সিরিয়ার বন্ধুদের সর্বশেষ সম্মেলনে মৌরিতানীয় পররাষ্ট্রমন্ত্রী হামাদি উদ হামাদি [ফরাসী ভাষায়] প্রদত্ত একটি বক্তৃতা মৌরিতানীয় এক্টিভিস্টদের ক্ষুদ্ধ করেছে। ৬ই জুলাই প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে তার ভাষণে তিনি বলেন সিরিয়াতে যা ঘটছে সেটা হলো “সহিংসতা এবং পাল্টা-সহিংসতা।”
অনেকেই তার এই কথাকে বাশার আল আসাদের শাসনের প্রতি সমর্থন বিবেচনা করার ফলে মন্ত্রীর সমালোচনা এবং সিরিয়ার জনগণ ও সিরিয়ার বিপ্লবের কাছে ক্ষমা ভিক্ষা করে টুইটের সাথে সাথে ক্ষুদ্ধ ও বিদ্রুপাত্মক ভিডিও প্রচারিত হচ্ছে।
এখানে লক্ষ্য করতে হবে যে পতনের দাবির মুখোমুখি হওয়া অন্যান্য শাসকগোষ্ঠীগুলোর প্রতি মৌরিতানীয় শাসকগোষ্ঠীর সমর্থনের এই অবস্থান নতুন নয়। পূর্বে এই মৌরিতানীয় শাসকগোষ্ঠী জাইন এল আবেদাইন বেন আলি এবং হোসনি মোবারকের শাসকগোষ্ঠী ছাড়াও আইভরি কোস্টের প্রেসিডেন্ট লরাঁ বাগবো এবং জাফরের লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির শাসনকে সমর্থন করেছিল।
ইতোমধ্যে শাসকগোষ্ঠীর কাছে নোয়াকচট (রাজধানী) থেকে সিরিয়ার রাষ্ট্রদূতকে তাড়িয়ে দিয়ে বাশার আল আসাদের শাসকগোষ্ঠীর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি করে মৌরিতানিয়াতে অনেকগুলো সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মৌরিতানি ডেমা নামের একটি পৃষ্ঠা মন্ত্রীর বক্তৃতা ব্যবহার করে মূল ফুটেজ পরিবর্তন এবং মন্ত্রীর কথাকে বিকৃত করে একটি বিদ্রুপাত্মক ভিডিও তৈরী করেছে। এতে মন্ত্রী বলেছেন যে সিরিয়ার শাসকগোষ্ঠীকে মৌরিতানিয়ার সমর্থনের কারণ বাশার আল আসাদকে সমর্থন দেওয়ার জন্যে ইরান মৌরিতানীয় প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মেদ উদ আব্দেল আজিজকে টাকা দিয়েছে।
মৌরিতানীয় এক্টিভিস্ট তাহ উদ হাবিব পররাষ্ট্রমন্ত্রীর বক্তৃতার সমালোচনা করেছেন:
এক্টিভিস্ট আহমেদ আব্দাল্লাহ একই সুরে মন্তব্য করেছেন:
এবং এলঘুতুব উদ মোহাম্মেদ মোলুদ লিখেছেন:
সৌদি সাংবাদিক জামাল খাশোগি তার কথা বলার সময় মন্তব্য করেছেন: