সিরিয়া: নেটনাগরিকরা বলছে বাশারের দিনগণনা শুরু

এই পোস্টটি আমাদের সিরিয়ার বিক্ষোভ ২০১১/১২ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।

দামেস্কে একটি বোমা বিস্ফোরণে রাষ্ট্রপতি বাশার আল আসাদের ঘনিষ্ট তিন সিনিয়র সদস্য নিহত হওয়ার পর থেকে আসাদের শাসনের পতন শুরুর সংবাদের গুঞ্জনে টুইটার ভরে গিয়েছে।

সিএনএনের আরওয়া দামোন রিপোর্ট করেছেন:

@আরওয়াসিএনএন: মুক্ত #সিরিয়া সেনাবাহিনী বলেছে আক্রমণটি করা হয়েছে দূরনিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে সভাকক্ষের ভিতর পেতে রাখা বিস্ফোরক বস্তুর মাধ্যমে।

আমিরাতের পণ্ডিত সুলতান আল কাসেমি উল্লেখ করেছেন:

@সুলতানআলকাসেমি: সিরিয়ার বাথপন্থী সন্তান হত্যাকারী স্বৈরচারেরা পতঙ্গের মতো মরছে আজ।

সিরিয়ার ব্লগার ইয়াজান বাদরান সন্দেহ পোষণ করেছেন:

@ইয়াজানবাদরান: অদ্ভুত কিছু ঘটে চলছে। অবশেষে একটি সমাধান প্রয়োগ করা হচ্ছে নাকি? ‪ #সিরিয়া হয়তো কোনভাবেই শান্তিতে থাকবে না।

সিরিয়ার ৪৭তম এর প্রমাণ চেয়েছেন:

@৪৭তম: শুধু একটি প্রশ্ন, আসলে দামেস্কে কী কেউ সেই নির্দিষ্ট বিস্ফোরণের আওয়াজ শুনেছেন? আমি রাদওয়াতে আমার বন্ধুকে ফোন করেছি, সে বলেছে কিছুই শুনেনি।

বিবিসির লিনা সিঞ্জাব টুইট করেছেন:

@বিবিসিলিনাসিঞ্জাব: ভবনটির খুব কাছে থাকা বাসিন্দারা বলেছে তারা বিস্ফোরণ বা বন্দুকের গুলির কোন শব্দ শুনেন নি, নিশ্চিতভাবে কিছু সরিয়ে ফেলতেও দেখেন নি #সিরিয়া

আরো যোগ করেছেন:

@বিবিসিলিনাসিঞ্জাব: এমনিতেই জাতীয় নিরাপত্তা ভবনের চারপাশে হেঁটে গিয়ে বিস্ফোরণের কোনো চিহ্ন, কোন ভাঙা জানালা, কোনো ভারী নিরাপত্তা উপস্থিতি দেখিনি #দামেস্ক #সিরিয়া

এবং রাফিফ জুয়েজাতি প্রথমে জিজ্ঞেস করেছেন:

@রাফিফজে: সম্ভাবনাময় দলত্যাগকারীদের (দুর্বলতা) অভ্যন্তরীণভাবে অপসারণ করা হচ্ছে (নাকি)? #সিরিয়া

তারপর ঘোষণা করেছেন:

@রাফিফজে: শাসকগোষ্ঠী একেবারে বিশৃঙ্খল হয়ে পড়েছে। এখন বেরিয়ে পড়ে বিক্ষোভ, উদযাপন, গান, স্বাধীনতার পতাকা উত্তোলন করে চিৎকার করুন: ইয়াল্লা ইরা৭(সা)ল ইয়া বাশার [বাশার তুমি চলে যাও] #সিরিয়া

এবং তিনি আরো যোগ করেছেন:

@রাফিফজে: বিশাল আকারে জনগণকে বের করে নিয়ে এসে দেখুন: এটা ঘটতে শুরু করেছে! আজ থেকে এখন ২০ বছর আর পিছনের দিকে তাকাবেন না এবং মনে রাখবেন যে আপনি নীরব ছিলেন। #সিরিয়া

আক্রমণের পর দামেস্কের রাস্তায় উদযাপন দেখানো এই ভিডিওটি ইউটিউবে পোস্ট করেছেন এলদোঘেম:

বাশার আল আসাদের বড় কোন লক্ষ্যবস্তুর উপর সংবাদের জন্যে হিবা সাররাজ অপেক্ষা করছেন। তিনি টুইট [আরবী] করেছেন:

بلا فيتو بلا نيتو…. روحوا جيبوا من بيته !
@হিবাসাররাজ: ভেটো এবং ন্যাটোর জন্যে অপেক্ষা করার প্রয়োজন নেই। বাড়িতে গিয়ে বাশারকে ধরে আনুন।

লিবীয় ইসমায়েলের কিছু উপদেশ রয়েছে:

@লিবিয়াতেপরিবর্তন: শুনুন, সিরিয়ার টেলিভিশন আপনার বাড়ির তদারকি এবং রান্না সম্পর্কে একটি তথ্যচিত্র দেখাতে শুরু করলে আপনি বুঝবেন এটা শেষ হয়েছে। @লিবিয়াররাষ্ট্রীয়টিভি #লিবিয়া

বাহরাইন থেকে আলী আল সাঈদ বিস্ময় প্রকাশ করেছেন:

@আলিআলসাঈদ: আরবীয়দের সেনাপতিরা উন্মাদ আর নেতারা ধর্মীয়ভাবে গোঁড়া। এর মাঝামাঝি কিছু নেই!?

জর্দানের আলী হাসানি টুইটারে এই সংবাদ প্রকাশের গল্পটি অনুসরণ করার জন্যে হ্যাশট্যাগগুলোর উপসংহার টেনেছেন:

@_এএইচএ: কী ঘটছে সেটা জানার জন্যে হ্যাশট্যাগগুলো অনুসরণ করুন: #সিরিয়া #দামেস্কেরযুদ্ধ #দামেস্ক #আসাদেরঅন্ত #আসাদেরদিনগণনা

এই পোস্টটি আমাদের সিরিয়ার বিক্ষোভ ২০১১/১২ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।

এই পোস্টে ব্যবহার করা থাম্বনেইল ছবিটি ১৮ই জুলাই, ২০১২ তারিখে ইউটিউব ব্যবহারকারী এলদোঘেমের আপলোড করা একটি ভিডিও থেকে নেয়া স্ক্রীণছবি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .