প্রাথমিক বিদ্যালয়সমূহের নতুন ‘লাল’ [চীনা সরকার-এর] শিক্ষানীতি বিতর্ক বিগত সপ্তাহগুলোতে ক্রমেই উত্তেজনা সৃষ্টি করে চলেছে এবং সরকার যাতে এই সেপ্টেম্বরে চালু হতে যাওয়া এই শিক্ষানীতি বন্ধ করে তার দাবীতে সচেতন ছাত্র এবং শিক্ষকদের দলের সাথে পিতামাতার দলও এসে যোগ দিয়েছে।
প্রচণ্ড গরম উপেক্ষা করে গতকাল, ২৯ জুলাই, ২০১২-এ,প্রায় লাখখানেক হংকং-এর নাগরিক এই শিক্ষানীতির মগজধোলাই–করার মত বৈশিষ্ট্যের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের জন্য রাস্তায় নেমে আসে, এর মধ্যে অনেক পিতামাতা তাদের শিশুদের সাথে নিয়ে আসে। নীচে গতকালের র্যালির কিছু নির্বাচিত ছবি তুলে ধরা হল। সকল ছবি অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে:
ব্যানারে লেখা আছে: “ বাবা মা বের হয়ে এসেছে। আসুন জাতীয় শিক্ষানীতি বাতিল করি। জোসেফিন সাং-এর ছবি
এই ব্যানারটি সংগঠনের অন্যতম অঙ্গ-সংগঠন স্কোলারিজম-এর, এখানে লেখা আছে, মগজধোলাই করা লাল শিক্ষানীতি বাতিল কর। চীনা কমিউনিস্ট পার্টির সদস্যরা লেখক হতে পারে না। জোসেফিন সাং-এর ছবি
মগজধোলাই করা কমিউনিস্ট শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভকারীরা সরকারী সদর দপ্তরের সামনে তাদের ব্যানার নিয়ে সমাবেত হয়েছে। জোসেফিন সাং-এর ছবি।
কন্যাকে সাথে নিয়ে র্যালিতে বাবার অংশগ্রহণ। ছবি টাইগারএ্যাট কাও-এর।
র্যালিতে এক পিতা তার সদ্যজাত সন্তানকে দুধ পান করাচ্ছেন। বেনসন সাং-এর ছবি।
এই র্যালির আয়োজকরা বলছে যে প্রায় ৯০ হাজার নাগরিক এই বিক্ষোভে অংশ নিয়েছে। ছবিতে ভিক্টোরিয়া পার্কের এক কোনায় জনতার সমাবেশকে দেখা যাচ্ছে। বেনসন সাং-এর ছবি।
এই কাঠের প্ল্যাকার্ড-এ লেখা আছে: বিপ্লবী শিক্ষা এতটাই শক্তিশালী যে, তাতে দল হচ্ছে আপনার নানা এবং মা। আপনি আপনার সবকিছু দলকে প্রদান করবেন। দলের নেতারা শিক্ষার জন্য নিজেদের সন্তানদের যুক্তরাষ্ট্র আর কানাডায় পাঠায়। বেনসন সাং-এর তোলা ছবি।
বিক্ষোভ র্যালির এই বেলুন “ভবিষ্যত-এর আশাবাদকে” সুনিদিষ্ট করছে। বেনসন সাং-এর তোলা ছবি।
মাথায় একটি ওয়াশিং মেশিন পরে এবং চীনের জাতীয় পতাকা দিয়ে তৈরী করা এক ব্যানার হাতে নিয়ে এক বিক্ষোভকারী। ব্যানারে লেখা, জোর করে স্বদেশপ্রেমী বানানো? টুইটার ব্যবহারকারী জাজিয়ার ছবি।
প্রাইমারী স্কুলের এক শিশু বিক্ষোভকারী বলছে, আর কোন মগজধোলাই চাই না। মগজ গলে যাবে। ইনমিডিয়াএইচকে.নেট-এর ছবি।
হংকং –এর ভারতীয় সম্প্রদায় বলছে, আমরা না আলাদা হতে চাই, না একসাথে মিশে যেতে চাই। দয়া করে আমাদের চীনা ভাষায় শিক্ষা দান করুন, আমাদের মগজধোলাই করা কোন শিক্ষার প্রয়োজন নেই। ইনমিডিয়াএইচকে.নেট-এর ছবি।
সরকারী ভবনের চত্বর বিক্ষোভকারীদের দ্বার পরিপূর্ণ, যারা জাতীয় শিক্ষানীতির প্রয়োগ বন্ধের দাবীর চিহ্ন হিসেবে নিজেদের হাত তুলে ধরেছে। ইনমিডিয়াএইচকে.নেট-এর ছবি।