তাজিকস্তানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সম্প্রতি ঘোষণা প্রদান করেন যে [রুশ ভাষায়] যে ” জাতীয় সঙ্গীত জানা না থাকলে, ডাক্তাররা ঠিকমত রোগীদের রোগ নির্ণয় করতে সক্ষম হবে না”। নেট নাগরিকরা বিদ্রুপের সাথে এই ঘোষণার প্রতি সাড়া দিয়েছে। ব্লগার হারসাভর লিখেছেন [রুশ ভাষায়], যেমন উদাহরণ হিসেবে বলা যায়: “[আমা]র গাধা মানুষের রোগ নির্ণয় করতে পারে না। সম্ভবত এর কারণ সে জানে না কি ভাবে জাতীয় সঙ্গীত গাইতে হয়?