ইয়েমেন: আমাদের লেন্সে ইয়েমেন

ইয়েমেনি সাংবাদিক এবং ব্লগার আফ্রাহ নাসের সুইডেনের স্টকহোমে একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের জন্যে তহবিল সংগ্রহ করতে সামাজিক মিডিয়াকে ব্যবহার করছেন।

তার পরিকল্পনা হলো ইয়েমেনি আলোকচিত্রীদের কাছ থেকে তাদের ইয়েমেনের সমকালীন ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়গুলোকে ধারণ করা, উচ্চমান সম্পন্ন আলোকচিত্র কেনা, স্টকহোমে একটি প্রদর্শনী হল ভাড়া এবং আলোকচিত্রগুলোকে বৈশিষ্ট্যমণ্ডিত ভাবে উপস্থাপন করা।

আফ্রাহ তার ফেসবুক পৃষ্ঠায় তার প্রদর্শনীটি সম্পর্কে লিখেছেন, তিনি যার নাম দিয়েছেন: “আমাদের লেন্সে ইয়েমেন।”

তার তহবিল-সংগ্রহ প্রচেষ্টা সম্পর্কে তিনি লিখেছেন:

“ইয়েমেনের আলোকচিত্র শিল্পের জন্যে আমি এই প্রকল্পটি নিয়ে কাজ করছি। এটা এই স্টকহোমে ইয়েমেনি আলোকচিত্রীদের ইয়েমেন সম্পর্কে একটা আলোকচিত্র প্রদর্শনী। আমি অর্থ সংগ্রহ করার জন্যে একটি গণতহবিলের ওয়েবসাইট ব্যবহার করছি। মূলত:, আপনিই এটা ঘটাতে পারেন। (মাত্র) ৫ ইউরো একটি বিরাট কিছু করতে পারে।  অনুগ্রহ করে প্রদর্শনীটিকে এবং ইয়েমেনি আলোকচিত্রীদের সমর্থন করুন।”

সাহসী ব্লগারের তৈরী এই ভিডিওটি এবং উলুলেতে তার দান করা প্রকল্প ফাইলটি দেখুন।

ধারণাটি হলো ইয়েমেন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার একটি প্রদর্শনী অনুষ্ঠান এবং সম্ভাবনাময় ইয়েমেনি আলোকচিত্রীদের সমর্থন করার জন্যে তহবিল সংগ্রহ করা। আফ্রাহ তার এই প্রদর্শনীটি বাস্তবায়ন করতে সাহায্য করার জন্যে দর্শক-শ্রোতাদের প্রতি আহবান জানিয়েছেন।

আফ্রাহ বলতে থাকেন:

আমি মনে করি এই প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি ইচ্ছে থাকা সত্বেও যারা সাধারণতঃ আন্তর্জাতিকভাবে তাদের বার্তা ছড়িয়ে দেয়ার সুযোগ পান না এমন ইয়েমেনি আলোকচিত্রীদের মাধ্যমে ইয়েমেনের বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণভাবে তুলে ধরবে। আর যেহেতু ইয়েমেনের কঠোর সময় যাচ্ছে, এভাবে একে একপ্রকার সমর্থন করাও হতে পারে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .