এই প্রবন্ধটি লন্ডন অলিম্পিক-২০১২ নিয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
চিলির ক্রীড়াবিদ, যারা ২০১২ লন্ডন অলিম্পিক ২০১২ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তারা টুইটারেও সক্রিয়, যেখানে তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরেছে ও এই প্রতিযোগিতা নিয়ে তাদের আশা ব্যক্ত করেছে এবং একই সাথে তারা তাদের ভক্তদের সাথে চ্যাট করেছে।
ডেনিস ভ্যান লামেওন (@ডিভ্যানলামেওন)[স্প্যানিশ ভাষায়] এক প্রমীলা তীরন্দাজ যে কিনা গণভোটে চিলির পতাকাবাহক হিসেবে নির্বাচিত হয়েছিল, সে ২৪ জুলাই তারিখে পতাকা-বহন অনুষ্ঠানের পর তার ছবি তুলে ধরেছে:
@dvanlamoen: Con Fernanda, Jorge y Tomás a la salida de la ceremonia de la bandera.pic.twitter.com/LgRhBcXM
@dvanlamoen: Todo muy colorido y alegre, una inyección de energía para los días que vienen. Realmente fue precioso!pic.twitter.com/ztY6jkE9
পরে তিনি তাদের ধন্যবাদ জানিয়েছে যারা তার টুইটে উত্তর প্রদান করেছে:
@dvanlamoen: Hoy práctica oficial. Mil gracias a todos los q a diario m dan apoyo x twitter y otras vías, me los llevo a la cancha! pic.twitter.com/GqjdztEs

রাষ্ট্রপতি সেবাস্টিয়ান পিনেরার সাথে চিলির অলিম্পিক দলের সদস্যরা। ছবি ফ্লিকারের তু ফোটো কন লা প্রেসিডেন্টের (সিসি বাই ২.০)
টমাস গনজালেজ, (@টোমাসগোনজালেজ১)) [স্প্যানিশ ভাষায়]: একজন জিমন্যাস্ট যিনি ভোল্ট এবং ফ্লোর জিমন্যাস্ট-এ সুপারদর্শী এবং পদক জয়ে চিলির সবচেয়ে বড় আশা, তিনি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। :
@tomasgonzalez1: Por fin en Londres! Muchas gracias a todos los chilenos que vinieron al aeropuerto a darme la bienvenida!! #london2012
মেক্সিকোর গুয়াডালহারায় অনুষ্ঠিত ২০১১ প্যান আমেরিকা গেমসে সাতারু ক্রিস্টাল কোবরিচ (@ক্রিস্টালকোবরিচ) [স্প্যানিশ ভাষায়] ৮০০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে সোনা জিতেছিলেন এবং অলিম্পিক চলাকালীন সময়ে তার বয়স সাতাশ বছর পূর্ণ হবে। ভদ্রমহিলা টুইটারে লন্ডন অলিম্পিকের উত্তাপের বিষয়টি উল্লেখ করেছেন। :
@kristelkobrich: Desde Londres!! Todo muy bien aparte del calor!!! Entren a mi pagina [sic] http://www.kristelkobrich.com y vean las ultimas [sic] novedades mias [sic]
বেনজামিন গ্রেজ (@বেনজাগ্রেজ) [স্প্যানিশ ভাষায়], যিনি নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন, তিনি দুপুরের খাবার খাওয়া অবস্থায় চিলির টেনিস খেলোয়াড় ফার্নান্দো গনাজালেজের–এর সাথে ছবি তুলেছেন। ফার্নান্দো গনজালেজ বেইজিং অলিম্পিকে স্বর্ণ এবং রৌপ্য পদক অর্জন করেছিলেন:
@BenjaGrez: Comiendo con un grande @elfergonzalez en la villa después de la reunión con el embajador de Chile en Inglaterra!pic.twitter.com/3h4DdcQD
এছাড়াও তিনি ২৬ জুলাই তারিখে তার ফেসবুকের পাতা [স্প্যানিশ ভাষায়] আপডেট করেছেন, যা ঠিক লন্ডন অলিম্পিক শুরুর ঠিক আগের মুহূর্ত:
Excelente el dia [sic] para navegar. Salimos tempranito a entrenar y nos tocaron condiciones espectaculares, solcito y 15 nudos. Estuvimos navegando 2 horas y midiéndonos[sic] con los argentinos y japoneses! Ahora vamos con el equipo camino a Londres a una reunión con el embajador y parte de la delegación. Esta noche alojamos en la villa de Londres y mañana tenemos el desfile de la ceremonia inaugural que se viene a fondo. Ya nos van qedando [sic] solo una semana para el baile!
যে সমস্ত নেট নাগরিকরা চিলির সদস্যদের জন্য তাদের শুভেচছা পাঠিয়েছিল তাদের মধ্যে সাংবাদিক রাইমুন্ডো গ্রেগোরী (@রাটোপাডো) অন্যতম [স্প্যানিশ ভাষায়]:
@Ratopado: Un abrazo GIGANTE y los mejores deseos para las/los deportistas que representarán a Chile en los Juegos Olímpicos y Paralímpicos de Londres.
এই প্রবন্ধটি লন্ডন অলিম্পিক-২০১২ নিয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।