- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

উগান্ডাঃ নোডিং রোগ শিশুদের ভবিষ্যৎকে রুদ্ধ করছে

বিষয়বস্তু: সাব সাহারান আফ্রিকা, উগান্ডা, নাগরিক মাধ্যম, যুবা, স্বাস্থ্য

নোডিং রোগ [1] ১ থেকে ১০ বছর বয়সী শিশুদের মানসিক ও শারীরিক অক্ষমতার একটি রোগ। এটি বর্তমানে দক্ষিণ সুদান, তানজানিয়া ও উগান্ডার উত্তরাঞ্চলের কিছু এলাকায় দেখা দিয়েছে। এ রোগটি এখন পর্যন্ত অনিরাময়যোগ্য এবং এর কারণ অজানা। সম্প্রতি, কিছু বৃদ্ধের উপর এর চিহ্ন দেখা গেছে। এই রোগগ্রস্ত অঞ্চলগুলো মূলত দেশটির উত্তরাঞ্চলে। এই রোগ হলে শিশুরা নিজেরদের জন্য উৎপাদনক্ষমতাসম্পন্ন হতে পারে না, যেমন মেয়েদের ক্ষেত্রে খাবার বানানোর জন্য ছুরি ধরা, এবং ছেলেদের ক্ষেত্রে বীজ বপনের জন্য কোদাল ধরতে অক্ষম হওয়া।

একজন ১৮ বছরের তরুণকে ৩ বছরের বালকের মত দেখাতে পারে এবং ধরে নিয়ে যাওয়া ও শরীরে তাপ দিতে হতে পারে। এই রোগের প্রথম লক্ষণ হল ক্রমাগত মাথা ঝিমঝিম করা, খেতে ও পান করতে অক্ষম হওয়া। পরে শিশুটি শারীরিক ও মানসিকভাবে অক্ষম হয়ে পড়ে।

এক উগান্ডান সাংবাদিক, ফ্লোরেন্স নালুইম্বা [2], এই ব্যাপারটিকে প্রকাশ করার জন্য প্রথম পদক্ষেপ ও অনুসন্ধান চালিয়েছেন। তিনি বলেন যদিও সরকার ৩টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ করে দুর্গতদের সাহায্য করার চেষ্টা করছে, তাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর জন্য পায়ে হেঁটে বা সাইকেলে অনেক পথ পাড়ি দিতে হয়। অসুস্থরা নিজেরা যেতে পারে না এবং তাদেরকে সাইকেলের পিছনে চড়িয়ে ৩০ কিমিরও বেশি পথ পাড়ি দিতে হয়।

এই রোগটি সাধারণত মস্তিষ্ক বিকৃতির দিকে নিয়ে যায় এবং মাঝে মাঝে তাদেরকে আগুনে পোড়া, কেটে যাওয়া বা পুকুর/নদীতে পড়ে যেতে দেখা যায়, যা তাদেরকে মৃত্যু বা মারাত্মক ক্ষতির দিকে ঠেলে দেয়। অনেক শিশুই এরকম দুর্ঘটনায় আঙুলের মত শরীরের বিভিন্ন অংশ হারিয়েছে। এরকম হলে ভুক্তভোগী অত্যন্ত দুর্বল হয়ে চিৎকার করে।

সরকারী রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র [3] এই রোগের অন্যতম কারণ হিসেবে কালো মাছিকে চিহ্নিত করে তা নিধনের জন্য স্প্রে করার পরিকল্পনা করেছে। এটি সহায়ক হবে কিনা তা পরিষ্কার নয়।

উগান্ডান গ্রামবাসীদের অভিযোগ যে নমুনা ২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তারা এর নিরাময় ও কারণ সম্পর্কিত কোন তথ্য পায় নি।

নিচে এই রোগ সংক্রান্ত কিছু ছবি ও ইউটিউব ভিডিও রয়েছে।

নোডিং রোগের প্রাথমিক অবস্থা।
ugandaradionetwork.com-এর সৌজন্যে

মস্তিষ্ক বিকৃতির সময় আগুনে পুড়ে যাওয়ার পর আহত একটি শিশুর মুখ।
256news.com-এর সৌজন্যে