ইসলাম-পরবরতী মূল্যবোধ কোনোটশেরনেই। হায় আল্লাহ, আমাদেরকে রেহাই দিন- মিশরীয়দের মত- তাঁদের মত নয়।”

মোহাম্মাদ আল-অগাইমি বলেনঃ [6]

#ريما_الجريش كان يتابعها 800 والآن 2100 .. بقمعك يصل صوتك أكثر ..
তাঁর অনুসারীর সংখ্যা ৮০০ জন, এখন তাঁর অনুসারী ২১০০, তোমাদের দমনের কারনে তাঁদের কণ্ঠস্বর আরও বহুদূর যাবে।

টুইটারে আল জোরেহ এর  মন্তব্য অনুসারীর সংখ্যা, তাঁর পোস্ট লেখার সময় যা ছিল তা এখন বৃদ্ধি পেয়ে ৩,৫০০ জন হয়েছে এবং ক্রমাগত তাঁর অনুসারী বৃদ্ধি পাচ্ছে।

Screen shot showing Al Joresh's followers on Twitter

টুইটারে আল জোরেহ-এর অনুসারী সংক্রান্ত স্ক্রিন শট

রীমা মুক্তি পাওয়ার পর তাঁর সাথে কী ঘটেছিল সে বিষয়ে তিনি একাধিক টুইট করেনঃ

ভোর ৪:৩০ মিনিটে আমি আমার উপহারসহ ঈদ মসজিদের দিকে যাচ্ছিলাম। আমার বাড়ি থেকে ১০০ মিটার দূরে তাঁরা আমাদের গাড়ি থামাতে চেষ্টা করে এবং আমাদের দিকে মেশিন গান তাক করে। আমার মেয়ে সারা তাঁদের বলেঃ “তোমরা আমার বাবাকে চুরি করেছ আর এখন আমাদের চুরি করতে এসেছ?” ।

তাঁরা আমার ক্রন্দনরত মেয়ে মারিয়াকে [অন্য মেয়ে] থামাতে চেষ্টা করে। তাঁরা আমার ছেলে মোয়াত কে ধরে এবং গাড়িচালককে গাড়ি থেকে বের করে, এরপর একজন পুলিশ আমার ফোন কেড়ে নেবার চেষ্টা করে, এ সময় মোয়াত তাঁদেরকে আমার গায়ে হাত না বলে […] তাঁরা উপহারগুলো নিয়ে যায় […] একজন পুলিশ সামনের আসনে চালকের পাশে বসে এবং চালককে বুরাইদার জেনারেল ইন্টেলিজেন্স অফিসে যেতে বলে। এক ঘণ্টা ধরে তাঁরা জেরা করে এবং ঐ বাক্সগুলোতে […] তাঁরা বিস্ফোরক খোঁজার চেষ্টা করে। তাঁরা আমাকে আমার স্বীকারোক্তি লিখে দিতে বলে।