গল্পগুলো মাস 7 আগস্ট 2012
ভিডিওঃ হিউম্যান রাইটস নাও! নামক প্রচারণা কোস্টারিকায় তার যাত্রা শুরু করল
গত শুক্রবার, ৩ আগস্ট তারিখে, সিটিজেন ফর হিউম্যান রাইটস নামক গ্রুপ “ হিউম্যান রাইটস নাও” নামক প্রচারণা চালু করেছে, যেখানে কোস্টারিকার বিভিন্ন ব্যক্তিত্ব, রাষ্ট্রের সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার নিশ্চয়তার বিষয়ে রাষ্ট্রের প্রয়োজনীয়তার ব্যাপারে আহবান জানান। এই প্রচারণামূলক ভিডিও একই ধরনের সেক্স ইউনিয়ন এবং নারীর পুরৎপাদন অধিকার বিষয়ে আলোচনা করছে।