এবারে মিশরের গ্রীষ্মটা অন্যরকম। গত কয়েক মাস ধরেই প্রতিদিন বিভিন্ন জেলায় বারবার বিদ্যুৎ ও পানির ঘাটতি দেখা দিচ্ছে। সরকারিভাবে কোন বিবৃতি প্রদান করা না হলেও সাধারণভাবে ধারনা করা যায় যে বিদ্যুত কেন্দ্রগুলোর উপর চাপ কমাতে এই ঘন ঘন বিদ্যুৎ ঘাটতি হচ্ছে।
যদিও আজ [৮ আগস্ট ২০১২] ব্যতিক্রম। অধিকাংশ কায়রোবাসী আজ সকালে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়কে সাথে নিয়েই ঘুম থেকে উঠেছে। এ বিদ্যুৎ বিপর্যয় কেবল তাঁদের বাড়ি ও অফিসকেই ক্ষতিগ্রস্ত করে নি, এটা কায়রোর পাতাল মেট্রো এবং মিশরীয় স্টক এক্সচেঞ্জকেও ক্ষতিগ্রস্ত করেছে।
মাদো জানা:
তিনি আরও বলেন:
মোস্তাফা আল নাজর, একজন প্রাক্তন সংসদ সদস্য বলেন:
قطع الكهرباء عن المترو جريمة قتل عمد ينبغى محاكمة المسئول عنها ، لن يحتمل الشعب مزيدا من العبث والاهمال والعجز بسبب الفشلة العاجزين
মাজেদ আবেদো প্রশ্ন করেন:
إزاى مترو الأنفاق ما يكونش فيه مولدات إحتياطية وسيتي ستارز فيه، عجبى
হানি হাথুত ব্যাখ্যা করেন:
@এইচ হাথুতঃ ব্ল্যাক আউট। সারা শহরে বিদ্যুৎ নেই।
সাংবাদিক সারাহ কার প্রশ্ন করেন:
@সারাহকার: গত গ্রীষ্মেও কী কায়রোর বিদ্যুৎ বিপর্যয় এমন ঘন ঘন ও এমন ব্যাপক ছিল?
আমর হাসান বলেন:
@সুপারআমরঃ এত বেশি সূর্যালোক আর এত অল্প বিদ্যুৎ, # কায়রো
একজন বাসিন্দা মন্তব্য করেন যে বিদ্যুত বিপর্যয় কায়রোতে প্রত্যাশিত শান্তি আনবে। প্যাট্রিসিয়া স্টেইন মন্তব্য করেন:
@পিস্টেইনএনডি: যে মুহূর্তে বিদ্যুৎ চলে গেল # তখনি কায়রো নীরব… সুন্দরভাবে শান্ত। আমি দীর্ঘ বিদ্যুৎ বিপর্যয়ের জন্য অনুরোধ করব। লোকজনকে বাস্তবতায় আনতে হবে।