- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

নিকারাগুয়াঃ এক ব্লগারের অলিম্পিক স্বপ্ন

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, নিকারাগুয়া, খেলাধুলা, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, অলিম্পিকস

ব্লগ ১০০১ ট্রপিকোস [1]-এর [স্প্যানিশ ভাষায়] মিলড্রেড লারগেস্পেডা তার অলিম্পিক স্বপ্ন কি ছিল তা তুলে ধরেছে। ১৯৮৪ সালে মিলড্রেড নিকারাগুয়ার জাতীয় জুনিয়র বাস্কেটবল দলের সদস্যা ছিল এবং একই বছর গুয়াতেমালায় অনুষ্ঠিত সেন্ট্রাল আমেরিকান গেমস নামক প্রতিযোগিতায় সে অংশ গ্রহণ করে। তার স্বপ্ন ছিল অলিম্পিকে অংশগ্রহণ করা, কিন্তু গুয়াতেমালায় পরাজিত হবার পর সে সাংবাদিক হবার জন্য তার বাস্কেটবল খেলার জুতা বিক্রি করে দেয়।
.