এই প্রবন্ধটি লন্ডন অলিম্পিক ২০১২-নিয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ
লন্ডন অলিম্পিক গেমসে রুবেন লিমারডোর স্বর্ণ জয়ে ভেনেজুয়েলার সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই উচ্ছ্বসিত হয়ে তার এই জয় উদযাপন করছে। দ্বৈত অসিযুদ্ধ শেষ হবার পরপরই, ব্লগস্ফেয়ার এই সংবাদে ভেসে যায় এবং #ভামোসলিমার্ডো নামক হ্যাশট্যাগটি টুইটারে বিশ্বজুড়ে এক আলোচিত বিষয়ে পরিণত হয়। আর এভাবে ভেনেজুয়েলার নাগরিকরা লিমার্ডোর একটি খেলা নিয়ে করা কঠোর পরিশ্রমের বিষয়টি উদযাপন করে, যা কিনা দেশটির জন্য খানিকটা অস্বাভাবিক বিষয় এবং লিমারর্ডো যে রাষ্ট্র এবং তার সংগঠনের কাছ থেকে কোন সমর্থন লাভ করেনি, সে বিষয়টি নিয়েও তারা আলোচনা করে।
লিমার্ডোর অলিম্পিক পদক প্রাপ্তির সাথে সাথে, চলতে থাকা সামাজিক এবং অর্থনৈতিক সমস্যার মাঝেও ইন্টারনেটে একটা পর্যায়ক্রমিক উদযাপন শুরু হয়। একইভাবে এই সংবাদের রাজনীতিকীকরণের বেশ কয়েকটি প্রচেষ্টা সত্ত্বেও, এই বিষয়টি উল্লেখ করা দরকার যে বেদনাদায়ক রাজনৈতিক বিভক্তি সত্ত্বেও উভয় পক্ষ অন্তত একটি বিষয় খুঁজে পেয়েছে যাতে তারা অন্তত একমত হতে পারে। আর এর জন্য একজনের একটি প্রচেষ্টাকে ধন্যবাদ, যার মাধ্যমে ভেনেজুয়েলা ৪৪ বছর পর অলিম্পিকে একটি স্বর্ণ পদক পেল।
প্রফেবোলা তার ব্লগ ভেনেজুয়েলা এন্ড ইটস হিস্ট্রিতে [স্প্যানিশ ভাষায়] উল্লেখ করেছেন যে লিমার্ডোর অন্যতম এক বৃহৎ অবদান হচ্ছে নতুন এক বৈশ্বিক মঞ্চে ভেনেজুয়েলার অংশগ্রহণের বিষয়টির যাত্রা শুরু করা। :
Conocido mundialmente por sus reinas de belleza, riqueza petrolera y afición al beisbol, el oro olímpico del esgrimista Rubén Limardo profundiza la incursión de Venezuela en el deporte mundial, con futbolistas jugando en Europa, y triunfos en disciplinas como Fórmula 1 y golf.
অন্যদিকে যারা যে সব সীমাবদ্ধতার মুখোমুখি হয়েছে, যা কিনা ক্রীড়া প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণের বিষয়টিকে উদ্দীপ্ত করেছে, কিরা কারিয়াকিন সেই সমস্ত বিষয়ের উপর মনোযোগ প্রদান করেছেন :
এমনকি যখন অলিম্পিক নামক খেলাটা কাছে চলে আসে, তখন আমরা বিশ্বের বৈষম্যের বিষয় নিয়ে ভাবি। দৃশ্যত যাকে একভাবে অনৈতিক বলে মনে হয়, কারণ এর উপরিকাঠামো তৈরি, বিজ্ঞাপন এবং এ ধরনের আরো কাজের জন্য প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হয়, যখন এই পরিমাণ অর্থ দিয়ে আয়োজক দেশ বা অন্য কোন দেশের গরীবদের জন্য অনেক কিছু করা সম্ভব। একই সাথে আমরা গরীব অথবা অনুন্নত রাষ্ট্রসমূহের কথা চিন্তা করছি যারা তাদের খেলোয়াড়দের পাঠায়, আর সেই সমস্ত খেলোয়াড়রা তাদের আশানুরূপ ফলাফল প্রদর্শন করে না, যারা চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, অস্ট্রেলিয়া, জার্মান এবং শীর্ষ পদক জয়ী অন্য সব জাতির দক্ষতার কাছে বিধ্বস্ত হয়। এর সাথে যে রাজনীতি এবং সংগ্রাম জড়িয়ে রয়েছে, তা ভুলে যাওয়া উচিত নয়।
এবং আরো বিশেষভাবে, ভেনেজুয়েলার বিষয়ে:

এডোর ব্যাঙ্গচিত্র(*), অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।
ভেনেজুয়েলায় ক্রীড়া বিষয়টি হচ্ছে এক রাজনীতি, নীতি নয়[…]। আমাদের বিশ্ববিদ্যালয় এবং কলেজে পড়ুয়া তরুণরা, কোন বৃত্তি অথবা কোন পড়ালেখায় কোন লজিস্টিক সুবিধা পায় না, যদিও তারা খেলাধুলায় ভালো। […] এবং সবসময় একটা না একটা সমস্যা লেগে আছে: নিরাপত্তা এবং অপরাধ খেলাধুলার স্থানসমূহের কাছে ছড়িয়ে আছে, যথেষ্ট উপরিকাঠামোর অভাব, সম্পদ –এর “হারিয়ে যাওয়া”, ফেডারেশনের মাঝে আভ্যন্তরীণ কোন্দল, অদক্ষতা, এবং গুরুত্বের সাথে কোন সমন্বিত কোন নীতির প্রয়োগ না করা। ভেনেজুয়েলায় যে কোন খেলায় কোন খেলোয়াড়কে সত্যিকার অর্থে এক “অলিম্পিক”-এর প্রচেষ্টা গ্রহণ করতে হয় কারণ সবকিছুই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে।
(*) ইডো নামক ব্যাঙ্গচিত্রে লেখা রয়েছে “গ্লোরিয়া আল ব্রাভো লিমার্ডো” [সাহসী লিমার্ডোর গৌরব গাঁথা] যা কিনা ভেনেজুয়েলার জাতীয় সঙ্গীতের প্রথম লাইন উল্লেখ করে লেখা হয়েছে: গ্লোরিয়া আল ব্রাভো পুয়েব্লো [সাহসী নাগরিকদের গৌরব গাঁথা]
এদিকে এরনেস্টো রনডন [স্প্যানিশ ভাষায়] লিমারর্ডোর পদক জয়ের ঐতিহাসিক গুরুত্বের উপর মনোযোগ প্রদান করেছে:
Desde 1968, Venezuela no ganaba una medalla de Oro Olímpica […] Desde hace 108 años Latinoamérica no ganaba la medalla de Oro en esgrima […]. Ahora [en] agosto del 2012, un venezolano luego de unos largos 44 años , nuevamente se baña en Oro en unos juegos olímpicos […]
টুইটার, যেখানে সবচেয়ে বেশী এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, সেখানে কয়েকজন ব্যবহারকারী ক্রীড়াবিদের জন্য ভেনেজুয়েলার সীমিত অনুশীলনের ব্যবস্থাকে ঘিরে যে বিতর্ক তার উপর গুরুত্ব প্রদান করেছে।
যেমন উদাহরণ হিসেবে বলা যায়, এলিজাবেথ ফুয়েন্তাস (@ফুয়েন্তাসেলিজ) [স্প্যানিশ ভাষায়] লিমার্ডোর উদ্ধৃতি প্রদান করেছেন এবং উল্লেখ করেছেন যে:
@fuenteseliz: Ruben Limardo en su Twitter(19 de Marzo) denunció que clasificó sin apoyo del Ministerio del Deporte
তবে ওরিয়ানা আনাজালোর মত (@ওরিয়ানোয়ানজোর) [স্প্যানিশ ভাষায়] অন্য ব্যবহারকারীরা স্বর্ণ পদক প্রাপ্তির যে প্রশান্ত অনুভূতি সে বিষয়ে গুরুত্ব প্রদান করেছে:
@Orianaanzo El ORO de Ruben Limardo, hoy borró del vocabulario las palabras chavista y oposición, para darle paso a VENEZOLANOS
@ই_ এম_এস [স্প্যানিশ ভাষায়]-এর মত কয়েকজন, বেশ চতুরতার সাথে শব্দের খেলা তৈরি করেছে:
@e_M_es: #VamosLimardo, asperezas..
সবশেষে, টুইটারে চলা ব্যাপক মন্তব্য এবং আলোচনার মাঝে, ভেনেজুয়েলার গতানুগতিক রসিকতা এর মাঝে উপস্থিত না থেকে পারেনি।
যেমনটা আন্দ্রেস সুজারিনি(@আন্দ্রেজ্জা৮৬) [স্প্যানিশ ভাষায়]:
@Andreszz86: Tantos Años viendo [El Zorro] por tv valieron la pena #VamosLimardo
এবং সাইমন বলিভার মন্তব্য করেছে (@এলসাইমনবলিভার)[স্প্যানিশ ভাষায়] মন্তব্য করেছে:
@elsimonbolivar: #VamosLimardo ahora te toca aprender a pelear desde el caballo
এই প্রবন্ধটি লন্ডন অলিম্পিক ২০১২-নিয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ