এই প্রবন্ধটি ইউরোপ সঙ্কট বিষয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
খনি শ্রমিক যারা উক্ত খাতে ৬৩ শতাংশ বাজেট কর্তনের প্রতিবাদে ধর্মঘট পালন করেছে, তাদের বিক্ষোভ মাদ্রিদে এসে পৌছায়, কিন্তু স্পেনের রাজধানীতে এসে তাদের এই বিক্ষোভের পরিসমাপ্তি ঘটেনি। জুলাই-এর ১০ তারিখ থেকে ভিন্ন ভিন্ন পেশার মানুষ, যেমন অগ্নি নির্বাপক এবং সরকারী কর্মীরা তাদের সাথে যোগ দিয়েছে। পুলিশ এবং সামরিক বাহিনীর ইউনিয়ন বলছে যে তাদেরও ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে।
রাষ্ট্রপতি মারিয়ানো রাজোই-এর এই বাজেট কর্তনের ঘোষণা প্রদানের পর ১৯ জুলাই তারিখে স্পেনের বিভিন্ন শহরে অজস্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে ‘বেকারদের বিক্ষোভে’ দেশের বিভিন্ন শহর থেকে হাজার হাজার বেকার রাজধানী মাদ্রিদ অভিমুখে রওনা দেয়। ২১ জুলাই তারিখে তারা রাজধানীতে এসে পৌঁছে।
স্পেনের গণতন্ত্রের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কর্তনের ঘটনা ঘটে পপুলার পার্টির নেতৃত্বে, এর সাথে তাদের প্রতিশ্রুতির বিষয়টি যোগ করলে একই রাজনৈতিক দল পদ্ধতিগতভাবে তা পালন করতে ব্যর্থ হয়েছে। এবং সংসদ আন্দ্রেয়া ফাব্রা বিখ্যাত উক্তি “তাদেরকে ঠাণ্ডা করে দাও” (কে সে জোডান) (এই বিষয়ে আলোচনা সম্বন্ধে জানতে চাইলে টুইটারে #কেসেজোডান নামক হ্যাশট্যাগ দেখুন) দ্বারা বেকারদের অপমান করার ফলে, তা এক স্ফুলিঙ্গের সৃষ্টি করে, যা গত কয়েকদিন ধরে রাস্তায় বিক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। কখনো কখনো এই বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল না, যা কিনা ছিল জনতার ক্রোধের বহিঃপ্রকাশ, আর কর্তৃপক্ষ শক্তি প্রয়োগের মাধ্যমে তা দমন করে।
সামাজিক প্রচার মাধ্যম এবং স্বনামে মূল ধারার বিপরীত অবস্থানে থেকে তথ্য প্রদানকারী প্রচার মাধ্যম ছবির মাধ্যমে এই ঘটনাটি তুলে ধরে। আমরা এখানে তার কয়েকটি নির্বাচিত অংশ তুলে ধরছি ( উল্লেখ ছাড়া সকল ছবি ফটোগ্রাসিয়ন-থেকে নেওয়া এবং সিসি বাই-এস ৩.০ লাইসেন্স এর অধীনে প্রকাশ করা হয়েছে।):
দাবির সাপেক্ষে খনি শ্রমিকরা ৪০০ কিলোমিটার হেঁটে মাদ্রিদে এসে পৌঁছেছে:
খনি শ্রমিকেরা মাদ্রিদের কেন্দ্রে এসে পৌছানোর পরের দিনের কিছু কঠিন মুহূর্ত, দাঙ্গা পুলিশেরা বিক্ষোভকারীদের দিকে রাবার বুলেট ছুড়ে মারে, যারা এর পাল্টা জবাব দেয়, চিৎকার করে এই কথা বলে, “তোমাদের লজ্জা পাওয়া উচিত” (জুলাই-১২)। এখানে কয়েকটি ভিডিওর উদাহরণ রয়েছে যা কিনা স্পেন রেভুল্যশন ওয়েবপেজ সংগ্রহ করেছে।
যখন কংগ্রেস ঘোষণা দেয় যে বাজেট কর্তন-এর বিষয়টি সরকারী কর্মচারীদের উপর কার্যকর হবে, তাঁর পরিপ্রেক্ষিতে ১৫ জুলাই তারিখে কংগ্রেসের সামনে কর্মচারীদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের ছবি।
বাজেট কর্তন এবং ডেপুটি আন্দ্রেয়া ফাব্রার উক্তি “তাদেরকে মেরে ঠাণ্ডা কর”-এর ফলে সৃষ্টি হওয়া বিক্ষোভ-এর ছবি।
অগ্নি নির্বাপক কর্মীরা নিজেদের ক্ষেত্রে ঘোষণা প্রদান করেছে “আগুনে পুড়ে ছারখার”:
মাদ্রিদের কাছে লেগানেস-এ একটি বারান্দায় অর্থনীতির শিক্ষা:
ইউনিয়নসমূহ, ১৯ জুলাই সারা দেশ জুড়ে এক বিক্ষোভের ডাক দিয়েছে:
এই প্রবন্ধটি ইউরোপ সঙ্কট বিষয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।