এই পোস্টট আমাদের সিরিয়ার বিক্ষোভ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।
সিরিয়ার ব্লগাররা সিরিয়ার আটক কেন্দ্রগুলোতে তাদের নিজেদের আরো একজনের জন্যে প্রচারাভিযানের মিছিল করেছে। ব্লগার এবং এক্টিভিস্টরা ব্লগার এবং মুক্ত উৎস নির্মাতা বাসেল সাফাদি সম্পর্কে #বাসেলকেমুক্তকর প্রচারাভিযানের পর এবার ব্লগার হুসেইন ঘ্রের [আরবী] এর দুর্দশা তুলে ধরতে #হুসেইনকেমুক্তকর প্রচারণা চালু করেছে।
সিরিয়ার সবচেয়ে প্রখ্যাত ব্লগারদের অন্যতম ঘ্রের ১৬ই ফেব্রুয়ারী, ২০১২ তারিখে সিরিয়ার মিডিয়া এবং মত প্রকাশের স্বাধীনতা কেন্দ্রে (এসসিএম) একটি অভিযানে অন্যান্য ব্লগার এবং সহকর্মীদের সঙ্গে গ্রেফতার হওয়ার পর থেকে বন্দী রয়েছেন। গত (এক) বছরে এটা হুসেইনের দ্বিতীয় গ্রেপ্তার। আদালতে না পাঠিয়ে তাকে চার মাস আটক (সিরিয়ার আইনে প্রযোজ্য ৬০ দিনের বৈধ সীমার তুলনায় অনেক বেশি) রাখা হলে প্রচারাভিযানটি অনির্দিষ্টকালের জন্যে একটি অনশন-ধর্মঘট এবং তার নিঃশর্ত মুক্তি দাবির ঘোষণা দিয়ে এর প্রতি দৃষ্টি আকর্ষণ করে।
গত রাতের শেষ দিকে ব্লগাররা আরবি, ইংরেজী, ফরাসী এবং স্প্যানিশ ভাষায় একটি বিবৃতি প্রকাশ করে প্রচারাভিযানটি চালু করেছে। এতে বলা হয়েছে:
আমরা – সিরিয়ার ব্লগারবৃন্দ – আমাদের বন্দী সহকর্মী ব্লগার এবং বন্ধু হুসেইন ঘ্রেরের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দাবি করছি, বিশেষ করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন ছাড়াই চার মাসের বেশি অতিক্রান্ত হয়েছে। তার চার-মাস দীর্ঘ বন্দিত্ব সিরিয়ার আইন অনুযায়ী আদালতে পাঠানো ছাড়া ৬০-দিনের বৈধ সীমা অতিক্রম করেছে।
বিবৃতিটিতে হৃদযন্ত্রের গুরুতর অবস্থাও উল্লেখ করা হয়:
আমরা খুবই উদ্বিগ্ন এ কারণে যে ঘ্রের হৃদযন্ত্রের অতি-উত্তেজনাদায়ক এবং এর বাম অংশের কপাটিকার অকার্যকারিতাজনিত রোগসমূহে ভুগছেন। আমরা নিম্নমানের পরিবেশগত, মানসিক এবং বাহ্যিক অবস্থার জন্যে সুপরিচিত সিরিয়ার কারাকক্ষে তার স্বাস্থ্যের অবস্থার অবনতির আশংকা করছি। আটক কেন্দ্রের পরিবেশ এবং সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদির অভাব তার জীবনের প্রতি সরাসরি একটি হুমকি।
তারপর থেকে সিরিয়ার ও আন্তর্জাতিক টুইটার ব্যবহারকারীরা প্রচারাভিযানটি ছড়িয়ে দিতে এবং হুসেইন সম্পর্কে টুইট করতে ব্যস্ত। সিরিয়ার ব্লগার ইয়াসিন স্বেহাত টুইট [আরবী] করেছেন:
@সিরিয়ানগাভরোচে: الحرية لصديقي حسين غرير.. الحرية ل #سوريا التي أريد! #সিরিয়া #হুসেইনকেমুক্তকর
সিরিয়ার ব্লগার দানিয়া টুইট করেছেন:
@দানিয়া _রিফ: يالله حسين عم نستناك، بكفي عتم #হুসেইনকেমুক্তকর
এবং দামাস্কাস ট্রিবিউন বলেছে:
@দামাস্কাসট্রিবিউন: হুসেইন ঘ্রের এর হাত রক্তমাখা নয়। বরং সেগুলো (কলমের) কালি মাখা। আমাদের তাকে মুক্ত (করা) প্রয়োজন #হুসেইনকেমুক্তকর
এছাড়াও আরব ব্লগার এবং টুইপ’রা হুসেইনের জন্যে তাদের উদ্বেগ ভাগাভাগি করেছে:
@জামালঘোসন: #হুসেইনকেমুক্তকর কারণ সে সিরিয়া সম্পর্কে পক্ষপাত, ঘৃণা, প্রতিহিংসা, কুসংস্কার ছাড়া সদুত্তর দেয়া গুটি কয়েকজনের মধ্যে একজন এবং এটা সে করতেই থাকবে
@বুদুর৪৮: كتب حسين في مدوّنته تضامنا مع الشعب اللبناني إبّان حرب تمّوز ومع الشعب الفلسطيني خلال مجزرة غزّة. الآن هو بحاجة لتضامننا. #হুসেইনকেমুক্তকর
এই পোস্টট আমাদের সিরিয়ার বিক্ষোভ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।