এই প্রবন্ধটি লন্ডন অলিম্পিক-২০১২ নিয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ
লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক গেমস শুরুর ঠিক একদিন আগে, আর্জেন্টিনার ক্রীড়াবিদরা তাদের টুইটার এবং ফেসবুক একাউন্টের মাধ্যমে নিজেদের আগমনের ছবি প্রদর্শন করেছে।
লুসিয়ানা আইমার আর্জেন্টিনার [ফিল্ড] হকি দলের একজন খেলোয়াড় এবং তিনি দেশটির বর্তমান সেরা খেলোয়াড়, যিনি সাতবার বিশ্ব সেরা প্রমিলা হকি খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন। টুইটারে আইমার (@আইমারলুচা) অলিম্পিক ভিলেজ-এ দলের আগমনের একটি ছবি প্রদর্শন করেছেন [স্প্যানিশ ভাষায়]:
হুয়ান মার্টিন ডেল পোট্রো, আর্জেন্টিনার এক টেনিস খেলোয়াড়, বর্তমানে এটিপি ওয়ার্ল্ড ট্যুর তালিকায় যার অবস্থান নবম। তিনি তার ফেসবুক পাতায় একটি ছবি পোস্ট করেছেন যা কিনা অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের নিয়ে তৈরী করা এক বইয়ের জন্য গ্রহণ করা হয়েছিল। .
এদিকে আর্জেন্টিনা অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জেরাডো ওয়ের্থিন (@জেরাডোওয়ের্থিন) আর্জেন্টিনার নৌকা বাইচ দলের সদস্যদের একটি ছবি টুইট করেছেন [স্প্যানিশ ভাষায়]:
এছাড়াও টুইটারে আর্জেন্টিনার জিমন্যাস্ট ফ্রেদরিকো মোলিনারি (@এফডিমোলিনারি) অলিম্পিক ভিলেজের একটি অ্যাপার্টমেন্টের ছবি প্রদর্শন করেছেন [স্প্যানিশ ভাষায়]:
কিন্তু আর্জেন্টিনার যে সমস্ত ক্রীড়াবিদেরা লন্ডন অলিম্পিকে যেতে পারেনি তাদের বেলায়? হুয়ান ইগনাসিও চেলার (@হুয়ানচেলা) ক্ষেত্রে এমনটা ঘটেছে। তিনি নিজস্ব টুইটার একাউন্টে নীচের কথাগুলো লিখেছেন:
@JuanIChela: Ya que no pude ir a Londres como tenista voy a preguntar si alguno me quiere llevar como su jabalina.
আর্জেন্টাইন ফুটবল দল লন্ডনে অনুপস্থিত কারণ, এথেন্স ২০০৪ এবং সাংহাই-২০০৮ অলিম্পিকে স্বর্ণ জয়ের পরেও আর্জেন্টিনার ফুটবল দল লন্ডন ২০১২-অলিম্পিকের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়। ২০১২ অলিম্পিক গেমসের ওয়েবসাইট ব্যাখ্যা প্রদান করেছে [স্প্যানিশ ভাষায়]:
Estos recuerdos van quedando lejos con un presente no competitivo, en la que la selección Argentina quedó fuera de las olimpíadas. Lamentablemente para los argentinos que son tan fanáticos del fútbol y lamentarán el hecho de no participar en Londres 2012.
Las consecuencias de los conflictos políticos y económicos que envuelven al fútbol desde hace años tuvo como consecuencia el mal desempeño de la selección argentina, que dirigida por Walter Perazzo compitió por el Preolímpico sudamericano en Perú. Resultado: Argentina no logró clasificarse para Londres 2012.
এই সমস্ত স্মৃতি ক্রমশ বিবর্ণ হয়ে আসছে এক প্রতিদ্বন্দ্বিতাহীন উপস্থিতির বাস্তবতায় যার কারণে বাছাই পর্বে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অলিম্পিক গেমস অভিযানের ইতি ঘটেছে। আর্জেন্টিনার নাগরিকদের জন্য এটি এক দুর্ভাগ্যজনক বিষয়, যারা কিনা ফুটবলের এক বিশাল অনুরাগী। লন্ডন অলিম্পিক-২০১২ [স্প্যানিশ ভাষায়] প্রতিযোগিতা অংশ নিতে না পারার জন্য তারা বেদনার্ত।
রাজনৈতিক এবং অর্থনৈতিক সংঘর্ষের বাস্তবতায়, যা কিনা বছরের পর বছর ধরে ফুটবলের সাথে যুক্ত, তার ফলাফল হচ্ছে আর্জেন্টিনা ফুটবল দলের খারাপ প্রদর্শনী। ম্যানেজার ওয়াটার পেরাজ্জোর অধীনে অলিম্পিক ফুটবলের চুড়ান্ত পর্বের জন্য পেরুতে অনুষ্ঠিত দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে আর্জেন্টিনা অংশ নেয়। ফলাফলঃ আর্জেন্টিনা[স্প্যানিশ ভাষায়], লন্ডন অলিম্পিক ২০১২–এর জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়।
এই প্রবন্ধটি লন্ডন অলিম্পিক-২০১২ নিয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ