সিরিয়া: ত্রেইমসেহ গণহত্যায় ক্ষোভ এবং দুঃখ

গত বছর পবিত্র রমজান মাসের প্রাক্কালে বাশার আল-আসাদের শাসনের অনুগত সিরীয় বাহিনী কেন্দ্রীয় শহর হামা’তে প্রায় ৪৫ জন বেসামরিক লোকের উপর গণহত্যা চালিয়েছিল

এই বছর রক্তপাতটি ঘটে হামা’র উপকণ্ঠে ত্রেইমসেহ গ্রামে। তবে এবার মৃতের সংখ্যা কয়েক গুণ বেশি মনে করা হচ্ছে।

এক্টিভিস্টদের মতে ১২ই জুলাই তারিখে গ্রামটিতে তিনটি পুরো পরিবারসহ প্রায় ২২০ জন বেসামরিক লোককে হত্যা করা হয়েছে। সিরীয় লেখক এবং ব্লগার রাইম আল্লাফ লিখেছেন:

@রাল্লাফ: #সিরিয়া’র #হামা প্রদেশে আরেকটি গণহত্যার খবর এসেছে: ২২০ জন শিকার, অনেককে ছুরি দিয়ে জবাই করা হয়েছে, শিশুদেরকেও, ৩টি পুরো পরিবার।

প্রতিক্রিয়াগুলোতে অনিয়ন্ত্রিত ক্রোধ এবং বিষণ্ণতা থেকে শুরু করে পরম অসহায়ত্ব প্রকাশিত হয়েছে। সিরীয় এক্টিভিস্ট সাকিব আল-জাবরি তার অনুভূতিগুলো সংকলিত করেছেন এখানে:

@লে’শেক: আমি জানিনা কারো “ইতোপূর্বে দেখা” গণহত্যার প্রতিক্রিয়াটি দুঃখজনক বা বেপরোয়া কিংবা অন্য কী হতে পারে। #সিরিয়া

এদিকে কারিম লাইলাহ টুইট করেছেন:

@করিমলাইলাহ: صار في سوريين تحت الأرض أكتر من عليها #Syria
@করিমলাইলাহ: এখন পর্যন্ত, মাটির উপরের চেয়ে মাটির তলে সিরীয়দের সংখ্যা বেশি। #সিরিয়া

শাকিব আল-জাবরিও সিরীয়দের গণহত্যার সম্পর্কে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর নিষ্ক্রিয়তা নিয়ে বিলাপ করেছেন, বিশেষ করে একারণে যে সিরিয়াকে নিয়ে ইউএনএসসি’র (জাতিসংঘ নিরাপত্তা পরিষদ) একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠানের পর এটাই প্রথম গণহত্যা নয়:

@লে’শেক: মুড, আনান, বান, ইউএনএসসি সবাই গণহত্যার নিন্দা করবেন, কিন্তু দুস্কৃতিকারীটিকে নয়, যেন মানুষ শুধু এমনি এমনি মারা যাচ্ছে। #সিরিয়া

এবং কথাটিকে সত্যি করে দিয়ে এই গণহত্যার অব্যবহিত পরেই জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস গণহত্যাটির নিন্দা করতে এগিয়ে এসেছেন:

@রাস্ট্রদূতরাইস: #ত্রেইমসেহগণহত্যা’র প্রতিবেদন বিকট দুঃস্বপ্নের মতো – #ইউএনএসসি’র পদক্ষেপের বাধ্যবাধকতার প্রয়োজনীয়তা নাটকীয়ভাবে চিত্রায়িত করে #সিরিয়া।

“আমাদের জবাই করার সময় বিশ্ব তাকিয়ে দেখছে। আমরা ত্রেইমসেহ গণহত্যা ভুলবো না”, সিরিয়ার বিপ্লবের জন্যে ফেসবুক পৃষ্ঠাসমূহের ইউনিয়ন

নাফসাইলেন্স বিদ্রূপাত্মকভাবে সদ্য প্রতিষ্ঠিত জাতীয় সমঝোতা মন্ত্রণালয় সম্পর্কে তার পাঠকদের স্মরণ করিয়ে দিয়েছেন:

@নাফসাইলেন্স: উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে (আনানের কাছে বাশারের বড়াই করা) নতুন জাতীয় সমঝোতা মন্ত্রণালয়ের অধীনে এই ধরনের গণহত্যা এটাই প্রথম

অন্যদিকে সাফ’আ সানকারি এই বিয়োগান্তক ঘটনাগুলোর মাধ্যমে সিরীয়দের তাদের দেশের গ্রামাঞ্চলের ছোট্ট শহরগুলিকে আবিষ্কার করার একটি সাধারণ অনুভূতির প্রতিফলন ঘটিয়েছেন:

@সাফ’আ সানকারি: আজ #সিরিয়া’র #ত্রেইমসেহগণহত্যা’য় ২০০ জনের বেশি নিহত হয়েছে; সিরিয়ার যে শহরগুলোর অস্তিত্ব আমি কখনো জানতাম না আমি এখন সেটা জানি এসব গণহত্যার কারণে 🙁

উগারিতি হোমসি গণহত্যার পর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সিরীয় কর্তৃপক্ষের “দুষ্কৃতিকারীদের” গ্রেপ্তারের দাবি নিয়ে উপহাস করেছেন:

@উগারিতি_হোমসি: সিরিয়া রাষ্ট্রীয় টিভি: “#ত্রেইমসেহগণহত্যা সংঘটনকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে” হায় আল্লাহ! এখনি আমার হার্ট অ্যাটাক হবে!! #মিথ্যাবাদীরা

এবং সবশেষে সামি আল-হামভি গণহত্যাটিকে নিন্দা করে দেশজুড়ে ভিন্ন একটি বিক্ষোভের ছবি ভাগাভাগি করেছেন:

@হামাইকো: আজ রাতে এজেএম ত্রেইমসেহ’কে সমর্থন করে ৫টি ভিন্ন বিক্ষোভের প্রবাহ দেখাচ্ছে। #সিরিয়া

AJM showing 5 different streams of protests in support of Treimseh tonight.

আজ রাতে এজেএম ত্রেইমসেহ’কে সমর্থন করে ৫টি ভিন্ন বিক্ষোভের প্রবাহ দেখাচ্ছে। আপলোড করেছেন টুইটার ব্যবহারকারী @হামাইকো

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .