সিরিয়া/ তুরস্ক: সিরীয় শরণার্থীরা কিলিস শিবিরে পানি স্বল্পতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে

আমাদের এ পোস্টটি সিরিয়া প্রতিবাদ ২০১১/১২ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ

সিরিয়া- তুরস্ক সীমান্তের কিলিস শরণার্থী শিবিরের সিরীয় শরণার্থীরা পানি স্বল্পতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। এ ঘটনায় চারজন পুলিশ ও ১০জন শরণার্থী আহত হয়।

তুরস্কে কাজ করা বিদেশি প্রচারমাধ্যমের জন্য অনুবাদক হিসেবে কর্মরত @ফিক্সার_ টার্কি নামের একজন স্বঘোষিত ফ্রিল্যান্স সাংবাদিক টুইট করেনঃ

@ফিক্সার_ টার্কি:  ১১,০০০ সিরীয় শরণার্থী অধ্যুষিত কিলিস শিবিরে প্রায় ৫০০ জন শরণার্থী পানি সমস্যা নিয়ে প্রতিবাদ করেন, ৪জন পুলিশ ও ১০ জন শরণার্থী আহত হয়।

সিরীয় সীমান্তের নিকটবর্তী দক্ষিণ হাতায়, সানলিউরফা ও গাজিয়ান্তেপ পরিবেষ্টিত দক্ষিন-মধ্য তুরস্কের একটি শহর হল কিলিস। সিরীয় উদ্বাস্তুদের গ্রহণ করার জন্য সেখানে শিবির স্থাপন করা হয়।

@ফিক্সার_ টার্কি বলেনঃ

@ফিক্সার_ টার্কি: অধিক পানির দাবিতে কিলিস-এর শিবিরে সিরীয়  শরণার্থীরা প্রতিবাদ করে, তাঁরা প্রশাসনিক ভবনের জানালা ভেঙ্গে ফেলে, ৪ জন পুলিশ আহত হয়।

কিলিস শিবিরের সিরীয়  শরণার্থী শিশুরা পানি সংগ্রহের জন্য প্লাস্টিক বোতল এবং বালতি বহন করছে- এমন একটি ছবি তিনি শেয়ার করেন:

@ফিক্সার_ টার্কি: কিলিস –এর শরণার্থী  শিবিরের শিশুরা প্লাস্টিক বোতল ও বালতি নিয়ে পানযোগ্য পানি সংগ্রহে যাচ্ছে

Syrian refugee children getting water at the Kilis camp

কিলিস শিবিরে সিরীয় উদ্বাস্তু শিশুরা পানি সংগ্রহ করছে, ছবি @ফিক্সার_ টার্কি টুইটারে শেয়ারকৃত

টারক৪সিরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেনঃ

@টারক৪সিরিয়া: গত রাতে শত শত সিরীয় কিলিসের কন্টেনার শিবিরে বিক্ষোভ করেছেন, তাঁদের অভিযোগ যে তাঁরা অপ্রতুল পানি পাচ্ছেন। #সিরিয়া # তুরস্ক

এর আগের টুইটে তিনি ব্যখ্যা করেনঃ

@টারক৪সিরিয়া: গত ৭২ ঘণ্টায় ১০৮০ সিরীয় উদ্বাস্তু বিপদজনক মাইন ফিল্ড অতিক্রম করে কিলিস হয়ে তুরস্কে প্রবেশ করেছে। #তুরস্ক #সিরিয়া

সিরিয়ার অশান্ত পরিস্থিতির কারনে সিরীয় উদ্বাস্তুরা পালিয়ে এসে শিবিরে আশ্রয় গ্রহণ করে মানবিক অবস্থার জন্যে যুদ্ধে লিপ্ত রয়েছে। তাঁরা নিরাপদে বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে।

আমাদের এ পোস্টটি সিরিয়া প্রতিবাদ ২০১১/১২সিরিয়া সংক্রান্ত স্পেশাল কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .