এ পোস্টটি আমাদের লন্ডন অলিম্পিকস ২০১২- এর বিশেষ কাভারেজের অংশ
লন্ডনে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে ২৮ জুলাই গত শনিবারে ২৫ বছর বয়সী রিগোবার্তো উরান কলম্বিয়ার পক্ষে প্রথম পদক অর্জন করেন। পুরুষদের রোড রেস ফাইনালে প্রখ্যাত সাইক্লিস্ট কাজাখস্তানের আলেকজ্যান্ডার ভিনকুরভের পিছনে থেকে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন। নরওয়ের আলেকজ্যান্ডার ক্রিস্টভ ব্রোঞ্জ পদক লাভ করেন।
টিম স্কাই এর সদস্য উরান একেবারে শেষ মুহূর্তে নিবন্ধিত [স্প্যানিশ] হন। তিনি এবং ভিনকুরভ শেষ প্রান্তের ১০ কিঃ মিঃ আগে পেলোটন ত্যাগ করেন এবং এগিয়ে থেকে মাথা ঘুরিয়ে পেছনে তাকান, কিন্তু তাঁর পা গুলো অন্য “কথা” বলছিল: প্রতিযোগিতায় ভিনকুরভ তাঁকে পরাজিত করে জয়লাভ করেন। কলম্বিয়ার অলিম্পিক ইতিহাসে সাইক্লিং এ উরানের রৌপ্য পদকই প্রথম পদক এবং সার্বিকভাবে ১২তম পদক।
বেশিরভাগের প্রতিক্রিয়াই ছিল ইতিবাচক। আলেকজ্যান্ডার গারসিয়া (@আগুয়ারদিয়েনটস্কি ) [স্প্যানিশ] বলেন উরানের পদকপ্রাপ্তি অপ্রত্যাশিত:
@Aguardientosky: Realmente sólo se esperan medallas para Colombia con Ibargüen, alguna en las pesas y tal vez Pajón. Lo de Urán fue sorpresivo.
জিওভান্নি হারনান্দেজ (@জিহারনান্দেজ ৭৭) [স্প্যানিশ]- এর মত অনেকেই উরানের পেছনে তাকানো নিয়ে হতাশঃ
Gihernandez77: Me da la impresión que perdió la medalla de oro por estar pendiente del pelotón de atrás. Pero muy bien!!!
লা দে লা ফোতো ( @ ফুলানিয়া ) [স্প্যানিশ] কৌতুক করে বলেন:
@Fulania: Miró hacia atrás pensando que lo iban a atracar. Pura costumbre colombiana.
কিন্তু ফেডেরিকো আরাঙ্গো (@সিয়েম্প্রেকনাস্তেদ) [স্প্যানিশ] বিজয়ীর মেধার প্রতি গুরুত্ব প্রদান করেন:
@siempreconusted: A Uran le ganó un viejo zorro, un monstruo como Vinokurov muy muy difícil de vencer en una definición así.
হোসে আঞ্জেল বায়েয ( @ হোসেআঞ্জেলবায়েয ) [স্প্যানিশ] বলেন:
@joseangelbaez: Urán no perdió por mirar para atrás. En un mano a mano, en el sprint, siempre perderá con Vinokourov que es más rápido.
দানিয়েল (@দা৫_১২) [স্প্যানিশ] এই সাইক্লিস্টের উৎস সম্পর্কে বলেন:
@Da5_12: Rigoberto Urán no es cualquier pati-hinchado. Vendía lotería y, a los 14 años, los paracos le mataron el papá. Ese man es un ganador. Punto.
আন্দ্রেজ সানচেজ (@ট্রপিকালিয়া ১১৫) [স্প্যানিশ] ক্রীড়া সাংবাদিক এবং টেলিভিশন ধারা ভাষ্যকারদের অর্থহীন প্রশ্নের ব্যঙ্গ করেন:
@tropicalia115: J.H. Bonice: “¿Y qué comía Rigoberto Uran?”. Mamá de Rigoberto: “Pues lo mismo, la misma comida de siempre”. +10 para la señora Urán.
@ট্রপিকালিয়া ১১৫: জে এইচ বোনিস (ক্যারল টিভির জেভিয়ার হারনান্দেজ বোনেট এর উদ্দেশ্যে): “তো রিগোবারতো উরান কি খায়?” রিগোবারতোর মা: “সবসময় যা খায় তাই” । মিজ উরানের জন্য +১০ নম্বর।
রৌপ্য পদক প্রাপ্তির বিষয়টিকে আনিবাল পেরেজ ( @অ্যানিবালজেপিজি) [স্প্যানিশ] কোল্ডেস্পোরতেস (সরকারী অর্থায়নে পরিচালিত কলম্বীয় ক্রীড়া প্রতিষ্ঠান) এর বেতনের সাথে সিনেটের প্রাক্তন সেক্রেটারীর বার্ষিক বেতনের তুলনা করেছেন:
@anibaljpg: Urán se gana 73 millones por una medalla de plata que le costo matarse entrenando muchos años, Emilio Otero 360 millones al año… calculen
অনেকেই আবার সন্তুষ্ট নন। ড্যানিয়েল আরাঙ্গো ( @ স্টুলতাভিরো) [স্প্যানিশ] টুইট করেন:
@ স্টুলতাভিরো (১,২): দ্বিতীয় স্থান অর্জনের চাইতে হতাশাজনক আর কিছু কি আছে? হয় প্রথম না হয় সর্বশেষ। (…) যে পর্যন্ত না আমরা কেবল মাত্র জয়ের জন্য নিজেদের তুলনা করতে পারব সে পর্যন্ত বিশ্ব ক্রীড়ায় আমরা কিছুই অর্জন করতে পারব না।
তুরিন তুরাম্বার ( @তুরিন্ত) [স্প্যানিশ] একই সুরে কথা বলেছেন। তিনি বলেন:
@Turint: Si algún día entrenamos mucho con apoyo estatal y cambiamos la mentalidad perdedora de q una medalla plata está bien, ganaremos otra de oro
নিজের ব্লগলা কোপা দেল বুররো- তে আদোলফো জাব্লেহ লিখেন:
Imposible fue no emocionarse al verlo en el podio, pero yo sentí más rabia que alegría, porque se esforzó y quedó cerca, pero igual acá celebramos como si un segundo lugar fuera lo máximo, cuando no lo es. Preferimos perder porque nos da miedo ganar, y para acabar con eso sería bueno empezar a reconocerlo.
হোটেলে ফিরে উরান নিজেই টুইটারে তাঁর দলের সাথে তোলা ছবি পোস্ট করেছেন [স্প্যানিশ]। পরবর্তীতে তিনি লিখেনঃ
@UranRigoberto: Colombianos si se puede , todo es posible con dedicación disciplina . Gracias por ese apoyo se les quiere . pic.twitter.com/HisbhdEr
লন্ডন অলিম্পিকে কলম্বিয়া ১০৪ জন ক্রীড়াবিদ ( ৪৬ জন পুরুষ ও ৫৮ জন মহিলা) পাঠিয়েছে যা এ যাবতকালের সর্বাধিক।
এ পোস্টটি আমাদের লন্ডন অলিম্পিক্স ২০১২- এর বিশেষ কাভারেজের অংশ