‏স্পেন: উচ্চ আদালতে কাতালান প্রবর্তন বাতিলে বিতর্ক

Protest in Barcelona against the Supreme Court Ruling. Image uploaded by Twitter user @jordiborras

উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে বার্সেলোনাতে বিক্ষোভ। ছবি আপলোড করেছেন টুইটার ব্যবহারকারী @হর্দিবোররাস

উল্লেখ্য: এই নিবন্ধে হ্যাশট্যাগ #সোমেস্কোলা এবং #এএনক্যাট উল্লেখ করা হয়েছে। #সোমেস্কোলা’কে #আমরাস্কুল অনুবাদ করা হয়েছে এবং স্পেন থেকে কাতালানদের স্বাধীনতা সমর্থন করা টুইটগুলোর জন্যে #এএনক্যাট ব্যবহার করা হয়েছে।

তিন থেকে ছয় বছর বয়েসী শিশুদের জন্যে ভাষাবিদ্যা প্রবর্তনকে বাতিল করে স্প্যানিশ উচ্চ আদালতের সাম্প্রতিকতম রায়ের [কাতালান] পর আরো একবার ক্যাটালোনিয়া সংক্রান্ত বিতর্ক প্রচণ্ডভাবে ব্লগ মণ্ডল দখল করেছে। অন্যান্য ভাষার মাতৃভাষীদের কাতালান ভাষায় দক্ষতা নিশ্চিতকরণের জন্যে ভাষাবিদ্যা প্রবর্তন একটি শিক্ষামূলক মডেল।

কিছু কিছু অনলাইন মন্তব্যে বিভিন্ন ক্ষেত্রের কাতালোনীয় নাগরিকদের মধ্যে দৃঢ় মনোভাব প্রতিভাত হয়েছে যে কাতালান ভাষার উপর স্প্যানিশ সরকারের ধারাবাহিক আক্রমণের সর্বশেষটি হলো এই রায় যা ভোটারদের মধ্যে বিচ্ছিন্নতার প্রতি সমর্থন বৃদ্ধিতে যুক্তিসঙ্গতভাবেই অবদান রাখছে। কিয়েরবোশ্চ তার ব্লগ এল মন্টে [কাতালান] বলেছেন যে উচ্চ আদালতের রায়টি স্বাধীনতার সম্ভাবনাকে ঘনীভূত করা আর বেশি কিছু করবে না:

Així que ja poden començar a prohibir el Català, que així començarem  més aviat a costruir l'Estat català.

যতই তারা কাতালান নিষেধের দিকে এগিয়ে, ততই আমরা একটা কাতালান রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে পারবো।

এছাড়াও র‌্যামোন ফাররে মামলাটি সম্পর্কে তার ব্লগ কোকা কোকা দা রিকাপ্তেতে [কাতালান] লিখেছেন:

Altre cop el Suprem torna a sentenciar en contra del català. Així de clar. Sense subterfugis. La sentència afegeix una nova càrrega a l’ús normal del català a l’aula. I de l’aula, a la societat.

আরো একবার উচ্চ আদালত কাতালান ভাষার বিরুদ্ধে রায় দিয়েছে। এটা মোটেই সূক্ষ (রায়) নয়। এই মাত্র অন্য ঘা থেকে নিয়মিতভাবে স্কুলে এবং বিপরীতক্রমে সমাজে ভাষা ব্যবহারের প্রতি আরো একটি আঘাত মাত্র।

ব্লগগুলো ছাড়াও আদালতের সিদ্ধান্তটি ক্যাটালোনিয়ার স্কুলগুলোতে ভাষাটির ব্যবহার সুরক্ষার জন্যে টুইটারে নতুন একটি হ্যাশট্যাগ #সোমেস্কোলা’র (#আমরাস্কুল) মাধ্যমে আবেগের উচ্ছ্বাসের একটি পথ তৈরী করেছে:

@PerLaGarrotxa Recordem que la comunitat educativa està organitzada entorn a #SomEscola per defensar l'escola catalana. Més info: http://www.somescola.cat

@পেরলাগারোৎক্সা ভুলে যাবেন না যে কাতালানে স্কুল সুরক্ষার জন্যে #সোমেএস্কোলা’র এর চারপাশে শিক্ষাবিদেরা সংগঠিত হয়েছেন। আরো তথ্য পেতে: http://www.somescola.cat

@Nuriastorch Els resultats de les PAU demostren la igualtat de condicions en què hi arriben alumnes catalanoparlants i castellanoparlants #somescola

@নুরিয়াস্তর্চ আদর্শায়িত পরীক্ষার ফলাফল কাতালান এবং স্প্যানিশভাষী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষার সমমান নির্দেশ করেছে #সোমেস্কোলা

‏@assemblea No acatem la sentència!! No és el nostre tribunal, no és la nostra constitució! http://www.assemblea.cat #ANCat #somescola

‏@আসেম্বলিয়া রায়টিকে বয়কট করুন!! না আমাদের উচ্চ আদালত, না আমাদের সংবিধান! http://www.assemblea.cat #এএনক্যাট #সোমেস্কোলা

@cupnacional “Només amb la independència dels Països Catalans podrem garantir el futur per la nostra llengua” http://ow.ly/bRwFn #somescola

@জাতীয়কাপ “একমাত্র স্বাধীনতাই আমাদের ভাষার ভবিষ্যতের নিশ্চয়তা দিবে” http://ow.ly/bRwFn #সোমেস্কোলা

জনমতটি রায়টির প্রতি ক্ষোভ প্রকাশ করা অনেক ব্লগার এবং টুইটারদের অনুকূলেই মনে হচ্ছে। সেন্টার দে’স্তুদিস দ’পিনিঅ’র (মতামত পর্যবেক্ষণ কেন্দ্র) সাম্প্রতিকতম জনমত জরিপ [কাতালান] ইঙ্গিত করে যে ৫১% মতামত প্রদানকারী ক্যাটালোনিয়ার স্বাধীনতা সমর্থন করে – কয়েক দশকের মধ্যে এবারই প্রথম বহু ভোটার এভাবে সাড়া দিয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .