মিশর: কায়রোতে বিদ্যুৎ বিভ্রাট

এবারে মিশরের গ্রীষ্মটা অন্যরকম। গত কয়েক মাস ধরেই প্রতিদিন বিভিন্ন জেলায় বারবার বিদ্যুৎ ও পানির ঘাটতি দেখা দিচ্ছে। সরকারিভাবে কোন বিবৃতি প্রদান করা না হলেও সাধারণভাবে ধারনা করা যায় যে বিদ্যুত কেন্দ্রগুলোর উপর চাপ কমাতে এই ঘন ঘন বিদ্যুৎ ঘাটতি হচ্ছে।

যদিও আজ [৮ আগস্ট ২০১২] ব্যতিক্রম। অধিকাংশ কায়রোবাসী আজ সকালে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়কে সাথে নিয়েই ঘুম থেকে উঠেছে। এ বিদ্যুৎ বিপর্যয় কেবল তাঁদের বাড়ি ও অফিসকেই ক্ষতিগ্রস্ত করে নি, এটা কায়রোর পাতাল মেট্রো এবং মিশরীয় স্টক এক্সচেঞ্জকেও ক্ষতিগ্রস্ত করেছে।

মাদো জানা:

মাদো_১@النور قطع عليا في المترو ونزلت سعد زغلول ومن سعد زغلول مشيت للتحرير علشان اخد الخط التاني لقيته برضوا مش شغال.
পাতালে থাকা অবস্থায় বিদ্যুৎ চলে গেল। সাদ জগলুল স্টেশন থেকে বেরিয়ে আমি তাহরির চত্বরের দিকে হেটে অন্য দিকের একটি মেট্রো ধরলাম, কিন্তু সেটাও কাজ করছিল না।

তিনি আরও বলেন:

মাদো_১@ ركبت من التحرير لشغلي ولما وصلت الشغل لقيت النور قاطع وفضل قاطع لمدة ساعتين ونص ويا دوب لسة راجع
আরেকটি যান ধরে তাহরির থেকে আমার কর্মস্থলে যাচ্ছিলাম, আমি দেখলাম তখনো বিদ্যুৎ আসে নি। দু’ঘন্টা ধরে বিদ্যুৎ বন্ধ ছিল কেবল বিদ্যুৎ এসেছে।

মোস্তাফা আল নাজর, একজন প্রাক্তন সংসদ সদস্য বলেন:

@আলনাজর৮০
قطع الكهرباء عن المترو جريمة قتل عمد ينبغى محاكمة المسئول عنها ، لن يحتمل الشعب مزيدا من العبث والاهمال والعجز بسبب الفشلة العاجزين
পাতালে বিদ্যুৎ বিপর্যয় হত্যার শামিল। এ ধরণের হত্যার জন্য যারা দায়ী তাঁদের বিচার হওয়া উচিত। জনগণ আবারও এ ধরণের অবহেলা, গোজামিল এবং ব্যর্থতা সহ্য করবে না।

মাজেদ আবেদো প্রশ্ন করেন:

@এময়াবিদো
إزاى مترو الأنفاق ما يكونش فيه مولدات إحتياطية وسيتي ستارز فيه، عجبى
এটা কিভাবে সম্ভব যে সিটি স্টারে ( কায়রোর বিখ্যাত বিপণী বিতান) বিদ্যুৎ আছে অথচ পাতালে কোন বিদ্যুৎ নেই?

হানি হাথুত ব্যাখ্যা করেন:

@এইচ হাথুতঃ  ব্ল্যাক আউট। সারা শহরে বিদ্যুৎ নেই।

সাংবাদিক সারাহ কার প্রশ্ন করেন:

@সারাহকার: গত গ্রীষ্মেও কী কায়রোর বিদ্যুৎ বিপর্যয় এমন ঘন ঘন ও এমন ব্যাপক ছিল?

আমর হাসান বলেন:

@সুপারআমরঃ  এত বেশি সূর্যালোক আর এত অল্প বিদ্যুৎ, # কায়রো

একজন বাসিন্দা মন্তব্য করেন যে বিদ্যুত বিপর্যয় কায়রোতে প্রত্যাশিত শান্তি আনবে। প্যাট্রিসিয়া স্টেইন মন্তব্য করেন:

@পিস্টেইনএনডি: যে মুহূর্তে বিদ্যুৎ চলে গেল # তখনি কায়রো নীরব… সুন্দরভাবে শান্ত। আমি দীর্ঘ বিদ্যুৎ বিপর্যয়ের জন্য অনুরোধ করব। লোকজনকে বাস্তবতায় আনতে হবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .