মার্গারিটা মাবোয়াঙ্গির বয়স যখন পাঁচ বছর তখন তাকে তার বাবামার কাছ থেকে নিয়ে যাওয়া হয় এবং জোরপূর্বক গৃহকর্মে নিয়োজিত করার জন্য বিভিন্ন সময় প্যারাগুয়ের বিভিন্ন ধনী পরিবারের কাছে তাকে বিক্রি করা হয়। স্বৈরশাসক আলফ্রেডো স্ট্রোসেনারের শাসনামলে (১৯৫৪-১৯৮৯) প্যারাগুয়ের আচেহ আদিবাসী সম্প্রদায়ের জন্য এটা ছিল এক অতি সাধারণ ঘটনা। সেই সাথে এই ধরনের অনুশীলনগুলো এই উদ্দেশ্য করা হত, যাতে জমির মালিকরা আচেহ সম্প্রদায়ের নাগরিকদের পূর্বপুরুষের ভুমি থেকে উচ্ছেদ করতে এবং তাদের জমি নিয়ে নিতে পারে, আর এই সমস্ত অপহরণের ঘটনার কারণে, অনেক তরুণ আচেহ নাগরিক নিজেদের আপন আবাস এবং আদিবাসী শিকড় থেকে নিজেদের অনেক দূরে আবিস্কার করত।
সম্প্রতি মাবোয়াঙ্গি, রাইজিং ভয়েসেস-এর প্রকল্প আচেহ দাজায়ু-তে (আচেহ শব্দ) [স্প্যানিশ ভাষায়] অংশ নিচ্ছে এবং সে তার জীবন নিয়ে একটি সংক্ষিপ্ত ব্লগ পোস্ট লিখেছে [স্প্যানিশ ভাষায়]:
Yo Mbywangi me contaron que nací en Kuetuvy en el año 1962, a los 5 años me robaron de mi madre en la época de la dictadura, crecí en una familia paraguaya hasta los 16 años, a la edad de 20 años volví con mi familia aché en la comunidad Chupapou en 1980. No encontré a mis padres, sólo encontré a mis hermanos.
আশির দশকের শুরুতে মাবোয়াঙ্গি অবশেষে চূড়ান্ত ভাবে তাঁর গৃহে ফিরে আসার পর এক নার্সে এবং একই সাথে সে একজন মা-তে রূপান্তরিত হয়। সে তাঁর ব্লগপোস্ট আরো জানাচ্ছে :
En el 81 tuve mi primer hijo y dije, ahora sí tengo un compañero, en ese dia estuve completa. Pasé aquellos años criando mi hijo y atendiendo la salud de la gente de mi comunidad.
তবে এক দশক পরে আদিবাসী নাগরিকদের অধিকার রক্ষায় তিনি অনেক বেশী রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠেন। একদা তিনি প্যারাগুয়ের সিনেটে পদপ্রার্থী হয়েছিলেন এবং অবৈধভাবে বৃক্ষ কর্তনের হাত থেকে প্রাকৃতিক বনভূমিগুলোকে রক্ষার আন্দোলনে ভূমিকা রাখার জন্য তিনি জেলও খেটেছেন [স্প্যানিশ ভাষায়]। ২০০৮ সালে মাবোয়াঙ্গি প্রাক্তন রাষ্ট্রপতি ফার্নান্ডো লুগোর প্রশাসন থেকে আদিবাসী বিষয়ক মন্ত্রিত্বের পদে দায়িত্ব গ্রহণের আমন্ত্রণ পান। আদিবাসী সম্প্রদায়ের মধ্যে তিনি প্রথম ব্যক্তি, যিনি উক্ত পদে আসীন হন।
রাইজিং ভয়েসেস প্রকল্পের অংশ হিসেবে, মাবোয়াঙ্গি কালেকটিভ ব্লগ ব্যবহার করা শুরু করেন, যাতে তিনি তাঁর অভিজ্ঞতা সবার কাছে তুলে ধরতে পারেন। এছাড়াও তিনি একটি টুইটার একাউন্ট খুলেছেন (@মার্গামাবোয়াঙ্গি), তবে এখনো তিনি নিয়মিত ভাবে সেটিকে আপডেট করার সাথে অভ্যস্ত হয়ে উঠার চেষ্টা করছেন। এই ভিডিওতে তিনি, অন্য আদিবাসী সম্প্রদায় এবং বৃহৎ পরিসরে বৈশ্বিক শ্রোতাদের কাছে তাঁর জীবন কাহিনী তুলে ধরার গুরুত্বের বিষয়ে কথা বলছেন।
আচেহ ঐতিহ্য অনুসারে তিনি তাঁর নামের ব্যাখ্যা প্রদানের মধ্যে দিয়ে নিজের ব্লগ পোস্টের ইতি টেনেছেন :
Me encanta que me llamen Mbywangi porque es el nombre que me puso mi mamá de sangre, y Margarita me puso mi segunda mamá aunque no fui reconocida por ellos como hija. Sólo tengo mi nombre y me siento feliz con los dos nombres que tengo.