নয় মাস আগে তিনজন ডিজাইনার এবং দুইজন বিজ্ঞাপন স্নাতক মিলে একটি দল বাঁধেন নকশা সম্পর্কিত – বিজ্ঞাপন, ফ্যাশান এবং মিডিয়া – সবকিছু মোকাবেলা করার একটি ব্লগ শুরু করার জন্যে: তারা এর নাম দিয়েছেন “ব্রোফেশনাল পর্যালোচনা।” বর্তমানে তাদের আর্কাইভের ১০০টিরও বেশি পর্যালোচনা রয়েছে। বাজারে নতুন একটি ব্র্যান্ড, বিজ্ঞাপনী প্রচার অভিযান বা প্রমো এলেই পাঠকেরা তাদের পোস্ট/ মতামতের দিকে তাকিয়ে থাকে। গ্লোবাল ভয়েসেস অনলাইন তারা কী করে সে সম্পর্কে আরও জানতে তাদের সাক্ষাৎকার নিয়েছে।
গ্লোবাল ভয়েসেস অনলাইন: প্রথমেই জানতে চাই ব্রোফেশনাল পর্যালোচনা দলের সদস্য কারা?
ব্রোফেশনাল পর্যালোচনা: আমরা আশাবাদী তিনজন গ্রাফিক নকশাবিদ এবং দুইজন বিজ্ঞাপনী স্নাতকের একটি দল একটি ব্লগে যার যার মতো অবদান রাখছি। কিছু সদস্য অন্যদের তুলনায় একটু বেশি সক্রিয়, কিন্তু নকশা সম্পর্কিত বিষয়বস্তুর ক্ষেত্রে এবং কীভাবে এই বিষয়ে কাজ করা হবে সে ব্যাপারে পুরো দলটি একগুচ্ছ নীতিমালা মেনে চলি। আমরা সন্দেহবাদিতা ও সমালোচনার একটি মিশ্রণের মাধ্যমে – ‘ব্রোফেশনাল’ উপায়ে – স্বচ্ছ এবং মজার হতে একমত হয়েছি।
জিভিও: ব্লগটি শুরু করতে কোন জিনিসটি আপনাদের অনুপ্রাণিত করেছে?
বিআর:আমি মনে করি, তেমন বিশেষ কিছুই না; ডিজাইনার হিসাবে খুবই সক্রিয় এবং ব্যক্তি হিসেবে হচ্ছে খুব জেদী এই আমি এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছি যেখানে আমার অনেক কিছু বলার আছে কিন্তু সঠিক মঞ্চ ছিল না। কোন এক দৈব সজ্ঞাত মুহূর্তে এই ধারণাটি মাথায় এসেছিল এবং সেটা ঠিকঠাক করে বর্তমান পর্যায়ে নিয়ে আসা হয়েছে।
জিভিও: আপনারা কী আপনাদের আলোচনা করা কোন সরকারী বা বেসরকারী প্রাপ্তি সংস্থা/ব্র্যান্ড থেকে কখনো কোন প্রতিক্রিয়া পেয়েছেন?
বিআর: প্রায় সারাক্ষণই আমরা সাড়া পাচ্ছি। মাত্র কয়েক সপ্তাহেই ব্লগটি ভাল পরিমাণ প্রচার পেতে শুরু করে। এজেন্সিরা আমাদের সম্পর্কে জানতে শুরু করে এবং আমাদের সঙ্গে অনেক ব্রান্ডের বাজার ব্যবস্থাপকদের (মার্কেটিং ম্যানেজার) যোগাযোগ হয়। বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াগুলোতে ঘৃণা থেকে ঘৃণাসহ যুক্তিসঙ্গত পরিমাণ বস্তুনিষ্ঠ কথাবার্তা রয়েছে। প্রায় আট মাস ধরে বিভিন্ন সংস্থার সঙ্গে সভা-বৈঠক করে তাদের কাজ নিয়ে আলোচনা পরও এসব বিষয় নিয়ে আমাদের স্বর বা বিশ্বাসযোগ্যতাকে প্রভাবিত না করে এখনো আমরা ইমেইল বিনিময় করেছি।
জিভিও: বিজ্ঞাপন/প্রচারণা আপনাদের দেখা এবং পর্যালোচনার ভিত্তিতে আপনারা লেবাননে বিজ্ঞাপনী ব্যবসাকে কীভাবে বর্ণনা করবেন?
বিআর: লেবাননে বিজ্ঞাপন দৃশ্যে নকশার সাংঘাতিক প্রয়োজন। নকশা কোন প্রযুক্তিগত মাধ্যম নয়; এটা কোন সরঞ্জামও নয়, এটা চিন্তার একটি প্রক্রিয়া মাত্র। আমাদের বেশিরভাগ সংস্থাগুলো কোন প্রক্রিয়া অনুসরণ না করে দ্রুত সৃজনশীলতা এবং নতুনত্বহীন বাণিজ্যিক কাজে লিপ্ত হয়ে পড়ে। সত্যি কথা বলতে, লেবাননে বিজ্ঞাপন হলো খুবই অল্প কিছু সাহসী ব্যক্তির বলয় ভেঙ্গে বেরিতে আসার চেষ্টা ছাড়া বস্তাপচা জিনিসের সঙ্গে ভণ্ডামির সংমিশ্রণ।
জিভিও: ব্রোফেশনাল পর্যালোচনার পরবর্তী পদক্ষেপটি কী?
বিআর: আমাদের লক্ষ্য হলো বিভিন্ন নকশাবিদদের সুপরিচিত চিন্তাধারাকে অনানুষ্ঠানিকভাবে উপস্থাপন করে নকশার ব্যাপারে আরও সাহসী অর্ন্তদৃষ্টি যুক্ত করা – ‘ব্রোফেশনাল’ উপায়ে। বিজ্ঞাপন বা ফ্যাশন যে সম্পর্কেই বলা হোক না কেন, নকশাই আমাদের মূল উপজীব্য। পরবর্তী ধাপের লক্ষ্য হবে মিথষ্ক্রিয়তা, আরো বেশি সাহসের সঙ্গে!
ধন্যবাদ!
আপনি ব্রোফেশনাল পর্যালোচনাকে টুইটারে @ব্রোফেশনালআর এবং তাদের ফেসবুক পৃষ্ঠা অনুসরণ করতে পারেন।