লন্ডন অলিম্পিকে মধ্যআমেরিকা দাঁড়াতে শুরু করেছে

এই পোস্টটি আমাদের লন্ডন ২০১২ অলিম্পিক সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।

লন্ডন ২০১২ অলিম্পিক গেমস শুরুর এক সপ্তাহ পর যখন চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পদক গণনা নিয়ে তীব্র বিতর্ক চলছে তখন  মধ্য আমেরিকাও সমর্থনের অভাব, অভিজ্ঞ এবং সুপ্রস্তুত ক্রীড়াবিদদের বিপরীতে কিছু অর্ধ-অপেশাদারিদের সুস্পষ্ট তুলনা করে অভিযোগ থাকা সত্ত্বেও আনন্দঘন এবং ছোট ছোট বিজয়ের মূহুর্তের স্বাদ নিচ্ছে।

এই অলিম্পিক খেলার একটি মূল অংশ হলো সামাজিক নেটওয়ার্ক যেখানে মধ্য আমেরিকার মানুষ তাদের মনোভাব, অভিযোগ এবং স্বপ্ন ভাগাভাগি করছে যে এই খেলাগুলোর পরে তারা একটি পদক বাড়ি আনবে। এগুলি এই মুহূর্ত পর্যন্ত কিছু কিছু উল্লেখযোগ্য অংশ।

গুয়াতেমালা

বারোজন ক্রীড়াবিদের একটি প্রতিনিধিদল নিয়ে কেভিন গর্ডন এবং আনা সোফিয়া এই সপ্তাহে গুয়াতেমালার সর্বোত্তম প্রতিনিধি। গর্ডন ব্যাডমিন্টনের পরবর্তী ধাপে উন্নীত হয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বাদ পড়েন। গুয়েতেমালাবাসী এই অংশগ্রহণে তাদের সন্তুষ্টি এবং গর্ব প্রকাশ করেছে, প্রথম জয়ের পর মারিও সান্তিজো (@মারিও_সান্তিজো) [স্প্যানিশ ভাষায়] যেমন উত্তেজিতভাবে একটি টুইট করেছেন:

(@mario_santizo) Kevin gordon gano su primer partido Felicidades #OrgulloChapin

(@মারিও_সান্তিজো) [স্প্যানিশ ভাষায়] কেভিন গর্ডন তার প্রথম খেলাটি জিতেছে। অভিনন্দন #ওরগুলোচ্যাপিন

তার উপর  আনা সোফিয়া শেষ পর্যন্ত বাদ পড়ে যাওয়া সত্বেও জিমন্যাস্টিকসের চূড়ান্ত স্তরে বাছাই হয়ে গুয়াতেমালার নাম সম্মানিত করেছেন, যা ডজনখানেক লোক টুইটারে স্বীকার করেছেন। রোবো মেন্তেস (@রোবামেন্তেস) [স্প্যানিশ ভাষায়] লিখেছেন:

(@RobaMentes) ¡FELICIDADES ANA SOFÍA GÓMEZ! ¡GRACIAS POR PONER A GUATEMALA EN ALTO!

(@রোবামেন্তেস) অভিনন্দন, আনা সোফিয়া গোমেজ! গুয়াতেমালাকে উঁচুতে উঠানোর জন্যে আপনাকে ধন্যবাদ!

হণ্ডুরাস

হন্ডুরাসের পুরুষ ফুটবল দল যোগ্য স্প্যানিশ দলকে পরাজিত করে সপ্তাহের উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেছে। মধ্য আমেরিকা থেকে একমাত্র দেশ হন্ডুরাস যেটি দলগত খেলায় অংশ নিচ্ছে। কোয়ার্টার ফাইনালের পথে হন্ডুরাস মরক্কো এবং জাপানের সঙ্গে একই অবস্থানে থাকা ছাড়াও তাদের আরেকটি যোগ্যতর দল ব্রাজিলের মুখোমুখি হতে হবে।

এই বিষয়ে ব্লগার ফ্যাব্রিসিও এস্ত্রাদা তার ব্লগ বিতাকোরা দেল পারবুলোতে  [স্প্যানিশ ভাষায়] লিখেছেন কীভাবে এই কঠিন পরিস্থিতিতেও তাদের দেশের গোলে আনন্দধ্বনি এবং অর্জন উদযাপনের সময় রয়েছে:

Qué días más difíciles en los que nos toca verles triunfar, compitas, y aún así, siempre, siempre, nos detenemos, hacemos pausa para gritar en silencio, con un orgullo extraño, olímpico, imposible de explicar, y una vez que sabemos que somos los mismos hermanos despojados de todo, me sumo al equipo humilde, al que muestra al mundo lo que podemos lograr y celebrar desde la nada impuesta. Arriba los humildes, arriba los pobres del mundo que siempre damos las grandes lecciones!!

ভাইয়েরা, কি কঠিন দিনে আমরা আপনাদেরকে জয়ী হতে দেখলাম এবং আর তাই সেটা দেখতে আমরা সবসময়ই, সর্বদাই, থামলাম, বিরতি দিলাম – অলিম্পিকের মতো, ব্যাখ্যাতীত, একটি অদ্ভুত গর্বে – নীরবে আনন্দ প্রকাশ করার জন্যে এবং আমরা যখন জানলাম যে আমরা সবকিছুতেই একইরকম ডোরাকাটা ভাই ভাই, আমি নম্র দলটির সঙ্গে যোগ দিলাম যারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে আরোপিত অনস্তিত্ব থেকেও আমরা অর্জন এবং উদযাপন করতে পারি। জয় হোক নিরহংকার মানুষের, জয় হোক চিরকাল মহৎ শিক্ষা দেয়া বিশ্বের দরিদ্র মানুষের!

নিকারাগুয়া

নিকারাগুয়ার জন্যে এই সপ্তাহের উল্লেখযোগ্য অর্জনটি ওসমার ব্র্যাভোর। মধ্য আমেরিকান দেশগুলোর মধ্যে তিনিই মুষ্টিযুদ্ধে প্রথম বিজয়ী। মুষ্টিযোদ্ধা প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছেন এবং একটি পদক পেয়ে আলোড়ন তুলতে পারেন।

এমেলিয়া দেল সিদ (@এমেলিয়াদেলসি্দ) [স্প্যানিশ ভাষায়] তার টুইটার একাউন্টে ঘটনাটি উদযাপন করেছেন:

(@AmaliadelCid) Osmar Bravo, la primera victoria de#Nicaragua en el boxeo olímpico en los últimos 20 años. #Londres2012 @JJOO

(@এমেলিয়াদেলসিদ) [স্প্যানিশ ভাষায়] ওসমার ব্র্যাভো,  অলিম্পিক মুষ্টিযুদ্ধে #নিকারাগুয়ার প্রথম বিজয়ী গত ২০ বছরে (একমাত্র) #লন্ডরেস২০১২ @জেজেওও

অলিম্পিক শেষের এখনও কয়েক সপ্তাহ বাকি থাকায় মধ্য আমেরিকা একটি পদক পাবার আশা এখনি ছেড়ে দিবে না। এই সপ্তাহান্তে দৌড়-ঝাঁপের প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে যেখানে মধ্য আমেরিকার ক্রীড়াবিদদের একটি প্রতিনিধি দল রয়েছে এবং যোজক জুড়ে সবাই সেদিকেই আশা করে আছে।

এই পোস্টটি আমাদের লন্ডন ২০১২ অলিম্পিক সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .