লন্ডন অলিম্পিক ২০১২-এ অর্জেন্টিনার প্রথম স্বর্ণপদক জয়

এই প্রবন্ধটি লন্ডন অলিম্পিক ২০১২ নিয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

১০ আগস্ট শুক্রবারে, আর্জেন্টিনা, লন্ডন অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জয় উদযাপন করে। সেবাস্টিয়ান ক্রিসমানিচ [স্প্যানিশ ভাষায়], যার জন্ম আর্জেন্টিনার করিয়েন্টেস প্রদেশে, সে তায়কোয়ান্ডোর ৮০ কিলোগ্রাম বিভাগে স্পেনের প্রতিযোগী নিকোলাস গার্সিয়া হামে-কে ১-০ ব্যবধানে পরাজিত করে স্বর্ণ পদক জয় করে।

এই ঘটনার পর #ক্রিসমানিচ [স্প্যানিশ ভাষায়] হ্যাশট্যাগটি আর্জেন্টিনায় আলোচিত বিষয়ে পরিণত হয়, এবং ব্যবহারকারীরা তাদের আনন্দ এবং একই সাথে এমন একটি খেলায় এই অর্জনের ব্যাপারে তাদের বিস্ময় প্রকাশ করে যে খেলাটি দেশের অন্য সব খেলা যেমন ফুটবলের মত জনপ্রিয় নয়। অন্য বেশ কিছু টুইটের মাঝে নিকো ফার্নান্দেজ (@নিকোলিনোরিবস) [ স্প্যানিশ ভাষায়] লিখেছে:

@nicolinoribas: Ahora son todos fanáticos del Taekwondo. No rompan las pelotas. Hace 12 horas no sabían ni que competía #Crismanich.  Hipócritas.

@নিকোলিনোরিবস: এখন সবাই তাইকোয়ান্দোর ভক্তে পরিণত হয়েছে। হ্যাঁ, তা ঠিক। এখন থেকে ১২ ঘন্টা আগে কেউ জানত না যে #ক্রিসমানিচ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ভণ্ডের দল।

একই সাথে হোসে (@ভিহোসে) [স্প্যানিশ ভাষায়], এই বিষয়ে যথেষ্ট সংবাদ প্রদান না করায় সাংবাদিকদের অভিযুক্ত করেছে:

@vjosesc: Hace 2 días no sabíamos que #Crismanich tenia posibilidades de ganar una medalla de oro. Falla de los periodistas que cubrieron los #JJOO .

@ভিহোসে:দুইদিন আগেও আমরা জানতাম না #ক্রিসমানিচ-এর স্বর্ণ জয়ের কোন সম্ভাবনা আছে। সাংবাদিক যারা #জোজওও [“অলিম্পিক প্রতিযোগিতা”] এর সংবাদ প্রদান করছে, তারা এই বিষয়ে সংবাদ প্রদান করতে ব্যর্থ হয়েছে।

তবে অন্যদের সাথে জুয়ানচো (@কিডো০৭২) [স্প্যানিশ ভাষায়], পেরিকেলস (@পেরিপেপে)[স্প্যানিশ ভাষায়], এবং আবেল রাসেদো(@আবেলরাসেদো)[স্প্যানিশ ভাষায়]-এর মত বেশীরভাগ টুইটার ব্যবহারকারী, ক্রিসমানিচ-এর এই অর্জনে তাদের আনন্দ প্রকাশ করেছে।

আর্জেন্টিনার সংবাদপত্র তেলাম এই অর্জন এবং আর্জেন্টিনার স্বর্ণপদক জয়ের ইতিহাসের সারসংক্ষেপ তৈরি করেছে [স্প্যানিশ ভাষায়]:

Crismanich, de 25 años, se erigió entonces en el primer medallista olímpico de la Argentina en la disciplina (que empezó a disputarse en Sydney 2000) y además cortó una racha de 64 temporadas en las que un argentino, en manera individual, no conseguía la medalla dorada.

Los boxeadores Pascual Pérez y Rafael Iglesias y el maratonista Delfo Cabrera, también en Londres, pero en 1948, habían sido los anteriores deportistas nacionales, en subir al escalón más alto de la premiación.

ক্রিসমানিচ, যার বয়স ২৫ বছর, সে আর্জেন্টিনার হয়ে এমন এক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্বর্ণ পদক অর্জন করল (যা সিডনি অলিম্পিক ২০০০-এ প্রথম অর্ন্তভুক্ত করা হয়) এবং ব্যক্তিগত ভাবে ৬৪ বছরের স্বর্ণ খরা ঘুচাল, যা কিনা এই দীর্ঘ সময়ে ব্যক্তিগত ভাবে কোন আর্জেন্টাইন অর্জন করতে পারেনি।

মুষ্টিযোদ্ধা পাসকাল পেরেজ এবং রাফায়েল ইগলেসিয়া এবং ম্যারাথন দৌড়বিদ ডেলফো কাবেরা, যারা কিনা একই সাথে লন্ডন অলিম্পিকে অংশ নিয়েছিল, তবে এবারের অলিম্পিকে নয়, ১৯৪৮ সালের অলিম্পিকে, তারা ছিলেন প্রাক্তন সেই সব জাতীয় ক্রীড়াবিদ, যারা বিজয় মঞ্চের সর্বোচ্চ শিখরে চড়েছিল।

এই প্রবন্ধটি লন্ডন অলিম্পিক ২০১২ নিয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

সেবাস্টিয়ান ক্রিসমানিচ-এর থাম্বনেইল ছবি [স্প্যানিশ ভাষায়] তার ফেসবুকের পাতা থেকে নেওয়া হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .