ঐতিহাসিক ছবিসমূহ, মায়ানমারের ১৯৮৮ সালের গণজাগরনের স্মৃতি তুলে ধরছে

৮ আগস্ট, ২০১২ তারিখটি মায়ানমারের রাজনৈতিক ইতিহাসের সর্ববৃহৎ গণজাগরণ- ১৯৮৮ সালের গণতন্ত্রপন্থী বিক্ষোভ-এর ২৪ তম বার্ষিকী। যদিও জনতাকে বিগত সময়গুলোতে সরকার বিরোধী একটিভিস্ট ৮৮-এর প্রজন্ম নামে পরিচিত সেই বিশেষ সময়ের কোন নেতা ছাড়াই নিরবে এই দিবসটি উদযাপন করতে হয়েছে, তবে এই বছরের বার্ষিকীতে গণ জাগরণের নেতা যেমন মিন কো নায়িং, কো কো গি এবং এ রকম আরো অনেকে এর সাথে যুক্ত ছিল।

জুলাই মাসে চালু করা মায়ানমার পলিটিক্যাল রিভিউ [মায়ানমারের রাজনৈতিক পর্যবেক্ষণ, বার্মিজ ভাষায়] নামে পরিচিত ফেসবুকের পাতা যা এই কয়দিনের মধ্যে ১,০০০-এর বেশী সমর্থক সংগ্রহ করেছে, তা ১৯৮৮ সালের বেশ কিছু দুর্লভ ছবি প্রদর্শন করেছে:

Crowd protesting during the 1988 uprising.

১৯৮৮ সালের গণজাগরণের সময় জনতা বিক্ষোভ প্রদর্শন করছে। ছবি মায়ানমার পলিটিক্যাল রিভিউ-এর ফেসবুকের পাতা থেকে নেওয়া হয়েছে।

Young primary/secondary students voicing out during the protest. Image by Myanmar Political Review on Facebook.

মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক স্কুলের তরুণ ছাত্রছাত্রী এই বিক্ষোভের সময় তাদের কণ্ঠ তুলে ধরে। ছবি মায়ানমার পলিটিক্যাল রিভিউ-এর ফেসবুকের পাতা থেকে নেওয়া হয়েছে।

Police force from Yangon Airport joining the protest. Image by Myanmar Political Review on Facebook.

ইয়াঙ্গুন বিমানবন্দরের পুলিশ এসে বিক্ষোভে যোগ দেয়। ছবি মায়ানমার পলিটিক্যাল রিভিউ-এর ফেসবুকের পাতা থেকে নেওয়া হয়েছে।

Government army troops during a clash with protestors. Image by Myanmar Political Review on Facebook.

বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে লিপ্ত সরকারে সামরিক বাহিনীর একটি দল। ছবি মায়ানমার পলিটিক্যাল রিভিউ-এর ফেসবুকের পাতা থেকে নেওয়া হয়েছে।

Daw Aung San Suu Kyi giving a speech at Shwedagon pagoda in 1988. Image by Myanmar Political Review on Facebook.

দাও অং সান সূকি ১৯৮৮ সালে শোয়েদাগন প্যাগোডায় এক ভাষণ প্রদান করেন। ছবি মায়ানমার পলিটিক্যাল রিভিউ-এর ফেসবুকের পাতা থেকে নেওয়া হয়েছে।

Min Ko Naing who was president of All Burma Federation of Student Union during the historical revolution. Image by Myanmar Political Review on Facebook.

এই ঐতিহাসিক বিপ্লবের সময় মিন কো নিয়াং ছিলেন অল বার্মা ফেডারেল অফ স্টুডেন্ট ইউনিয়ন নামক সংগঠনের সভাপতি । ছবি মায়ানমার পলিটিক্যাল রিভিউ-এর ফেসবুকের পাতা থেকে নেওয়া হয়েছে।

এমএফজিহিপহপ, দুটি গান সহ ইউটিউবের একটি ভিডিও প্রদর্শন করেছে যা ১৯৮৮ সালের গণজাগরণের স্মৃতির প্রতিফলন ঘটাচ্ছে:

এ বছর মায়ানমারের রাষ্ট্রপতি থিয়েন সিয়েন দুজন মন্ত্রীকে সেই মঠে পাঠান, যেখানে ৭ আগস্ট তারিখে ওয়ারসোর পূর্ণচন্দ্র দিবসের দান উপলক্ষে, দিবসটি ৮৮ প্রজন্ম নামক ছাত্র সংগঠনের সদস্যদের স্মৃতিতে উদযাপন করা হয়।

শিল্প এবং রেল মন্ত্রণালয়ের এই দুই মন্ত্রী, এই অনুষ্ঠান এবং ৮৮ প্রজন্মের ছাত্র সংগঠন উভয়ের জন্য দান করেন।

88 Generation Student Leader, Min Ko Naing accepting a donation from a government minister on 7 August, 2012. Image by 88 Generation Students Facebook page.

৮৮ ছাত্র প্রজন্ম নামক সংগঠনের নেতা মিন কো নিয়াং ৭ আগস্ট ২০১২ তারিখে সরকারে মন্ত্রীর কাছ থেকে দান গ্রহণ করছে। ছবি ৮৮ ছাত্র প্রজন্মের ফেসবুক পাতা থেকে নেওয়া।

মায়ানমারের অনেক নাগরিক দেশটির রাজনীতিবিদ এবং একটিভিস্ট-এর মাঝে সু-সম্পর্কের সংবাদ শোনার বিষয়টি উপভোগ করছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .