৮ আগস্ট, ২০১২ তারিখটি মায়ানমারের রাজনৈতিক ইতিহাসের সর্ববৃহৎ গণজাগরণ- ১৯৮৮ সালের গণতন্ত্রপন্থী বিক্ষোভ-এর ২৪ তম বার্ষিকী। যদিও জনতাকে বিগত সময়গুলোতে সরকার বিরোধী একটিভিস্ট ৮৮-এর প্রজন্ম নামে পরিচিত সেই বিশেষ সময়ের কোন নেতা ছাড়াই নিরবে এই দিবসটি উদযাপন করতে হয়েছে, তবে এই বছরের বার্ষিকীতে গণ জাগরণের নেতা যেমন মিন কো নায়িং, কো কো গি এবং এ রকম আরো অনেকে এর সাথে যুক্ত ছিল।
জুলাই মাসে চালু করা মায়ানমার পলিটিক্যাল রিভিউ [মায়ানমারের রাজনৈতিক পর্যবেক্ষণ, বার্মিজ ভাষায়] নামে পরিচিত ফেসবুকের পাতা যা এই কয়দিনের মধ্যে ১,০০০-এর বেশী সমর্থক সংগ্রহ করেছে, তা ১৯৮৮ সালের বেশ কিছু দুর্লভ ছবি প্রদর্শন করেছে:
এমএফজিহিপহপ, দুটি গান সহ ইউটিউবের একটি ভিডিও প্রদর্শন করেছে যা ১৯৮৮ সালের গণজাগরণের স্মৃতির প্রতিফলন ঘটাচ্ছে:
এ বছর মায়ানমারের রাষ্ট্রপতি থিয়েন সিয়েন দুজন মন্ত্রীকে সেই মঠে পাঠান, যেখানে ৭ আগস্ট তারিখে ওয়ারসোর পূর্ণচন্দ্র দিবসের দান উপলক্ষে, দিবসটি ৮৮ প্রজন্ম নামক ছাত্র সংগঠনের সদস্যদের স্মৃতিতে উদযাপন করা হয়।
শিল্প এবং রেল মন্ত্রণালয়ের এই দুই মন্ত্রী, এই অনুষ্ঠান এবং ৮৮ প্রজন্মের ছাত্র সংগঠন উভয়ের জন্য দান করেন।
মায়ানমারের অনেক নাগরিক দেশটির রাজনীতিবিদ এবং একটিভিস্ট-এর মাঝে সু-সম্পর্কের সংবাদ শোনার বিষয়টি উপভোগ করছে।