এক মিনিটের পরিবেশ বিষয়ক চলচ্চিত্র প্রতিযোগিতা টিভি বায়োমুভিজ এর ৩য় সংস্করণ শুরু হয়েছে। ৯ বছরের বেশী যে কেউ ক্যামেরা ও পরিবেশ বিষয়ক এক মিনিটের ভিডিও তৈরির পরিকল্পনা নিয়ে ভিডিও তৈরির জন্য ৩০০ ডলারের পুরস্কার জয়ের লক্ষ্যে অংশগ্রহণ করতে পারে এবং পরে ১৫০০ ডলারের চূড়ান্ত পুরস্কার এবং নভেম্বরে ইউএন কপ ১৮ সম্মেলনে অংশগ্রহণের জন্য জয়ের লক্ষ্যে প্রতিযোগিতা করতে হবে।
অংশগ্রহণের জন্য, পরিবেশ বিষয়ক সচেতনতার জন্য যেমন সমুদ্র, পুন-প্রক্রিয়া করা, নারী ও জলবায়ুর পরিবর্তন, বিশুদ্ধ পানি এবং টেকসই জীবন ব্যবস্থা সম্পর্কিত ৫টি শ্রেনী থেকে একটি পছন্দ করতে হবে।
১ মিনিটের ভিডিওতে কি করতে চান তা ৫ সেপ্টেম্বর ২০১২ এর পূর্বে নির্ধারিত ছকে পাঠান। বিচারকরা ১০টি প্রস্তাব নির্বাচন করবেন (প্রত্যেক শ্রেণী থেকে দুটি করে) যারা ১ মিনিটের চলচ্চিত্র নির্মাণের তহবিল পাবার যোগ্য বিবেচিত হবেন। ঐ ১০টি চলচ্চিত্র চূড়ান্ত পুরস্কারের জন্য প্রতিযোগিতা করবে এবং প্রত্যেক শ্রেণী থেকে বহুমাত্রিকতা সম্পন্ন একটি বিজয়ী হবে। কিভাবে অংশগ্রহণ করতে হবে, তার বিস্তারিত তথ্য টিভি বায়োমুভিজ ২০১২ নির্দেশিকায় পাওয়া যাবে, পরিকল্পনা আরবি, ইংরেজি, জার্মান, রাশিয়ান এবং স্প্যানিশ ভাষায় তৈরি করা যাবে।
গত বছর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিজয়ীরা এসেছিল, সকলেই পরিবেশ ও সম্পদের মূল্য এক মিনিটের কম সময়ে তুলে ধরেন। নিম্নে বিজয়ীদের মধ্যে তিনটি চলচ্চিত্র।
ইতালি ও তিউনিসিয়া থেকে বিন্দু বিন্দু আশা:
ভারত থেকে রিচার্জ:
উগান্ডা থেকে অস্থায়ী পিগমি: