রাশিয়া: হারানো শিশুকে ফিরে পেতে জনতার উৎস প্রকল্প

অনুসন্ধান ও উদ্ধারকারী দল লাইজা এলার্ট [রাশিয়ান] এর উৎপত্তি ইন্টারনেটের একটি আদর্শ কাহিনী। বিগত ১৩ সেপ্টেম্বর, ২০১০ সালে যখন লাইজা ফোমকিনা ওরেকাভো-জুয়েভো [মস্কোর পূর্বে, ৮০ কিলোমিটার অথবা ৫০ মাইল] শহর থেকে হারিয়ে যাওয়ার পর অভ্যন্তরীণ ও জরুরী অবস্থা বিষয়ক মন্ত্রণালয়গুলির ত্রুটি বের হয়ে আসে। মর্মান্তিক এই ঘটনায় ব্যথিত ও সাহায্যের জন্য সাড়া দেওয়ার জন্য, এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেই লক্ষ্যে স্বেচ্ছাসেবকরা একত্রিত হওয়ার সিদ্ধান্ত নেয়। এবং অনলাইনে উদ্ধারকারী দল লাইজা এলার্ট গঠন করা হয়।

লাইজা এলার্ট জনসাধারণের তথ্যের ভিত্তিতে কাজ করে। জন সম্প্রদায়ের গঠন ও বৃদ্ধির ক্ষেত্রে অনলাইনের ভূমিকার জন্য বিশেষভাবে ধন্যবাদ এবং স্বেচ্ছাসেবকরা বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে আছে।

lizaalert.org এর মূল পেজের ছবি

লাইজা এলার্ট এর সুবিধাসমূহ:

  • ব্যাপক সংখ্যক স্বেচ্ছাসেবক
  • উন্নয়নশীল অবকাঠামো
  • প্রচার মাধ্যম ও অনলাইন গোষ্ঠী থেকে তথ্যের সহায়তা
  • সাধারণ কার্যকরী সাইট
  • ইন্টারনেট বিহীন পৃথিবীতে প্রকৃত সাহায্য প্রদান করে।

সংগঠকরা শুধুমাত্র প্রকল্পে উৎসাহী নাগরিক ছাড়াও প্রয়োজনীয় দক্ষতাসহ বিশেষজ্ঞ নিয়োগের বিষয়টি দেখভাল করেন। লাইজা এলার্টে যে সমস্ত স্বেচ্ছাসেবকরা হারানো শিশুদের খোজার কাজে নিয়োজিত: তাদের মধ্যে কুকুর নিয়ন্ত্রক এবং অনুসরণকারী, ৪×৪ এবং চার চাকা বিশিষ্ট বাইকের চালক এবং বিমান ও নৌকার চালক অন্তর্ভুক্ত। লিকোলাই লোমেকিন, এমন একজন স্বেচ্ছাসেবক, বলছেন:

বনে যখন একজন হারিয়ে যায়, তখন আমি বাসায় বসে থাকতে পারি না, সম্ভবত, তাঁরা বেচে আছেন এবং তাদের না পাওয়া পর্যন্ত খুঁজতে থাকি।

যে কোন উৎসাহী ব্যক্তি লাইজা এলার্টে ভূমিকা রাখতে পারে। শুধুমাত্র স্বেচ্ছাসেবকের নির্ধারিত ছকে আবেদন করে প্রকৃত সময়ের উপর ভিত্তি করে বর্তমানের যে কোন দলে যোগদান করতে পারেন।

ইন্টারনেট ব্যবহারকারী যে কেউ লাইজা এলার্ট দেখতে পারেন। তথ্য ভাণ্ডার হিসাবে, এটি সহজ ও কার্যকরী। প্রকল্প, বর্তমান অনুসন্ধান ও অন্যান্য তথ্য পোর্টালে দেয়া হয়। হারিয়ে যাওয়া সম্পর্কে জানাতে ফোন নম্বর ও কিভাবে অনুসন্ধানে অংশগ্রহণ করা যায়, সে সম্পর্কে শেখার ব্যবস্থা এই সাইটে রয়েছে। (একজন শিশু অপহরণকারী লাইজা এলার্টের প্রকাশিত তথ্য ব্যবহার করে কর্তৃপক্ষকে কৌশলে এড়ানোর কারণে, নির্দিষ্ট তথ্য সাধারণের নিকট উন্মুক্ত নয়।)

মূল [রাশিয়ান]

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .