ইয়েমেন: অবশেষে টেডএক্স সানা’আতে!

ইয়েমেনে নেটনাগরিকদের মধ্যে দারুণ উত্তেজনা বিরাজ করছে কারণ ১৩ই জুলাই, ২০১২ তারিখে চূড়ান্তভাবে অনুষ্ঠান করার লাইসেন্স পাওয়ার পর টেডএক্স সানা’আতে এসে পৌঁছেছে। কর্মসূচীটি বলছে যে “বিভিন্ন কমিউনিটি, সংগঠণ এবং ব্যক্তিকে স্থানীয় পর্যায়ে টেড (প্রযুক্তি বিনোদন ও ডিজাইন)-এর মতো অভিজ্ঞতার মাধ্যমে সংলাপ সৃষ্টির সুযোগ দেয়ার জন্যে টেডএক্স কর্মসূচী পরিকল্পিত।” এভাবে অনেক ইয়েমেনী তাদের স্বপ্ন, অভিজ্ঞতা এবং ধারণাগুলি পরস্পরের এবং ডিসেম্বর ২০১২ থেকে বিশ্বের সঙ্গে ভাগাভাগি করার সুযোগ পাবে।

টেডএক্সকথাবার্তা এর পাঠানো এই ভিডিওটিতে টেডএক্স কী সেই সম্পর্কে স্বল্প এবং শক্তিশালী শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে।

এখানে টুইটারে প্রাপ্ত ইয়েমেনি প্রতিক্রিয়াগুলোর কিছু কিছু দেয়া হলো:

@ধামান _১: অবশেষে #টেডএক্স সানা’আ #ইয়েমেন শীঘ্রই ^__^  https://www.facebook.com/pages/TEDxSana

@ঘাতিস: আমি সবসময় বলি যে কোন খবরই বিশেষভাবে গত বছরের ভাল খবর নয়, তবে অবশেষে আমি ভাল কিছু শুনলাম #ইয়েমেন #টেডএক্সসানা’আ

টেডএক্সসানা’আ

টেডএক্সসানা’আ এর দিন গণনা শুরু

@আফ্রাহনাসের: সারাবিশ্বের সবচেয়ে জনপ্রিয় “ধারনা ছড়িয়ে দেয়ার মতো” অন্যতম ঘটনা হতে যাচ্ছে‪  #ইয়েমেন – #টেডএক্সসানা’আ হলো তাই http://instagr.am/p/NCTUOWKDE5/

@সারাহ_সানা’আ: #টেডএক্সসানা’আ নিয়ে আমি উত্তেজনার কারণ ‪হলো এটি শুধুমাত্র জ্ঞানের মঞ্চ দিয়ে চরম আদর্শের বিরুদ্ধে যুদ্ধ করার একটি দুর্দান্ত উপায় #ইয়েমেন

@এ৪(ফর)মাই: সানা’আতে প্রথম টেডএক্স হলো উদ্ভাবনী চিন্তা-ধারা ও উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ করে তোলার @টেডএক্সসানা’আ। আপনার বিশাল চিন্তা-ধারাকে মেলে ধরার জন্যে যোগদান করুন।

@আলমুরাইসি: من أسعد الأخبار الأخيرة عن اليمن.. قريبًا سيكون لنا نسختنا الخاصة من تيدكس ‎@TedxSanaa متفائل كثيرًا بهذه الفعالية.. ترقبوا التفاصيل تباعًا
ইয়েমেন সম্পর্কে ইদানীং কালের সবচেয়ে সুসংবাদ.. খুব শীঘ্রই আমরা আমাদের নিজস্ব টেডএক্স সংস্করণ  @টেডএক্সসানা’আ পেতে যাচ্ছি। আমি এই ঘটনাটি সম্পর্কে খুবই আশাবাদী.. বিস্তারিত সর্বশেষ অনুসরণ করুন।

@ইয়েমেনেরনারী: অনুপ্রেরণার জন্যে ধারণা, চিন্তা এবং সমর্থন দিয়ে @টেডএক্সসানা’আকে ‪সহযোগিতা করুন। #ইয়েমেন #টেডএক্সসানা’আ।

@টেডএক্সসানা’আ: #ইয়েমেনে প্রথম #টেডএক্সসানা’আ সম্মেলন প্রস্তুতির জন্যে দিন গণনা শুরু হয়েছে। আমাদের ফেসবুক পৃষ্ঠায় http://on.fb.me/LVv2AX এখনি যোগদান করুন

আরও সর্বশেষ জানার জন্যে আপনি টুইটার এবং হ্যাশট্যাগ #টেডএক্সসানা’আ অনুসরণ এবং এদের ফেসবুক পৃষ্ঠায় যোগ দিতে পারেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .