ইফতারের (রমজান মাসে রোজা ভাঙ্গার সময়) মাত্র কয়েক মিনিট আগে, কুয়েতে অবস্থিত মৌরিতানিয়া দূতাবাসের উপদেষ্টা হিসেবে কর্মরত কূটনীতিবিদ হাসান ওউলাদ আবা [আরবি ভাষায়] দেশটির রাজধানী নোয়াকোচট-এর উত্তরে অবস্থিত কাসর জেলায় নিজের গায়ে আগুন ধরিয়ে দেন [আরবী ভাষায়]। একটি অ্যাম্বুলেন্স দ্রুত তাকে উদ্ধার করতে যায়, কিন্তু হাসপাতালে আনার পথে তিনি মৃত্যুবরণ করেন।
এই বিষয়টি উল্লেখ করা প্রয়োজন যে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে এভাবে আত্মহত্যার ঘটনা এটাই প্রথম নয়। দুই বছর আগে নিজের গায়ে আগুন ধরিয়ে বোয়াজিজির আত্মহত্যার ঘটনার পর, ইয়াকুব ওউলদ দাহুদ [আরবী ভাষায়] নামক মৌরিতানিয়ার এক নাগরিক তার ব্লগে মৌরিতানিয়ার পরিস্থিতির সমালোচনা করে একটি বার্তা লিখে যাওয়ার পর দেশে সংঘঠিত অন্যায়ের প্রতিবাদে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়।
প্রচার মাধ্যম সুত্র থেকে সংবাদ পাওয়া গেছে যে এই কূটনীতিবিদ হতাশায় ভুগছিলেন কারণ মৌরিতানিয়ার সরকার কর্মস্থলের বাইরে তার ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল এবং তার স্থলে এমন একজন কূটনীতিবিদকে পাঠায়, যার না ছিল ডিগ্রি, আর না ছিল যোগ্যতা। তবে অন্য সব সূত্র বলছে কূটনীতিবিদেরা পরিবার জানাচ্ছে তিনি প্রচণ্ড মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। .
এদিকে মৌরিতানিয়ার একদল কূটনীতিবিদ, বেসরকারী কূটনৈতিক ব্যবস্থা নিয়ে তৈরী করা খসড়া আইনের ব্যাপারে তাদের শঙ্কা ব্যক্ত করেছে, যা কিনা শীঘ্রই প্রয়োগের আশা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীদের এখানে থেকে সরিয়ে নেওয়া এবং তাদের অবস্থান প্রান্তিক করে ফেলার বিষয়টির তারা সমালোচনা করেছে। একই সাথে তারা মন্ত্রণালয়ে কর্মচারী নিয়োগে আবার “দূর্নীতি এবং স্বজন প্রীতি” শুরু করার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীদের অভিযুক্ত করছে।
নিজের গায়ে আগুন ধরিয়ে এই ভাবে আত্মহননের ঘটনা টুইটার ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণ করেছে, যারা এই ঘটনার প্রতি তীব্র প্রতিক্রিয়া প্রদর্শন করেছে।
মাজিদি আহমেদ লিখেছে [আরবী ভাষায়]:
@mejdmr شياب تويتر الليلة أفطرو علي إشعال ديبلوماسي للنار في نفسه وبعض فضائح الحكومة التي لاتنتهي… الحمد لله الذي هداهم فصامو ورزقهم فأفطرو
@mejdmr رغم الزيادة المتواصلة في أسعار المحروقات، إلا أن ذالك لم يمنع بعض المواطنين من إضرام النار في أنفسهم !!
তিনি একই সাথে মৌরিতানিয়ার রাষ্ট্রপতি মোহাম্মেদ ওউলদ আবদেল আজিজ-এর ভাষণের প্রতি ইঙ্গিত প্রদান করেন, যে ভাষণে রাষ্ট্রপতি বলেছিলেন, যে সমস্ত তরুণ নিজেদের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ইচ্ছে পোষণ করে তাদের তিনি তেল সরবরাহ করতে রাজি।
@mejdmr ولد عبد العزيز كان قد قطع وعدا علي نفسه بتوفير المواد المشتعلة اللازمة لأي مواطن يرغب في إشعال نفسه!
২৫ ফেব্রুয়ারির আন্দোলন, মৌরিতানিয়ার স্বয়ং নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহনন-এর মত ঘটনা নিয়ে আলোচনা করেছে:
@m25fev وفاة موريتاني أحرق نفسه في مسلسل الاحتراق الذاتي جراء البؤس أو اليأس أو هما معا رجاءا أحرقوا الظالمين بدل احراق انفسكم
মোহাম্মদ ওউলাদ সিদ’আহমেদ অনুরোধ জানিয়েছেন যেন ঘটনার রাজনৈতিক অপব্যবহার না হয়:
@med_sidahmed اذا كان الرجل اضرم النار في نفسه نتيجة اضطرابات نفسية فالمرجو احترام شعور عائلته بعدم توظيف الحادثة سياسيا. انا لله وانا اليه راجعون.
একটিভিস্ট সিদি ওউলাদ মোহাম্মদ বলেন, তিনি বিশ্বাস করেন না যে উক্ত কূটনীতিবিদ মানসিক সমস্যা ভুগছিলেন:
@sidimedlemin لا أثق أن ولد آبيه بالأمس لم يكن في كامل قواه العقلية.. لقد وجدت شابا كلمه قبل قليل من إضرام النار في نفسه