মিশর: মঙ্গল গ্রহের মানুষ – ড. এসাম হেজির কর্ম উদযাপন

মিশরীয়রা মার্স কিউরিসিটি অভিযান পর্যবেক্ষণের সাথে নাসা’র (মার্কিন যুক্তরাস্ট্রের জাতীয় বিমান চালনা ও মহাকাশ প্রশাসন) গবেষক এবং মঙ্গল গ্রহে জীবনের আবিষ্কারে জড়িত বিজ্ঞান দলের সদস্য গ্রহবিজ্ঞানী ড. এসাম মোহামেদ হেজি’র কর্ম এবং জীবন ও উদযাপন করছে।

আজকের দিনের শুরুতে বিশ্ব জুড়ে মানুষ মঙ্গলের উপর মার্স কিউরিসিটি-এর ঐতিহাসিক অবতরণ দেখেছে।

টুইটারে বড় ফেরাউন আমাদের বলেছেন:

عصام حجي، احد علماء ناسا و شارك في رحلة كيريوسيتي، تم فصله من جامعة القاهرة و لم يتم قبوله في الجيش المصري. خلص الكلام. ‎‪#মঙ্গলগ্রহেকৌতূহল
@বড়ফেরাউন: এসাম হেজি হলেন মার্স কিউরিসিটি-এর (মহাকাশ)যাত্রার সঙ্গে জড়িত নাসা'র অন্যতম একজন বিজ্ঞানী। তাকে কায়রো বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল এবং মিশরীয় সেনা বাহিনীতেও তাকে নেয়া হয়নি। এখানেই গল্পের ইতি।

এবং চলতে থাকে:

عصام حجي، احد علماء ناسا الذين شاركوا في رحلة كيريوسيتي للمريخ، لم يتم قبوله في الجيش المصري عشان بيتهته في الكلام. عسكر اغبياء.
@বড়ফেরাউন: এসাম হেজি মার্স কিউরিসিটি-এর মঙ্গলযাত্রার সঙ্গে জড়িত নাসা’র বিজ্ঞানীদের একজন। কথা বলার সমস্যার কারণে মিশরীয় সেনাবাহিনী তাকে প্রত্যাখ্যান করেছিল। মূর্খ সেনাবাহিনী!

ইয়াহিয়া হাসান যোগ করেছেন:

عصام حجي أحد العلماء المصريين في ناسا و بيدرس وجود الماء على الكواكب الأخرى .. إتفصل من كلية علوم في مصر عشان مرجعش من أجازته في ميعاده!
@হাসানইয়াহিয়া: এসাম হেজি হলেন নাসা’র মিশরীয় বিজ্ঞানীদের একজন এবং অন্যান্য গ্রহে পানির অস্তিত্ব সম্পর্কে শিক্ষা দেন। একটি ছুটি থেকে সময়মত ফিরতে না পারার কারণে মিশরের একটি বিজ্ঞান কলেজ থেকে তাকে বরখাস্ত করা হয়েছিল

মহিলানবী লানা উল্লেখ করেছেন:

#عصام_حجي‬‏ يلقب بـ “رجل المريخ” وهو لم يتجاوز ال٣٦.من ذكرياته: رفض ابو حبيبته تزويجه لآنه مجرد معيد في كلية الفلك راتبه ٣٠٠ ج ومالوش مستقبل.
@মহিলানবী_লানা: এসাম হেজিকে “মঙ্গল গ্রহের মানুষ” বলা হয়। তার এখনো ৩৬ বছর বয়স হয়নি এবং স্মরণ করেন: তিনি ভবিষ্যতহীন জ্যোতির্বিজ্ঞান কলেজের একজন সাধারণ প্রভাষক এবং তার বেতন মাত্র ৪০০ মিশরীয় পাউন্ড (প্রায় ৪,০৩০ টাকা) হওয়ার কারণে তার বান্ধবীর পিতা তাদের বিয়ের অনুমোদন দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেছিলেন

এদিকে আমর খায়রি সরকারে মুসলিম ব্রাদারহুডের বিভিন্ন নিয়োগ এবং তাদের কাছে কীভাবে বিজ্ঞান ও জ্ঞানের চেয়ে ধর্মের লেবাস প্রদর্শনই বড় অগ্রাধিকার সেসব নিয়ে ঠাট্টা করার সুযোগ নিয়েছেন। তিনি টুইট করেছেন:

العالم المصري عصام حجي يبحث عن الماء على كوكب المريخ، وهشام قنديل وزير الري السابق يجهز الحجرة المجاورة لمكتبه في رئاسة الوزراء لتصبح مسجدا.
@আমর_খায়রি: মিশরীয় বিজ্ঞানী এসাম হেজি পানির জন্যে মঙ্গল গ্রহে অনুসন্ধান চালাচ্ছেন। আর সাবেক সেচ মন্ত্রী হিশাম কিন্দাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার দপ্তরের পাশের ঘরটিকে একটি মসজিদ পুনর্গঠন করছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .