- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

রাশিয়াঃ আইন প্রণেতারা নিদৃষ্ট ব্লগারদের উপর কর আরোপ করার বিবেচনা করছে

বিষয়বস্তু: আইন, তাজা খবর, নাগরিক মাধ্যম, বাক স্বাধীনতা, রাজনীতি, রুনেট ইকো

এমন একটি নির্দেশনা পাওয়া গেছে যে রাশিয়ার আইন প্রণেতারা হয়ত শীঘ্রই সেই সমস্ত ব্লগাদের উপর একটি কর [1] আরোপের কথা বিবেচনা করছে [রুশ ভাষায়], যারা তাদের সাইটে প্রাপ্ত বিজ্ঞাপন দ্বারা লাভবান হয়। ব্লগার ওলেগ কজোইয়ারোভ [2] [রুশ ভাষায়] যুক্তি প্রদান করেছেন যে এই ধরনের পদক্ষেপ ক্রেমলিনের জন্য বিপরীত ফল বয়ে আনতে পারে, বিশেষ করে সেক্ষেত্রে রাষ্ট্রিয় কোষাগার থেকে টাকা উপার্জনের অভিযোগে সরকার-পন্থী রুনেট “ট্রল” নামক সাইটটি অবৈধ হয়ে যাবে।