প্রাক্তন মিশরীয় প্রধানমন্ত্রী আহমেদ শফিক আরব আমিরাতের রাষ্ট্রপতির একজন উপদেষ্টা হিসেবে তার নিয়োগ যাকে তিনি “গুজব” বলছেন সেই সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে টুইটারের আশ্রয় নিয়েছেন।
অনেক নেটাগরিক শফিকের নিয়োগের ঘোষণা সংক্রান্ত একটি সংবাদ কাহিনী টুইট এবং পুণঃটুইট করেছে। মিশরীয় বিপ্লব তুঙ্গে থাকার সময় শফিক প্রাক্তন মিশরীয় রাষ্ট্রপতি হোসনি মুবারকের ৩১শে জানুয়ারি থেকে ৩রা মার্চ, ২০১১ পর্যন্ত শেষ প্রধানমন্ত্রী ছিলেন। তিনি মিশরীয় রাষ্ট্রপতি পদেরও একজন সাবেক প্রার্থী ছিলেন।
টুইটারে শফিক গুজবগুলোর মোকাবেলা করতে গিয়ে বলেছেন [আরবী]:
তার অস্বীকৃতি এ পর্যন্ত ১,৩৬০বার পুণঃটুইট হয়েছে।
মিশরীয় সাংবাদিক রিম আব্দেললতিফ শফিকের নিয়োগ মূল খবরটি অবিশ্বাসের সঙ্গে গ্রহণ করেছেন:
@রিম _আব্দেললতিফ: #শরুক এর ভাষ্যমত সাবেক #মিশরীয় রাস্ট্রপতি পদপ্রার্থী আহমেদ #শফিক সংযুক্ত আরব আমিরাতের রাস্ট্রপতির উপদেষ্টা নিযুক্ত হয়েছেন। এটা কী কখনো সম্ভব?
মোহামেদ দিয়া কৌতুক করেছেন:
@মোহামেদদিয়া: #আরব আমিরাতে আসন্ন যে কোন বিক্ষোভ দমন করার জন্যে একজন উপদেষ্টা হলেন শফিক আহমেদ
এবং কায়রোভিত্তিক সাংবাদিক বেল ট্রু বলেছেন:
@বেলট্রু: এটা আমাকে মধ্যপ্রাচ্যের শান্তিদূত হিসেবে [যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি] ব্লেয়ারের কথা মনে করিয়ে দেয় এমটি @ওমনিয়াআলদেসুকি: শুরুক: আহমেদ #শফিককে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির একজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে
কাতার থেকে এসরা আল মেফতাহ বিদ্রূপাত্মকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন:
গতকাল সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রী রিয়াদ ফরিদ হিজাবের দলত্যাগের ঘোষণা সম্পর্কে প্রচারিত সংবাদের উপর আল মেফতাহ’র মন্তব্যটি থেকে মনে হয় তিনি তেলসমৃদ্ধ রাজ্যটিতে হয়তো একটি চাকরি খূঁজছেন।