- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ফিলিপাইন্স: মেট্রো ম্যানিলাসহ নিকটবর্তী প্রদেশগুলোতে বন্যা

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, ফিলিপাইনস, ছবি তোলা, তাজা খবর, দুর্যোগ, নাগরিক মাধ্যম, মানবতামূলক কার্যক্রম

জোরালো বৃষ্টি ফিলিপাইন্সের মেট্রো ম্যানিলা এবং লুজন দ্বীপের নিকটবর্তী প্রদেশগুলোতে তীব্র বন্যা সৃষ্টি করেছে। দেশের প্রধান শহরকেন্দ্র মেট্রো ম্যানিলা ১৭টি শহর ও পৌরসভা নিয়ে গঠিত। সরকার ইতোমধ্যে সরকারী ও বেসরকারী উভয় ক্ষেত্রে ক্লাস এবং কাজ স্থগিত করেছে। প্রধানতঃ ফেসবুক ও টুইটার থেকে নেয়া নিচের ছবিগুলোতে এই লেখা পর্যন্ত বৃষ্টি না থামার কারণে যে মহানগরে বন্যার পরিমাণ এবং পরিস্থিতির যে আরো অবনতি হতে পারে সেটা দেখানো হয়েছে।

[1]

মেট্রো ম্যানিলাসহ আরো ৯টি প্রদেশে জোরালো বৃষ্টি। ফিলিপাইন সরকারের ফেসবুক পৃষ্ঠা থেকে নেয়া ছবি

[2]

আরেকটি মানচিত্রে বৃষ্টি এবং বন্যা দূর্গত অঞ্চল দেখাচ্ছে। নাদিয়া ডি ভেরা’র ফেসবুক পৃষ্ঠা থেকে নেয়া ছবি

[3]

ম্যানিলা শহরের উপরে কালো মেঘ ঘোরাফেরা করছে। লরেইন ওকাম্পো’র ফেসবুক পৃষ্ঠা থেকে নেয়া ছবি

এশিয়ার প্রাচীনতম ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ে বন্যা। [4]

এশিয়ার প্রাচীনতম ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ে বন্যা। ডেক্সটার একুইতানিয়া অস্ট্রিয়া’র ফেসবুক পৃষ্ঠা থেকে নেয়া ছবি

[5]

মারিকিনা শহরের বন্যা। ডেভ ল্লাভেনেস জুনিয়রের ফেসবুক পৃষ্ঠা থেকে নেয়া ছবি

[6]

মারিকিনা শহরে বন্যার ছবি। ওগুলো রাস্তার বাতি। ক্রিস দি ভেলাসকো’র ফেসবুক পৃষ্ঠা থেকে নেয়া ছবি

[7]

ম্যানিলার পূর্বে অবস্থিত মোন্তালবান, রিজালে উপচে পড়া নদী। মারিয়া ফেমা ডুয়েট্রেট-এর ফেসবুক পৃষ্ঠা থেকে নেয়া ছবি

[8]

দেশের বিশ্ববিদ্যালয় অঞ্চলের কাছাকাছি মোরায়তা’র বন্যা। আইরন সুলিত-এর ফেসবুক পৃষ্ঠা থেকে নেয়া ছবি

[9]

সান জুয়ান শহরের বন্যা। @মিচেলিওরোজা এর টুইটার পৃষ্ঠা থেকে নেয়া ছবি

[10]

দেশের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকায় অবস্থিত আয়ালা ভূ-গর্ভস্থ পারাপারে বন্যা। গার্জোটা ভিমোবাইল-এর ফেসবুক পৃষ্ঠা থেকে নেয়া ছবি

[11]

দক্ষিণ ম্যানিলায় অবস্থিত বাকুর, ক্যাভিটের বন্যা। এসাপ এক্সভি’র ফেসবুক পৃষ্ঠা থেকে নেয়া ছবি

[12]

ম্যানিলার উত্তরে অবস্থিত বুকাউই বালাকানের বন্যা। এমন্ড আন্দ্রে’র ফেসবুক পৃষ্ঠা থেকে নেয়া ছবি

সরকার মেট্রো ম্যানিলার প্লাবিত এলাকাসমূহের [13] একটি তালিকা প্রকাশ করেছে। আরেকটি তালিকাতে এখনো ব্যাপকভাবে প্লাবিত রাস্তা-ঘাটগুলো [14] দেখাচ্ছে। মিডিয়া গ্রুপগুলো মহানগরটির বিভিন্ন উদ্বাসন কেন্দ্র [15]  এবং ত্রাণ কার্যক্রমের একটি তালিকা সংকলিত করেছে।

পরিস্থিতি পর্যবেক্ষণের জন্যে টুইটার ব্যবহারকারীরা #ফিলিপাইনউদ্ধার [16] এবং #ফিলিপাইনেরজন্যেপ্রার্থণা [17]  হ্যাশট্যাগ ব্যবহার করছে। নিচে মিডিয়া প্রতিবেদকদের ঘটমান দুর্যোগটি স্মরণ করিয়ে দেয়া একটি টুইট প্রদত্ত হলো:

@ক্যাটরে [18] মিডিয়া বন্ধুগণ, আমরা কাজটির প্রশংসা করি। প্রার্থনা করি পানিতে সাংবাদিকদের কিছু হবে না। কিন্তু তারা সেরকম নয় বলে আমি তাদের নিরাপত্তার জন্যে প্রার্থনা করি। ভালো থাকুন।

কার্ল রামাতো রাস্ট্রপতির বিলম্বিত প্রতিক্রিয়া [19]য় হতাশা প্রকাশ করেছেন:

প্রিয় একুইনো সরকার, গত রাতে বা আজ সকালের শুরুর দিকে আপনাদের ব্রিফিং করার উচিৎ ছিল। আমরা আপনাদের সম্মেলন কক্ষে বর্ষাতি বা জ্যাকেট পরে সেই সব বিষয়ে কথা বলতে দেখতে চাই না আমরা ইতোমধ্যে যা সম্পর্কে জানি অথবা বর্তমানে অভিজ্ঞতা নিচ্ছি। উভচর জাহাজে চড়ে প্লাবিত এলাকা চাক্ষুষ পরিদর্শন করুন। উদ্বাসন কেন্দ্রে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করুন। কিছু একটা করুন। শুধু বসে থেকে কথা বলবেন না! অবশ্যই মাথা খাটাতে হবে।

বন্যা বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে নতুন মিডিয়ার ভূমিকা [20]  সম্পর্কে কার্লো ওপল বলছেন:

বন্যা বিস্তৃতি লাভ করার সঙ্গে সঙ্গে মানুষ ছবি তুলে ফেসবুক ও টুইটার তা আপলোড করতে শুরু করেছে। ব্যাপকভাবে ছড়িয়ে না পড়া পর্যন্ত তাদের বিভিন্ন নেটওয়ার্ক এবং তাদের নেটওয়ার্কের নেটওয়ার্ক  ছবিগুলো ভাগাভাগি করেছে। ছবিগুলো দেখাচ্ছে পরিস্থিতি কতটা খারাপ ছিল।