- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইরান: রাস্ট্রটি কী ১৩ বছরের বালিকাকে ভয় পায়?

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইরান, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, বাক স্বাধীনতা, মানবাধিকার, যুবা, রাজনীতি

রাজনৈতিক এবং সুশীল সমাজের এক্টিভিস্টদের উপর চাপ বাড়াতে জনগণের বিদেশে ভ্রমণ নিষিদ্ধ করে ইরানী রাষ্ট্রের বহু বছরের পুরনো অভ্যাস। তবে সম্প্রতি একটি নিরাপত্তা আদালত কারাবন্দী মানবাধিকার আইনজীবী নাসরিন স্তুদেহ [1]’র স্বামী এবং তাদের ১৩-বছর বয়েসী মেয়ে মেহরাভে খান্দানের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করে [2] আলোড়ন সৃষ্টি করেছে। নাসরিন স্তুদেহ ১১ বছর কারাদণ্ডে দন্ডিত।

এন্সিলুস লিখেছেন [3] [ফার্সী]:

ফেসবুকে মেহরাভের পিতা বলেছেন এমনকি তার মেয়ে মেহরাভে কোন অপরাধ করে থাকলেও তাকে অপ্রাপ্তবয়স্কদের আদালতে ডাকা উচিৎ, এভিনে [কারাগার] নয়।

হাঘেমোসলামেমা বলেছেন [4] [ফার্সী]:

আমাদের সারা বিশ্বকে ইসলামী শাসন [ইরানী শাসন] সম্পর্কে জানাতে “নিষ্পাপ শিশুদের জন্য প্রচারাভিযান” চালু করা দরকার। ব্লগার পরিহাসের সঙ্গে জানতে চেয়েছেন মেহরাভের কী অপরাধ: নাসরিন স্তুদেহের কন্যা হয়ে, ১৩-বছর বয়সী বাচ্চা হয়ে, তার স্নেহময় পিতা-মাতাকে ভালবেসে, তার ছোট ভাইয়ের যত্ন নিয়ে… বাস্তবে শুধুমাত্র শুধু আলী খামেনী জানেন এই মেয়েটি কী অপরাধ করেছে… অন্ততঃ মেহরাভের বিষয়টি নিয়ে আমাদের হাল ছাড়লে চলবে না, সমস্ত রাজনৈতিক বন্দীদের এভিন কারাগারে পাঠানো হলেও।

এছাড়াও ব্লগার মেহরাভের ভাইসহ একটি ছবি প্রকাশ করেছে:

মেহরাভে খান্দান এবং তার ভাই। [4]

মেহরাভে খান্দান এবং তার ভাই। ছবি হাঘেমোসলামেমা.ব্লগস্পট.সিএ থেকে

সবুজশহর লিখেছেন [5] [ফার্সী] মাত্র এই ৮ই জুলাই, ২০১২ তারিখেই ইরানের মানবাধিকার উচ্চ পরিষদের প্রধান জাভাদ লারিজানি ইরানে রাজনৈতিক বন্দীর অস্তিত্ব অস্বীকার করেছেন। আজ সোমবার ১৬ই জুলাই মেহরাভের বিষয়টি প্রকাশিত হয়েছে।

Jজমহুরিয়াত লিখেছেন [6] [ফার্সী] “আমার দেশ এই নিরপরাধ মেয়েটিকে নিয়ে গর্বিত, কারণ তার ভ্রমণ নিষেধাজ্ঞা [ইরানী] ইসলামী প্রজাতন্ত্র ধ্বসে পড়া প্রমাণ করছে।”

এবারই প্রথম নাসরিনের শিশুরা রাজনৈতিক বন্দীদের পরিবারগুলির  ব্যাথা তুলে ধরেছে তা নয়। প্রায় একমাস আগে ইরানী সামাজিক নেটওয়ার্কিং সাইট ব্যবহারকারীরা নিচের ভিডিও ফুটেজটি ভাগাভাগি করেছেন যেখানে নাসরিন স্তুদেহ কারাগারে সাক্ষাতের সময় একটি জানালা দিয়ে তার চার বছর বয়সী ছেলের সঙ্গে খেলতে চেষ্টা করছেন।