চিলি: অলিম্পিক-এর ক্রীড়াবিদেরা লন্ডন ২০১২-কে তাদের ভক্তদের কাছে নিয়ে এসেছে

এই প্রবন্ধটি লন্ডন অলিম্পিক-২০১২ নিয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।

চিলির ক্রীড়াবিদ, যারা ২০১২ লন্ডন অলিম্পিক ২০১২ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তারা টুইটারেও সক্রিয়, যেখানে তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরেছে ও এই প্রতিযোগিতা নিয়ে তাদের আশা ব্যক্ত করেছে এবং একই সাথে তারা তাদের ভক্তদের সাথে চ্যাট করেছে।

ডেনিস ভ্যান লামেওন (@ডিভ্যানলামেওন)[স্প্যানিশ ভাষায়] এক প্রমীলা তীরন্দাজ যে কিনা গণভোটে চিলির পতাকাবাহক হিসেবে নির্বাচিত হয়েছিল, সে ২৪ জুলাই তারিখে পতাকা-বহন অনুষ্ঠানের পর তার ছবি তুলে ধরেছে:

@dvanlamoen: Con Fernanda, Jorge y Tomás a la salida de la ceremonia de la bandera.pic.twitter.com/LgRhBcXM

@ডিভ্যানলামেওন [স্প্যানিশ ভাষায়]:পতাকা-বহন অনুষ্ঠানের পর ফার্নান্দো, জর্জ এবং টমাসের সাথে। pic.twitter.com/LgRhBcXM

@dvanlamoen: Todo muy colorido y alegre, una inyección de energía para los días que vienen. Realmente fue precioso!pic.twitter.com/ztY6jkE9

@ডিভ্যানলামেওন [স্প্যানিশ ভাষায়]:সবকিছুর মধ্যে রঙ এবং অনন্দ ছড়িয়ে রয়েছে, যেন এর মধ্য কে যেন প্রাণের স্ফুরণ ছড়িয়ে দিয়েছে। সত্যিই সুন্দর! pic.twitter.com/ztY6jkE9

পরে তিনি তাদের ধন্যবাদ জানিয়েছে যারা তার টুইটে উত্তর প্রদান করেছে:

@dvanlamoen: Hoy práctica oficial. Mil gracias a todos los q a diario m dan apoyo x twitter y otras vías, me los llevo a la cancha! pic.twitter.com/GqjdztEs

@ডিভ্যানলামেওন [স্প্যানিশ ভাষায়] আজ অনানুষ্ঠানিক ভাবে অনুশীলন করলাম। যারা টুইটার এবং অন্য সব প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে প্রতিদিন আমার প্রতি তাদের সমর্থন প্রকাশ করছেন, তাদের সবাইকে ধন্যবাদ! pic.twitter.com/GqjdztE

রাষ্ট্রপতি সেবাস্টিয়ান পিনেরার সাথে চিলির অলিম্পিক দলের সদস্যরা। ছবি ফ্লিকারের তু ফোটো কন লা প্রেসিডেন্টের (সিসি বাই ২.০)

টমাস গনজালেজ, (@টোমাসগোনজালেজ১)) [স্প্যানিশ ভাষায়]: একজন জিমন্যাস্ট যিনি ভোল্ট এবং ফ্লোর জিমন্যাস্ট-এ সুপারদর্শী এবং পদক জয়ে চিলির সবচেয়ে বড় আশা, তিনি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। :

@tomasgonzalez1: Por fin en Londres! Muchas gracias a todos los chilenos que vinieron al aeropuerto a darme la bienvenida!! #london2012

@টোমাসগোনজালেজ১ [স্প্যানিশ ভাষায়]: অবশেষ লন্ডনে! চিলির যে সমস্ত নাগরিক আমাকে বিমানবন্দরে স্বাগত জানাতে এসেছিলেন, তাদের সবাইকে অশেষ ধন্যবাদ!! #লন্ডন২০১২ ! #london2012

মেক্সিকোর গুয়াডালহারায় অনুষ্ঠিত ২০১১ প্যান আমেরিকা গেমসে সাতারু ক্রিস্টাল কোবরিচ (@ক্রিস্টালকোবরিচ) [স্প্যানিশ ভাষায়] ৮০০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে সোনা জিতেছিলেন এবং অলিম্পিক চলাকালীন সময়ে তার বয়স সাতাশ বছর পূর্ণ হবে। ভদ্রমহিলা টুইটারে লন্ডন অলিম্পিকের উত্তাপের বিষয়টি উল্লেখ করেছেন। :

@kristelkobrich: Desde Londres!! Todo muy bien aparte del calor!!! Entren a mi pagina [sic] http://www.kristelkobrich.com y vean las ultimas [sic] novedades mias [sic]

@ক্রিস্টালকোবরিচ [স্প্যানিশ ভাষায়]: লন্ডনে! সবকিছু অসাধারণ কেবল অলিম্পিকের উত্তাপটুকু ছাড়া ! সাম্প্রতিক সংবাদসমূহ পড়ারা জন্য http://www.kristelkobrich.com নামক ওয়েব সাইটে প্রবেশ করুন।

বেনজামিন গ্রেজ (@বেনজাগ্রেজ) [স্প্যানিশ ভাষায়], যিনি নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন, তিনি দুপুরের খাবার খাওয়া অবস্থায় চিলির টেনিস খেলোয়াড় ফার্নান্দো গনাজালেজের–এর সাথে ছবি তুলেছেন। ফার্নান্দো গনজালেজ বেইজিং অলিম্পিকে স্বর্ণ এবং রৌপ্য পদক অর্জন করেছিলেন:

@BenjaGrez: Comiendo con un grande @elfergonzalez en la villa después de la reunión con el embajador de Chile en Inglaterra!pic.twitter.com/3h4DdcQD

@বেনজাগ্রেজ [স্প্যানিশ ভাষায়]: ইংল্যান্ডে চিলির দূতাবাসের সাথে সাক্ষাতের পর অলিম্পিক নিবাসে অসাধারণ খেলোয়াড় @এলফেরগনজালেজ-এর সাথে দুপুরের আহার সারছি। pic.twitter.com/3h4DdcQD

এছাড়াও তিনি ২৬ জুলাই তারিখে তার ফেসবুকের পাতা [স্প্যানিশ ভাষায়] আপডেট করেছেন, যা ঠিক লন্ডন অলিম্পিক শুরুর ঠিক আগের মুহূর্ত:

Excelente el dia [sic] para navegar. Salimos tempranito a entrenar y nos tocaron condiciones espectaculares, solcito y 15 nudos. Estuvimos navegando 2 horas y midiéndonos[sic] con los argentinos y japoneses! Ahora vamos con el equipo camino a Londres a una reunión con el embajador y parte de la delegación. Esta noche alojamos en la villa de Londres y mañana tenemos el desfile de la ceremonia inaugural que se viene a fondo. Ya nos van qedando [sic] solo una semana para el baile!

নৌকাবাইচের জন্য দারুণ একটা দিন। অনুশীলনের জন্য আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম, আর আমরা একটা দারুণ আবহওয়া পেলাম, রৌদ্রজ্জ্বল এবং বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৫ নট। আমরা আর্জেন্টিনা এবং জাপানের প্রতিযোগীদের ফলাফলের সাথে তুলনা করে দুই ঘন্টা নৌকাবাইচ অনুশীলন করলাম। এখন আমরা আমাদের দেশের দূতাবাসের সাথে সাক্ষাতের জন্য এবং দলের অংশ হিসেবে লন্ডন যাচ্ছি। আজ রাতে আমরা লন্ডনের অলিম্পিক নিবাসে রাত কাটাবো এবং কালকে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করব।

যে সমস্ত নেট নাগরিকরা চিলির সদস্যদের জন্য তাদের শুভেচছা পাঠিয়েছিল তাদের মধ্যে সাংবাদিক রাইমুন্ডো গ্রেগোরী (@রাটোপাডো) অন্যতম [স্প্যানিশ ভাষায়]:

@Ratopado: Un abrazo GIGANTE y los mejores deseos para las/los deportistas que representarán a Chile en los Juegos Olímpicos y Paralímpicos de Londres.

@রাটোপাডো [স্প্যানিশ ভাষায়]: অলিম্পিক এবং প্যারা অলিম্পিকে অংশ নেওয়া চিলির ক্রীড়াবিদদের জন্য এক উষ্ণ আলিঙ্গন এবং সর্বোত্তম শুভেচছা রইল

এই প্রবন্ধটি লন্ডন অলিম্পিক-২০১২ নিয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .